নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

লোভীর দল

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮



লোভীর দল
সাইয়িদ রফিকুল হক

অর্থলোভী-খাদ্যলোভী
পায় না ভালোকিছু,
লোভআগুনের শিখা দেখে
হাসে কোলের শিশু!

লোভ করিতে ভীষণ মানা
লোভ যে বড় পাপ,
লোভ জমিয়া হয় যে পরে
বিরাট বড় সাপ!

সাপগুলো সব গর্ত থেকে
দিচ্ছে ভীষণ উঁকি,
এরা সবাই রক্তলোভী
আবার আগুনমুখী!

অল্পে এরা তুষ্ট নয় রে
চায় যে খুবই বেশি,
বুদ্ধিদোষে না পারিলেও
এদের আছে পেশী!

লোভীর দলে মিষ্টিকথা
যতই বলুক সুখে,
ওই হাসিতে ঢেউ জাগে না
বীর-জনতার বুকে।

মানুষগুলো মূর্খ এখন
বোঝে নাতো ভালো,
নিজের পায়ে কুড়াল মেরে
মুখটি করে কালো!

হায় রে মানুষ, ফিরবে কবে
আবার তোদের হুঁশ,
স্বার্থলোভে দিন-রজনী
খাবি কত ঘুষ?

অতিলোভে তাঁতী নষ্ট
বলেন সুধীজনে,
নীতিকথা থাকবে নাকি
সন্ত্রাসীদের মনে?

লোভীর দলে পায় না সুখ
লেখা ইতিহাসে,
দেশ-জনতার হয় না কিছু
পাপীর দীর্ঘঃশ্বাসে।

সবাই যদি একটু রুখে
দাঁড়ায় আগের মতো,
পাপীর দলে হবেই হবে
চিরতরে নত।


সাইয়িদ রফিকুল হক
০২/১১/২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




লোভ ছাড়ে না কাউকে মৃত্যু অব্দি। স্বার্থান্বেসী হয়ে অবশেষে মৃত্তিকাতে যায় মিশে....

শিক্ষনীয় কবিতা। ভাল লেগেছে।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিকই বলেছেন।

অনেক ধন্যবাদ আপনাকে।

আর শুভেচ্ছা অফুরান।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: আমার কোনো কিছুতেই লোভ নেই।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: লোভ না থাকাই ভালো ভাই।

অনেক ধন্যবাদ।
আর শুভকামনা।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

সুন্দর পোস্টে প্রথম ভালো লাগা।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

অশেষ ধন্যবাদ আপনাকে।

আর শুভেচ্ছাসহ শুভকামনা।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মীর সাজ্জাদ বলেছেন: লোভে পাপ আর পাপে মৃত্যু। ভালো লাগলো কবিতাটা।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে তা-ই।

ভালোলাগায় খুশি হলাম।

অশেষ ধন্যবাদসহ অফুরন্ত শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.