নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

নিজের লাভে সবই জায়েজ

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০০



নিজের লাভে সবই জায়েজ
সাইয়িদ রফিকুল হক

নিজের লোভে নিজের লাভে
টানছে সবাই ঝোলা,
টাকার গন্ধে রাখছে সবাই
দরজাটা তাই খোলা!

তুমি যখন ঘুষটা খেয়ে
বলছো সবই বখশিস,
নিজের লাভে নীতিকথা
করছো তখন ডিসমিস!

স্বার্থলোভী-মানুষগুলো
হচ্ছে ভীষণ অন্ধ,
কুকুর-মতো শুঁকছে এরা
নতুন টাকার গন্ধ!

এদের হাতে জাদু আছে
ভেল্কি দেখায় কত,
পাপসাগরে ডুবেও এরা
হয় না একটু নত!

নিজের লাভে সবই জায়েজ
পরকে বলো মন্দ,
তোমার হাতে ঘুষের টাকা
বাড়ছে জীবন-ছন্দ!

নিজের লোভে পরের জমি
খাচ্ছো তুমি গিলে,
আবার দেখি যাচ্ছো হজ্জে
তোমরা সবাই মিলে!

পাপটা যেন কিছু-লোকের
বিরাট অলংকার,
সমাজ-রাষ্ট্রে দেখি এদের
ভীষণ অহংকার!

রাস্তা-দখল বাড়ি-দখল
করছো দখল নারী,
তবুও তোমরা সুশীল-ব্যক্তি
সিভিল-কর্মচারী!

ভূমিদস্যু-অর্থদস্যু
নিচ্ছে সবই লুটে,
কেউ বলে না মন্দ এদের
মুখটা একটু ফুটে!

নিজের লাভে সবই জায়েজ
কেউ বলে না মন্দ,
এদের কাছে অতিপ্রিয়
হারাম টাকার গন্ধ!


সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: আস্তিক, সুশীল, সেক্যুলার, এবং বামপন্থীদের কাজই হলো মিথ্যা ছড়ানো, বিভাজন সৃষ্টি করা, একজনকে কৌশলে আরেকজনের পিছনে লাগিয়ে দিয়ে দূরে বসে মজা দেখা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা রেখে গেলাম।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

শাহিন-৯৯ বলেছেন:


খুবই চমৎকারভাবে বর্তমান উঠে এসেছে ছন্দ-ছড়ায়।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কোনো কিছুতে লোভ করা মোটেও ঠিক নয়, লোভ ধ্বংস ডেকে আনে।
খুব সুন্দর হয়েছে আপনার কবিতাটি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আর সঙ্গে রেখে যাচ্ছি শুভেচ্ছা ও শুভকামনা।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

মীর সাজ্জাদ বলেছেন: ছন্দের তালে তালে লোভীদের পরিচয় তুলে ধরলেন, ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।

আর শুভেচ্ছা অফুরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.