নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ভোরের আলোয় ভরে আছে দেশ

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭



ভোরের আলোয় ভরে আছে দেশ
সাইয়িদ রফিকুল হক

ভোরের আলো দেখিস নারে তুই যে ভীষণ কানা,
পরের মুখে ঝাল খেয়ে যে হইলি বাঁদরছানা!
ভোরের আলোয় ভরে আছে আমার সোনার দেশ,
কর্মজীবী-মানুষগুলো খাচ্ছে করে বেশ!

তবুও দেখি তোদের মনে অন্ধকারের ভাবনা,
সুখে থাকতে ভূতে কিলায় তাইতে এমন যাচনা!
মনটাকে তুই কর না আগে আকাশ-সমান বড়,
দেখবি তখন জ্ঞান-পাহাড়ে সত্য হবে জড়ো।

মনের ভিতর ব্যাধি রেখে সুস্থ থাকে কে রে?
পরকে তুমি দিচ্ছো গালি নিজের দোষে হেরে!
মনের ব্যাধি বাড়লে ভীষণ তুই যে হবি অন্ধ,
খোলা মনে দেখ না ভেবে, তোর গায়ে যে গন্ধ!

দেশের ভালো দেখিস নারে তুই যে আজব কানা,
দেশটা একটু দেখ না ঘুরে কে করেছে মানা?
আমার দেশের সুনাম গাইতে দেখছি কতজনে,
কালব্যাধি যে বাড়ছে দেখি শুধু তোমার মনে!

পরের মুখে ঝাল খেয়ে যে বিবেক তোমার অন্ধ,
দেশের ভালো দেখে তুমি চোখটা কর বন্ধ!
ভোরের আলোয় ভরে আছে আমার সোনার দেশ,
নতুন ভোরের নাইরে দরকার সবাই আছি বেশ!


সাইয়িদ রফিকুল হক
০৮/১১/২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।

সঙ্গে শুভেচ্ছা রেখে গেলাম।

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

সঙ্গে শুভেচ্ছা ও শুভকামনা।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা

১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।

আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কেমন আছেন?

শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.