নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মূর্খগুলোর চামচা আছে

০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১



মূর্খগুলোর চামচা আছে
সাইয়িদ রফিকুল হক

মূর্খগুলোর চামচা আছে—গামছা বিছায় তারা,
আত্মসুখে রামপাঁঠারা হচ্ছে এখন সর্বহারা!
দেশের বুকে ভালোকিছু—চায় না তারা হোক,
শয়তানীতে আছে এদের ভীষণরকম ঝোঁক।

এই পাঁঠাদের বাড়ি কোথায়—বলতে নাকি মানা!
বুদ্ধিদোষে অধমগুলো হইছে আজব কানা।
বাপ-দাদাদের মতোই এদের মিথ্যা আছে বুকে,
দেশের কোনো ভালো কথা—নাই যে এদের মুখে।

দেশের বুকে ছুরি মেরে সাজবে এরা ভালো!
বাইরে এরা সাধু-দরবেশ ভিতরে যে কালো।
কত পাঁঠা বলছে এখন—কত ভালো কথা!
রাজক্ষমতার অভাবে আজ খারাপ এদের মাথা।

মূর্খগুলোর চামচা আছে—গামছা বিছায় তারা,
সব পাপীরা এক-জামাতে হইছে এখন খাড়া!
দেশের ভালো করতে গিয়ে করছে দেশের ক্ষতি,
মানুষ হলে আয় রে ফিরে—আদেশ তোদের প্রতি।

সাইয়িদ রফিকুল হক
২৬/১১/২০১৯

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাড়িটাতে কেউ-একজন আছে" গল্পটার পরের পর্বগুলো কি লেখা আছে?
গল্পটা আমার ভালোলেগেছে। পুরোটা পড়তে চাই।



আরেক পোস্টে আমার একটা কমেন্ট ডিলিট করেছেন। কেন করেছেন সেটাও জানি।

পোস্ট নিয়ে কিছু কমু না .:D

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

কনফুসিয়াস বলেছেন: অনেক সুন্দর উক্তি। পাঁঠার চেয়ে অধম এরা।

লেখকের প্রতি অবিরাম ভালবাসা।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। ;)
আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাপ-দাদাদের মতোই এদের মিথ্যা আছে বুকে,
দেশের কোনো ভালো কথা—নাই যে এদের মুখে।

.....................................................................
ঠিক ঠিক ঠিক
চামচারা গামছা দিয়ে
করে বাজিমাৎ

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই আপনাকে।

আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: চামচামি তো মানুষ শখ করে না। করতে বাধ্য হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: চামচামি কি শখের বিষয়?
বাঙালির একটা অংশ চামচা বলেই দেশটা আজও
ইউরোপের কাতারে দাঁড়াতে পারেনি।


আমাদের আত্মশুদ্ধি প্রয়োজন।

পাশে থাকায় কৃতজ্ঞ। ;)
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা ভাল লেগেছে। আরো লিখুন। ভাল থাকবেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক খুশি হলাম ভাই।
;)
আপনাকে অশেষ ধন্যবাদ
আর শুভেচ্ছাসহ শুভকামনা।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪০

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ আপু। ;)

শুভেচ্ছা আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.