নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নভঙ্গের কষ্ট

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮



স্বপ্নভঙ্গের কষ্ট
সাইয়িদ রফিকুল হক

একটা মধুর স্বপ্ন দেখে উঠছি যখন জেগে,
‘পেঁয়াজ-রসুন কমে গেছে’—বউ যে বললো রেগে!
এমনি করে স্বপ্নগুলো যাচ্ছে ঝরে রোজ,
কত স্বপ্ন গায়েব হলো—কেউ নিলো না খোঁজ!

বউয়ের ঝাড়ি, লোকের ঝাড়ি, স্বপ্ন কাঁদে কষ্টে,
আরও অনেক কান্না শুনি, গোটা সমাজ-নষ্টে।
বুকের ভিতর কষ্ট কত! তবুও রাখি চেপে,
দুঃখের পাহাড় কেউ কি কখন দেখতে পারে মেপে?

স্বপ্নদেখার ইচ্ছেগুলো যাচ্ছে এখন মরে,
কত কষ্টে জীবনটা যে রাখছি শুধু ধরে।
অনেক সাধের স্বপ্ন ছিল—মনটাও ছিল ভালো,
ঘুম ভাঙতেই বউ যে এলো মুখটি করে কালো!

স্বপ্নগুলো জানলা দিয়ে কোথায় যেন গেল?
বুকের ভিতর আওয়াজ হলো স্বপ্ন ঝেড়ে ফেল!
স্বপ্নভঙ্গের বিরাট কষ্টে ছিলাম একটু বসে,
তাতেও আবার মুখঝামটা বউ যে দিলো কষে!


সাইয়িদ রফিকুল হক
১১/১২/২০১৯

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: বেশ চমৎকার হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

সঙ্গে রইলো শুভেচ্ছা ও শুভকামনা। ;)

২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা পাঠ করলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ;)

শুভেচ্ছা আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.