নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মুক্তিসেনার সাহস দেখে

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮



মুক্তিসেনার সাহস দেখে
সাইয়িদ রফিকুল হক

মুক্তিসেনার সাহস দেখে
পাকসেনারা কাঁপে,
মুক্তিযুদ্ধে মরলো কত
রাজাকারের বাপে!

সকল পাপী এক হয়ে যে
নামলো ম্যাসাকারে,
একাত্তরে মেরে ছিল
দেশের মানুষ নির্বিচারে!

এই পশুদের মুখে শুনি
এখন ধর্মকথা!
দেশটা নিয়ে এদের নাকি
অনেক মাথাব্যথা!

রাজাকারের বংশধরে
মিষ্টিকথা বলে,
ভিতর-বাইরে ওরা সবাই
পাক-আদর্শেই চলে!

মুখে মধু এই পশুদের
ভিতরটা যে ফাঁকা,
রাজাকারদের ঘাড়টা যেন
চিরকালই বাঁকা।

এখন ওরা দেশের কথা
বলে কত সুখে!
বাংলাদেশে টিকে থাকতে
ঢং ধরেছে মুখে।

মুক্তিসেনার সাহস দেখে
কাঁপতো পাকির দল,
দেশবিরোধী-রাজাকারের
হয় না বুকের বল।

দেশের মানুষ ওঠরে জেগে
আবার বীরের বেশে,
ঘাতক-দালাল থাকবে নারে
সোনার বাংলাদেশ।

মুক্তিসেনার সাহস দেখে
ওঠরে তোরা জেগে,
বাংলাদেশের ভাগ্য-বদল
হবে ঝড়ের বেগে।


সাইয়িদ রফিকুল হক
১৩/১২/২০১৯





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

ইসিয়াক বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইলো সকল শহীদের প্রতি।

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ
আর শুভেচ্ছা একরাশ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: কবিতাটা পড়ে পাকিপ্রেমীরা মনে কষ্ট পাবে। B-)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
পড়ে ভালো লাগলো।
কবিতাটা প্রানবন্ত হয়েছে।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


বৃহত্তর পাকীরা এখন বাংগালীদের বিপক্ষে হাদিস মাদিস দেয় সহজ গলায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বি, ভাই। এরা এখন বেশ শক্তিশালী।
এদের পিছনে রয়েছে সরকারি লোকজন।


আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছাও।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুশি হলাম আপু। ;)

বেশ কয়েকদিন আপনাকে দেখিনি।

আপনাকে অশেষ ধন্যবাদ।
আর বিজয়-দিবসের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.