নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্বাধীনতা

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫



আমাদের স্বাধীনতা
সাইয়িদ রফিকুল হক

স্বাধীনতা কত প্রিয় কত পবিত্র শব্দ!
তবুও তোর ভালো লাগে না পাতক।
বুকের ভিতরে পাপ জমিয়ে রেখে
কেউ হয় না দেশপ্রেমিক।
মাতাল হলে তোরা আরও মাতাল হয়ে যা,
আরও বেশি করে মদ খা,
আরও বেশি করে তোরা শয়তান হ,
কিন্তু তোদের ওই মাতালমুখের পাপজিহ্বায়
বলবি না কখনো আমাদের প্রিয় দেশের কথা।

আমাদের দেশ, আমরা বুঝি এর কত মূল্য,
তোদের পূর্বপুরুষ ছিল এই দেশের বিরুদ্ধে,
তোরা এখনও বহন করছিস পূর্বপুরুষের চিন্তার জোয়াল।
আমাদের স্বাধীনতা চিরদিন পবিত্র আর ভালোবাসার,
এই স্বাধীনতা কেউ পারবে না আর কখনো কেড়ে নিতে,
জুজুর ভয় দেখিয়ে তোরা জাতিকে আর বিভ্রান্ত করিস না।

তোরা অধম-পাপী আজও এই দেশটাকে মানিস না!
আজও তোরা এই দেশের পবিত্র পতাকা মানিস না!
তোরা পাপিষ্ঠ আজও দেশের জাতীয় সঙ্গীত মানিস না!
এই পবিত্র দেশের পবিত্র ইতিহাস এখনও মানিস না!
তবুও তোরা এই দেশে থাকিস কত নির্লজ্জ-অহংকারে!
আর দেশকে নিয়ে কথা বলিস কত ভালোমানুষের মতো!
কিন্তু আমরা তোদের চিনি, যেমন চিনি তোদের পূর্বপুরুষদের,
তোদের পূর্বপুরুষেরাও ছিল তোদের মতো জল্লাদ আর হায়েনা!

পাপীদের মুখে এখন শোনা যায় দেশের কথা!
এরা এখন দেশের জন্য কেঁদে, বুকভাসিয়ে, সাঁতার কেটে
একচান্সে বুঝি চলে যাবে সিন্ধুনদের তীরে পেয়ারে পাকিস্তানে!
মাতালগুলো খুব বেড়ে গেছে, আর বেড়ে গেছে ওদের মাতলামি!
আমাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে, আরও আছে বিরাট মনোবল,
আরেকবার যদি আমরা গর্জে উঠি তাইলে ওদের পতন চিরতরে।
আমাদের স্বাধীনতা আমরাই রক্ষা করতে পারি, বুঝলি নাদান?
তোদের মতো পাকিপ্রেমী বঙ্গশত্রু আমাদের কোনো প্রয়োজন নাই।


সাইয়িদ রফিকুল হক
১৫/১২/২০১৯

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ার পর এখন আমার একটা কবিতা লিখতে ইচ্ছা করছে। কিন্তু আমি কবিতা লিখতে পারি না।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: না-না, আপনি গদ্যই লিখুন।
আপনি কবিতা লেখা শুরু করলে আমার কী হবে?
B-)

পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অশেষ ধন্যবাদসহ বিজয়ের শুভেচ্ছা।
জয়-বাংলা। ;)

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরেকবার যদি আমরা গর্জে উঠি তাইলে ওদের পতন চিরতরে।
............................................................................................
আমাদের এখন দূর্নীতি মুক্ত অর্থনীতি এবং সমাজ ব্যবস্হা গড়ার জন্য
আরেকবার গর্জে উঠতে হবে ।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধীরে ধীরে আমাদের দেশ সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছে।
তবে আমাদের জেগে উঠতে হবে।
যাতে স্বাধীনতাবিরোধী শত্রুরা কোনো সুযোগ নিতে না পারে।

আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

বাকপ্রবাস বলেছেন: কিছু চিন্তা ও কথা আছে যেগুলো সেট করা। যেন কেউ সেট করে দিয়েছে আর আমরা অনেকে সেটা রিডিং পড়ি। কোন কিছুর নির্মোহ চিন্তার প্রথম সোপান হল সেই সেট করা আরোপিত চিন্তার ফাঁদে না পড়া।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আরো একবার স্বাধীন, করতে হবে দেশটা
সবাই মিলে আসুন, আর একবার করি চেষ্টা।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বি, ভাই, ঠিকই বলেছেন।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

নজসু বলেছেন:



সেইসব ভন্ডদের তো আমরা চিনি প্রিয় কবি। সমূলে নিপাত করতে হবে তাদের।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ইনশা আল্লাহ, সকল ভণ্ড নির্মূল হবে।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.