নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে ফুটবে শুধু ভালোবাসার ফুল

৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২



পৃথিবীতে ফুটবে শুধু ভালোবাসার ফুল
সাইয়িদ রফিকুল হক

অদ্ভুত একটি কাব্যময় ফুল ফুটেছিলো আমার হাতে। আর কী সুন্দর সৌরভ ছিল তার! ফুলের সৌরভে আমোদিত হচ্ছিলো দশদিক। কত লোক দেখতে আসছিলো সেই ফুল। আর ফুলের সৌরভে ভরে উঠেছিলো আমার কাব্যমালঞ্চ।

অদ্ভুত সেই ফুলের সৌন্দর্যে হেসে উঠেছিলো আমার ভালোবাসার পৃথিবী। মধুময় ফুলের পবিত্র সুবাসে আরও পবিত্র হয়ে উঠেছিলো আমার অনেক সাধের বাগানখানি। আর সবার চোখের মণি হয়ে উঠেছিলো সেই ফুল! আমার মধুস্বপ্নের সেই মধুময় ফুল।

মানুষের ভালোবাসায় কাব্যকলি সুবাস বিলিয়ে ঠাঁই করে নিয়েছিলো সবার হৃদয়মণিকোঠায়। এমন সুন্দর ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ বলেছিলো: এটি নিশ্চিত পারিজাত। আবার কেউ বলেছিলো: এ যে স্বর্গীয় অপ্সরীসম পুষ্পকলি! স্বর্গীয় ফুলের তাইতে এতো স্বর্গীয় মহিমা! শুধু এক হিংসুক আড়ালে দাঁড়িয়ে সরোষে আর অপবিত্র চোখে চেয়ে ছিল আমার অনিন্দ্য সুন্দর ফুলের দিকে।

ফুলমণিটাকে কাব্যমালঞ্চে রেখে ঘুমিয়ে ছিলাম পরম নিশ্চিন্তে। আর কী মধুর স্বপ্ন দেখছিলাম রাতভরে। এমনতর আরও কত ফুল ফুটবে আমার কাব্যমালঞ্চে! আর বুকে বড় আশা জেগেছিলো স্বপ্নদেখা রাতগভীরে।

সকালে ঘুম থেকে জেগে উঠে দেখি: আমার কাব্যমালঞ্চ শূন্য। আর আমার অনেক সাধের সেই মোহনমধুর ফুলকলিটাকে গতরাতে ছিঁড়ে ফেলেছে এক নপুংসক! ভালোবাসার ফুল ছিঁড়ে সেই নপুংসক আমার বাগানে রোপণ করতে চায় হিংসাবীজের বিষবৃক্ষ! আমি একটানে উপড়ে ফেলেছি সেই বিষাক্ত-বিষবৃক্ষ। আর সেখানে আবার লাগিয়েছি ভালোবাসার ফুল।

আর পৃথিবীতে ফুটবে শুধু ভালোবাসার ফুল।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৭/২০১৭

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫২

শের শায়রী বলেছেন: স্বপ্ন যেন সত্য হয়। সবার হৃদয়ে ভালোবাসা জাগ্রত হোক।

শুভ নববর্ষ ভাই।।

০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ;)
নতুন বছরের শুভেচ্ছা।

শুভকামনা রইলো।

আর

৩| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

রূপম রিজওয়ান বলেছেন: আসলে আমার পোস্টটা তৈরি করছিলাম,তাই দেরিতে আসা।
আচ্ছা,এটাকে কি এভাবেই লিখতে চেয়েছেন নাকি প্রথমে থিমটা নিয়ে কবিতা লেখার কথা ভেবেছিলেন? যাহোক,কাব্যিক ঢং-এ চমৎকার কথামালা। কবিতা হলেও মন্দ হতো না।
কিন্তু কথা হচ্ছে,২০১৭ সালের ২১ জুলাইয়ের লেখা আড়াই বছর পর? B:-)

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এটা নতুন ফরমেটের কবিতা।
একেবারে গদ্যকবিতা।
ভাণ্ডারে অনেক লেখা। তাই, অনেকটা প্রকাশে দেরি হয়ে যায়।

অশেষ ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে রইলো অনন্ত শুভেচ্ছা। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.