নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২২



এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল
সাইয়িদ রফিকুল হক

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
কতদিন তাঁকে দেখেছি মানুষের হৃদয়ে ভালোবাসা পৌঁছে দিতে,
লক্ষ-কোটি জনতার ভিড়ে ফুটেছিল একটি অভূতপূর্ব মানুষফুল!
অসংখ্য সাধারণ মানুষ তাঁর থেকে সুবাস পেত সারা দিনমান।
ভালোবাসার সেই মানুষটি একদিন নিহত হয়েছিল আততায়ীর গুলিতে!
আমাদের বিবেক আর মানবতার বুক ঝাঁঝরা হয়েছিল একদিন সকালে।

প্রতিদিন মানুষ মরে এখানে—অমানুষের অদৃশ্য হাতের কারসাজিতে,
মানুষের রক্তে সোল্লাসে হোলি খেলে আদিম পশুদের বংশধরেরা,
আমাদের মানবতার দেওয়ালে এভাবে জমছে আদিমতার শ্যাওলা!
পশুদের পদস্পর্শে প্রতিদিন অপবিত্র হচ্ছে আমাদের ধর্মউপাসনালয়গুলো।
দামি-দামি টাইলস আর মার্বেল-পাথরে এখন ঢেকে যাচ্ছে মানুষখুনীদের পাপপাহাড়!
নগ্নসম্পদের আদিম উল্লাসে প্রতিনিয়ত পর্যুদস্ত হচ্ছে আমাদের প্রিয় প্রতিবাদীকণ্ঠস্বর।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
একদিন তাঁকে ভালোবাসার কোনো গান গাইতে দেওয়া হয়নি!
একদিন তাঁকে প্রতিবাদী একটা কবিতাও পাঠ করতে দেওয়া হয়নি!
মানুষকে ভালোবাসার অপরাধে তাঁকে বন্দি করা হয়েছিল অন্ধ-কারাগারে!
স্বৈরাচারের দেওয়াল ভেঙে বেরিয়ে এসেছিল ভালোবাসার সেই যুগশ্রেষ্ঠ মহামানব।
তারপর একদিন সেই মানুষটিকে হত্যা করা হয়েছিল নন্দিত জনতার উন্মুক্তমঞ্চে।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
মানুষকে তিনি বাঁচাতে চেয়েছিলেন ধর্মান্ধতা আর কূপমণ্ডূকতা থেকে,
তাঁর পিছনে লেগেছিল সেইসব আদিম পশুর উলঙ্গ বংশধরেরা!
এখানে মানবতার বন্ধুদের কতল করা হয় আদিম পৈশাচিক উল্লাসে!
আর সত্য-সুন্দরের চিরশত্রুদের বাঁচিয়ে রাখা হয় নানারকম থেরাপি দিয়ে!
ভালোবাসার পবিত্র ফুল দু’হাত পেতে গ্রহণ করতে জানে না—এই জনপদের উলঙ্গরা।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
তিনি মানুষকে ভালোবাসতে জানতেন আর মানুষের দুঃখে অঝর নয়নে কাঁদতেন,
তাঁর কোনো অপরাধ ছিল না, তিনি কেন মানুষকে এতো ভালোবাসেন!
এই ছিল তাঁর পিছনে লেগে থাকা আদিম পিশাচ আর জাতশত্রুদের আক্ষেপ!
ভালোবাসাহীন এই সমাজে বারেবারে ভেঙে পড়ছে জরাজীর্ণ মানবতার দেওয়ালখানি,
একদিন মানুষ কি ভুলে যাবে—এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল!
আবার কে জাগাবে আজ এই বিবেকহীন মানুষের মনে একটু ভালোবাসার আকাঙ্ক্ষা?
আবার কবে আসবে একজন ফেরিওয়ালা—আমাদের সবার কাঙ্ক্ষিত ভালোবাসার ফেরিওয়ালা?


সাইয়িদ রফিকুল হক
০৮/০১/২০২০

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: খুব খুশি হলাম, আপু। ;)
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা।

২| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ভাই।
সঙ্গে রইলো শুভেচ্ছা আর শুভকামনা। ;)

৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২২

এম এ হানিফ বলেছেন: একটি কবিতা বুঝিয়ে দেয় অনেক কথা, পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ।
রত্নেরে যে যত্ন করে না অভাগা সে জাতি।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই।

শুভেচ্ছা আর শুভকামনা রইলো। ;)

৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতা পড়ে হেমিলিওনের বাঁশিওয়ালা গল্প মনে পড়ে গেলো।

০৯ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।

শুভেচ্ছা আর শুভকামনা রইলো। ;)

৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: নজরুলের মতো তেজী কবিতা লিখুন। বল বীব, বল উন্নত মম শির। এই টাইপ। জ্বালাময়ী।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: নজরুল আমার পীরবাবা।
চেষ্টা করে দেখবো।

আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছা অন্তহীন।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

সেজুতি_শিপু বলেছেন: ঠিক। এই জাতির একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল। সুন্দর।

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন আপু।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছা অন্তহীন। ;)

৭| ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:১০

ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক খুশি হলাম ভাই। ;)

পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.