নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

গ্রেনেড হাতে ওরা

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬



গ্রেনেড হাতে ওরা
সাইয়িদ রফিকুল হক

গ্রেনেড হাতে এখনও যে ঘুরছে ওরা দলে-দলে,
মানুষ-মারার কায়দাকানুন জানে ওরা ছলে-বলে!
পাপের খাতায় নাম লিখিয়ে পাপের সন্তানগুলো
ধর্মকথায় চায় যে দিতে সব মানুষের চোখে ধুলো!

বিপদ দেখলে এরা মাথায় দেয় যে তুলে ধর্মছাতা,
শয়তানীতে পেকে গেছে এই পাপীদের সবার মাথা!
ভালো কাজের লোক যে এখন সমাজদেহে নাই,
সবখানে আজ ভিড় করেছে নষ্টজাতের রুদ্র কসাই!

তিরিশ লক্ষ শহীদ ভাইয়ের রক্তভেজা সোনার দেশে
নষ্টজাতের কসাইগুলো ঘুরছে কেমন বীরের বেশে!
গেনেড হাতে এখনও যে আছে ওরা মুখোশ পরে,
জাতির স্বার্থে এই পাপীদের ফাঁসে ঝুলাও ধরে।


সাইয়িদ রফিকুল হক
২১/০৮/২০২০

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিষয় বস্তু খুবই সুন্দর ।সত্য প্রকাশের জন্য ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
পাশে থাকায় কৃতজ্ঞ।
শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ১৫/২০ ভাগ মানুষ অনেকটা অসুস্হ

৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:২২

জগতারন বলেছেন:
খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া দেশী বিদেশী সন্ত্রসের সাথে পুরোপুরি জড়িত; ২০০১ সাল থেকে ২০০৬ অবধি তারেক জিয়া ভয়ংকর দুর্নীতি ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল।
বিএনপি'কে ব্যবহার করে ও মৌলবাদের সন্ত্রাসকে কাজে লাগিয়ে খালেদা জিয়া 'অবরোধ' নাম দিয়ে ক্ষমতা দখলের পঁয়তারা করছেন; দেশের বর্তমান সন্ত্রাস তাঁর সৃস্টি; বিএনপি এতে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে; সাথে দেশ ও পুরো জাতি বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

৪| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩০

জগতারন বলেছেন:
১) বিএনপি নেতারা একটা কথা বেশ জোর দিয়ে বলেন, জঙ্গিবাদের উত্থান আওয়ামী লীগের আমলেই হয়েছে।
২) এর মাধ্যমে তাঁরা বোঝাতে চান যে শেখ হাসিনার প্রথম সরকারের সময়েই জঙ্গিরা বিভিন্ন স্থানে বোমা মেরে মানুষ হত্যা শুরু করেছে।
৩) তাঁদের এই যুক্তি মেনে নিলাম। কিন্তু আওয়ামী লীগ কিংবা বি-এন-পি’ বিএনপি নেতারা একটা কথা বেশ জোর দিয়ে বলেন, জঙ্গিবাদের উত্থান আওয়ামী লীগের আমলেই হয়েছে।
৪) এর মাধ্যমে তাঁরা বোঝাতে চান যে শেখ হাসিনার প্রথম সরকারের সময়েই জঙ্গিরা বিভিন্ন স্থানে বোমা মেরে মানুষ হত্যা শুরু করেছে।
৫) তাঁদের এই যুক্তি মেনে নিলাম।
৬) কিন্তু আওয়ামী লীগ কিংবা বিএনপি—যে আমলেই বোমা হামলা হোক না কেন, তার টার্গেট কারা ছিলেন?
৭) টার্গেট হলো উদীচী, টার্গেট হলো কমিউনিস্ট পার্টি, টার্গেট হলো রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান, টার্গেট হলো বিভিন্ন গির্জা, মন্দির ও যাত্রা প্যান্ডেল।
৮) বিএনপির কোনো নেতা কোনো বোমা বা গ্রেনেড হামলার লক্ষ্যবস্তু হননি।
৯) ইতিহাসের এই সত্য কী প্রমাণ দেয়?
১০) —যে আমলেই বোমা হামলা হোক না কেন, তার টার্গেট কারা ছিলেন?
১১) টার্গেট হলো উদীচী, টার্গেট হলো কমিউনিস্ট পার্টি, টার্গেট হলো রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান, টার্গেট হলো বিভিন্ন গির্জা, মন্দির ও যাত্রা প্যান্ডেল।
১২) বিএনপির কোনো নেতা কোনো বোমা বা গ্রেনেড হামলার লক্ষ্যবস্তু হননি।
১৩) ইতিহাসের এই সত্য কী প্রমাণ দেয়?

৫| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩২

জগতারন বলেছেন:
বিএনপি নেতাদের দাবি, এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে জড়ানো হয়েছে। অন্যদিকে, বর্তমান সরকারের দাবি, তিনিই ছিলেন মাস্টারমাইন্ড। হাওয়া ভবনে ঘাতকদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে প্রমাণিত হবে, কার দাবি সঠিক। বিএনপি নেতারা তারেক রহমানের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও নিশ্চয়ই এ কথা বলতে পারবেন না যে;
(১) এই মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনকে তাঁরা পার করে দেননি।
(২)তাঁরা এ কথাও বলতে পারবেন না যে সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় তাজউদ্দিন একাধিকবার সহযোগীকে নিয়ে বৈঠক করেননি।
(৩)তাঁরা এ কথা বলতে পারবেন না, ঘটনার পরপরই আলামত নষ্ট
করা হয়নি।
(৪)তাঁরা বলতে পারবেন না যে সরকারের অধীনে কোনো সংস্থার কর্মকর্তারা হত্যাকারীদের সাহায্য করেননি।
অন্যরা কীকরেছেন, কী করেননি, সেটি প্রমাণসাপেক্ষ। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সরকারের কোনো মন্ত্রী বা কর্মকর্তা যদি সন্ত্রাসীদের সহযোগিতা করে থাকেন, দায় খালেদা এড়াতে পারেন না।

৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: এরক ২১ শে আগষ্ট যেন আমাদের আর না আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.