নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

কিছুই বলবো না

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৬



কিছুই বলবো না
সাইয়িদ রফিকুল হক

কিছুই বলবো না আর
দেখবো শুধু চেয়ে,
দেখি, তোমরা কত বাড়তে পারো!
তোমাদের ভাণ্ডারে আছে কত শয়তানি!
তোমাদের চেহারা দেখলে এখন
তীব্র ঘৃণায় মানুষ ফেলে অনবরত থুথু,
তবুও তোমাদের বোধোদয় হয় না একটুও!

তোমরা এমনই নিষ্ঠুর যে তোমাদের কথা শুনে
হাসে শুধু চেঙ্গিস, হালাকু, নাদির শাহ আর তৈমুর লঙ্গ!
তোমরা এখন নমরুদ, ফিরআউনের চেয়েও...
শয়তানিতে তোমরা আজ বহুদূর অগ্রসর হয়েছো!
তোমাদের আদিপিতা ইবলিশ শয়তান বিরাট গর্বে
তোমাদের এহেন অপকর্মে অট্টহাসিতে ফেটে পড়ে!
তোমাদের পাপ আকাশ ছুঁয়েছে! তবুও তোমরা এখনও
নিজেদের দোষমুক্তির পক্ষে গেয়ে যাচ্ছো সেই গান!
ধর্মের লেবাসে তোমরা ঢাকতে চাও নিজেদের সব পাপ!
কিন্তু ধর্ম তোমাদের পাশে আজ থাকবে কীভাবে?

পৃথিবীর সকল পাপে তোমরা রয়েছো এগিয়ে,
তোমাদের হাতে লেগে আছে মানুষের তরতাজা রক্ত,
তবুও তোমরা নাকি পরহেজগার আর খুব ধার্মিক!
মানুষহত্যা করে ধর্মপালন করে কী লাভ পৃথিবীতে?
মানুষের রক্তে তোমাদের আত্মা ফেটে পড়ে হাসিতে!
তোমরা আজ এমনই অমানুষ আর খুব পাশবিক!
তবুও তোমাদের উদ্দেশ্যে কিছুই বলবো আজ আর,
দেখি, তোমরা এভাবে শয়তানি করে কতদূর যেতে পারো,
তবে তোমাদের এই শয়তানি একদিন শেষ হবেই হবে
প্রকৃতির প্রতিশোধ তোমাদের গিলে খাবে শিকড়সুদ্ধ।


সাইয়িদ রফিকুল হক
১৭/১২/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বহুদিন পরে আপুর দেখা পেলাম।
আশা করি, ভালো আছেন।
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নিরন্তর। আর শুভকামনা।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
আর শুভকামনা।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার একঅনুভূতির প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.