নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমাদের কোনো লজ্জা নেই

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯



শুধু তোমাদের কোনো লজ্জা নেই
সাইয়িদ রফিকুল হক

তোমাদের মুখে কতদিন শুনেছি:
এই দ্যাশে মানুষ থাকে!
কী জঘন্য এই দেশ!
আমি বলছি শোনো:
এই দেশে মানুষ থাকে,
আর তোমাদের মতো কিছু পশুও।
তবে তোমাদের থাকার কোনো কথা ছিল না এখানে,
আমাদের নেতা খুব বেশি উদার ছিলেন বলে
তোমরা বেঁচে গিয়েছিলে পাইকারি ফাঁসির দড়ি থেকে।
তবুও তোমাদের মনে কোনো অনুশোচনা নেই!
তবুও তোমাদের মনে কোনো দেশপ্রেম নেই!
তবুও তোমাদের মনে কোনো পরিবর্তন নেই!
তবুও তোমাদের একটুও মানুষ হতে সাধ জাগে না!
তোমরা এখনও এই দেশের বুকে নিয়মিত জঞ্জাল।

আরও কিছু নিয়মিত চতুষ্পদ জন্তু
খুব দম্ভভরে দেশের বুকে হাঁটে আর বলে:
দেশের এই ভালো নয়, সেই ভালো নয়,
এদেশের কোনোকিছু ভালো নয়!
আর এদেশের সবকিছু কেন ইউরোপের মতো নয়?
আমরা বলি দেশের অনেককিছুই ভালো,
শুধু তোমাদের মতো পশুগুলো ভালো নয়।
আর ইউরোপ এত উন্নত কেন জানো?
কারণ, ইউরোপে তোমাদের মতো একটাও দ্বিপদ পশু নেই।
সারা ইউরোপ একেবারে তন্ন-তন্ন করে ঘুরে এসো তোমরা
দেখবে সেখানে তোমাদের মতো এত নিমকহারাম
আর অকৃতজ্ঞ কোনো পশু নেই।
তারা দেশের পবিত্র মানচিত্র সযত্নে বুকের ভিতরে রেখেছে,
আর তুমি, তোমরা প্রতিনিয়ত আমাদের দেশের মানচিত্র
ছিন্নভিন্ন করতে চাচ্ছো―তোমাদের সেই পুরোনো নখরাঘাতে!
নিজেরা হয়েছো একেকটা ভয়ংকর শ্বাপদ, হায়েনা, কালসাপ!
আর এই দেশ তোমাদের মতো অগণিত পশুকে ধারণ করেও
একদিনে বুঝি হয়ে যাবে সুসভ্য ইউরোপ!
দেখেছি, পৃথিবীতে পশুদেরও লজ্জা আছে
শুধু এই দেশে তোমাদের কোনো লজ্জা নেই।


সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০২০

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



পানির মতো, কোন আকার, বা প্রকার নেই।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পানি দেখলে কবিতা বুঝতে পারবেন না।
আর কবিতার আকার-প্রকার দেখতে হয় না।
কবিতায় বিচার করতে হয় ছন্দ, অলংকার ও ভাব্সম্পদ।

২| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯

আমি সাজিদ বলেছেন: কি বুঝাতে চাইলেন বুঝি নাই। এইটা গল্প নাকি কবিতা নাকি ছড়া? জারিগান? আপনার নেতা কে গো ভাই?

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: নেতার নাম শুনে বুঝি মনে খুব কষ্ট পেয়েছেন?
সাহিত্য পড়েন। এটা কী তখন বুঝতে পারবেন।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯

আমি সাজিদ বলেছেন: যারা দেশ ছাড়ে এরা সবাই জানোয়ার নারে ভাই। অনেকের দেশ ছাড়ার পেছনে অনেক কারন আছে। গুটি কয়েকজন আছে যারা কানাডা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছে, এরা ছাড়া বাকি সবাইকে আপনি দোষারোপ করতে পারেন না। এদের টাকায় রিজার্ভ বাড়লে আপনি আমি অহংকার করি। এদের নিয়ে বাজে কথা বলবেন না। আপনার এই লেখা কিছুই হয়নি। আমি যতোটুকু সাহিত্য বুঝি তার মানদন্ডে আপনার এই লেখাকে খুবই নিচুমানের বলতে আমার দ্বিধা নেই। নেতা কে? আমি কোন নেতাকে চিনি না।আমি সহজ সরল বাংলাদেশী। কোন দলের সামনে পেছনে নেই। আমার মতে বাংলাদেশে বীর নেতা এখনও আসেনি।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বলেছেন: যারা দেশ ছাড়ে তাদের কথা কে বলেছে? আপনি অহেতুক কেন এ প্রসঙ্গ টেনে আনছেন?
যারা দুদিন বিদেশে থেকে দেশে এসে ফুটানি করে তাদের কথা বলা হয়েছে।
আপনি অহেতুক রাজনৈতিক প্রসঙ্গও টেনে এনেছেন।
আপনার এই লেখা ভালো লাগে, ভালো কথা।
এতে আমার কিছুই আসে যায় না। কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য কেন করবেন?
কে যে সাহিত্য বোঝে তা আমরা জানি।
আপনি কখনো সহজ-সরল নন।
আপনার দল আছে, রাজনীতিও আছে। কিন্তু আমি এখানে রাজনীতি করতে আসিনি।
দেশ নিয়ে কবিতা লিখেছি। আপনার ভালো লাগলে পড়বেন আর ভালো না-লাগলে পড়বেন না। কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করে কখনো মন্তব্য করবেন না। এটা অশোভন।
ধন্যবাদ।
আপনার মন্তব্য লিখুন

৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

আমি সাজিদ বলেছেন: ওমা, ভালো লাগেনি তা বলা যাবে না?

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: দেখুন, আপনি আবারও ভুল করছেন।
আপনার ‘ভালো লাগেনি’ তা আপনি সরাসরি পোস্টে লিখবেন। এতে আমি রাগ করবো না। রাগ করার কিছুই নেই। আপনার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু আপনি তুচ্ছতাচ্ছিল্য করে বলবেন: কিছুই হয়নি, বাজে হয়েছে, নিম্নমানের ইত্যাদি। এগুলো বিদ্বেষপ্রসূত।

ধন্যবাদ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

আমি সাজিদ বলেছেন: কিচ্ছু হয়নি বলেই ভালো লাগেনি ভাই।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ও-কে ধন্যবাদ।
এবার থেকে আরও ভালো লিখতে চেষ্টা করবো।
আশা করি, সময় পেলে পড়ে দেখবেন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর একটি কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের খেয়ে বাংলার বাতাসে নিঃস্বাস নিয়েও বাংপাকিদের গায়ে জ্বালা৷...
আপনার কবিতা তাদের গায়ে জ্বালা

২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: জ্বি ভাই। সুন্দর বলেছেন।
ওরা বলে, এইটা নাকি কবিতা হয়নি!!!!!!!!!
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শ্রদ্ধা ও শুভেচ্ছা।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩০

আমি সাজিদ বলেছেন: @হাসান, আপনি আমার কথার মর্ম ধরতে পারেন নি।আমার তিন নম্বর কমেন্টটি পড়ে দেখুন। আর এটা কবিতার ক ও হয় নি। আজকাল সত্য বললে গা জ্বলে, সবাই দালাল হয়ে যায়।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

আমি সাজিদ বলেছেন: যেহেতু গা জ্বলছে আপনার ও লেখকের, তাই এটা কবিতা না হয়েও পৃথিবীর সেরা সাহিত্যে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব পাঠানোর চেষ্টায় আমি সাধুবাদ জানাই।

২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনি বেশি উত্তেজিত হবেন না।
শান্ত থাকুন। যেকোনো উত্তেজনা দেহমনের জন্য ক্ষতিকর।
এটা কবিতা হয়নি, তাতো আপনি আগেই বলেছেন। আবার একই কথা কেন বলছেন বারবার!!!!!!!!!

ভালো থাকুন।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫১

আমি সাজিদ বলেছেন: হাহা, আমি আপনার আর হাসানের কান্ডে মজা পেয়েছি। হাসান ঢালাওভাবে যে কমেন্ট করলো আর আপনি সেখানে বাচ্চা ছেলের মতো অভিযোগ করলেন, এমন ভাবে, ' হাসান আ* হাসান *ব্বু আমি সাজিদ বলেছে আমার কবিতা নাকি কবিতা হয় নি '। হাহাহ। শুনেন লেখক হতে হলে কবি হতে হলে ম্যাচিউর হতে হয়। বড় হোন আগে ম্যান। হাহাহ। বাই বাই।

২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ভাষা ও কমেন্টস দুটোই মারাত্মক অশ্লীল। আপনার কথার জবাব দিতেও রুচিতে বাধে। তবুও দায়ঠেকে বলতে হয়।
আগে নিজে বুদ্ধিতে সাবালক হোন, পরে মানুষকে উপদেশ দিতে আসবেন।
আপনি সবদিক দিয়ে অপরিপক্ক। সাহিত্য-সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। এব্যাপারে আপনি শুধুই অনধিকারচর্চা করছেন। আর কবিতার কিছুই বোঝেন না আপনি। খামাখা একটা তর্কবিতর্কসৃষ্টি করার চেষ্টা করছেন।
আপনি গায়ে পড়ে ঝগড়াসৃষ্টি করতে চাইছেন। ব্লগের মতো জায়গায় তা নিঃসন্দেহে অনভিপ্রেত।
আত্মসমালোচনা করুন। এটা কাজে লাগবে।

ধন্যবাদ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

আমি সাজিদ বলেছেন: আমার কমেন্ট যদি অশ্লীল হয় অন্য ব্লগারদের ঢেকে এনে আপনার এই কবিতার নিরপেক্ষ মূল্যায়ন করান। ভালো থাকেন। আপনিই জিতেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.