নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

তবুও তোমরা বেঁচে আছো

০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৩



তবুও তোমরা বেঁচে আছো
সাইয়িদ রফিকুল হক

তোমাদের মেরুদণ্ড খেয়েছে চতুর ঘুণে,
মস্তিষ্ক তোমাদের এখন কীটের স্বর্গভূমি!
বিবেক তোমাদের নিভু-নিভু এখন
তৈলহীন প্রদীপের মতো জ্বলছে একটু!
আর হৃদপিণ্ডটা ঢেকে আছে বিষাক্ত শ্যাওলায়,
তবুও যে তোমরা বেঁচে আছো কত না সুন্দরভাবে!

তোমাদের বুকের ভিতরে আজ কোনো ফসল ফলে না,
সবখানে এখন আগাছার বিশাল মহোৎসব যেন!
পরগাছা আর সব পরজীবীতে ভরে আছে তোমাদের চিত্ত,
সম্বল শুধু আজ মুখের কৃত্রিম আবরণি ভাষাটুকু!
সবকিছু তোমরা ঢেকে রাখতে চাও গায়ের জোরে,
কত যে দামি-দামি রঙবেরঙের সব পোশাকের আড়ালে!
তবুও যে তোমরা বেঁচে আছো পরম নিশ্চিন্তে স্ফীতবক্ষে।

কখনো তোমাদের বিবেক ছিল আজ আর বোঝা যায় না,
তাই বর্ণচোরাদের প্রথম সারিতে প্রথম দিকে
তোমাদের আসন সুনিশ্চিত হয়েছে সেই জনযুদ্ধের বছরে।
অনেক জার্সি পাল্টে নতুন মানুষ হওয়ার চেষ্টা করেছো,
তোমরা সকলেই তবুও কেমন করে যেন
বারেবারে ধরা পড়ে গিয়েছো এই দেশের মহাজনতার হাতে
তবুও তোমরা বাঁচার জন্য আজও আঁকড়ে ধরেছো ধর্মঢাল!
এই জোয়ারভাটার দেশে তোমাদের পতন হয় না সহজে,
বেঁচে আছো তাইতো কত সুখে আর কত পরম নিশ্চিন্তে!


সাইয়িদ রফিকুল হক
০১/০১/২০২১

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ ভুল পথ অবলম্বন করে ভালো থাকার চেষ্টা করছে।

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কথা সত্য।
অনেকের কাছে ভুলই পছন্দের।
আপনাকে অশেষ ধন্যবাদ

২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:১১

মেহেদি_হাসান. বলেছেন: কবিতা ভালো লেগেছে

০২ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগায় আনন্দিত। ;)
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুভেচ্ছা অগণিত।

৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১০:২১

কালো যাদুকর বলেছেন: সমাজের একটা দিক। ধন্যবাদ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১১:২১

এম ডি মুসা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

০২ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৫| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: কবিতায় কিছুটা তেজ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.