নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

বুজছস নাকি এখনও বুঝছ নাই কোনটা? X(

৩১ শে মে, ২০১৪ রাত ৮:২৩

জৈনক তরুণী একদা ফ্লেক্সিলোডের দোকানে গেলো তাঁহার মোবাইলে কিছু টাকা ফ্লেক্সির জন্য। তাঁহার পাশে এক চায়ের দোকানে বসিয়া লুল সম্প্রদাএর একজন লুল বসিয়া বসিয়া চা পান করিতেছিল এবং ম্যাস এর কাঠি দিয়া তাঁহার ফাঁকা ফাঁকা দাঁত পরিষ্কার করিতেছিল। মাঝে মাঝে চুপি চুপি সেই তরুণী কে লক্ষ্য করিতেছিল। তরুণী তাঁহার মোবাইল এ ফ্লেক্সি করা মাত্র যত্রতত্র প্রস্থান করিল। অতঃপর রাত ১২ টাই তরুণীর মোবাইল এ ১টি ফোন কল ত্রিং ত্রিং,

তরুণীঃ হ্যালো

লুলঃ হ্যালো

তরুণীঃ কে বলছেন?

লুলঃ আমি জিসান, জয়া আছে?

তরুণীঃ জী না, রং নাম্বার।

লুলঃ আচ্ছা, আপু এইটা কোন জাইগা?

তরুণীঃ কোন জাইগা মানে? আপনে কোথাই ফোন করছেন আপনি নিজে জানেননা ? যোতসব।

অতঃপর তরুণী নাম্বার কাটিয়া দিলো। কিছু সময় পর আবার, ত্রিং ত্রিং,

তরুণীঃ হ্যালো

লুলঃ হে হে, আপু ফোন টা কেটে দিলেন যে ? টাকা তো আমার খরচ হচ্ছে আপনার এত চিন্তা কেন আমার টাকা বাঁচানোর?

তরুনিঃ আশ্চর্য, আপনি আবার ফোন করছেন? সমস্যা কি আপনার আজব!!!

লুলঃ হে হে, আপু রাগ করেন ক্যান? আপনার সাথে একটু কথা বলবো।

তরুণীঃ কি কথা? আপনি আমার নাম্বার কোথাই পাইছেন? লজ্জা করেনা রাত দুপুর বেলা মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতে?

লুলঃ না :ডি :), ছিঃ আপনার মতো মিষ্টি একজন মেয়ের মুখ থেকে এইরকম কথা শুনতে ভালো লাগেনা। আচ্ছা আপু আপনি কি সিঙ্গেল?

তরুণীঃ ওই হারামজাদা সেইটা জেনে তুই কি করবি? আমি যে বিরক্ত হইতাছি সেইটা কি তুই বুঝতাছস? X((

লুলঃ উফ, রাগলে আপনার কণ্ঠ টা যা মধুর লাগে না শুনতে, দারুন। :P

তরুণীঃ আমি এখন ফোন কাটবো। তুই যদি মানুষের বাচ্চা হইয়া থাকস তাইলে আর এই নাম্বারে কোনও ফোন দিবিনা, আর যদি তুই কোনও ফোন দেস তাইলে তুই প্রমান করবি যে তুই আসলে একটা কুত্তার বাচ্চা তাও আবার “গু” খাওয়া কুত্তার বাচ্চা। বুজছস নাকি এখনও বুঝছ নাই কোনটা? X(

লুলঃ আপু ঠিকি কইছেন আমি ১ টা “গু” খাওয়া কুত্তা, এইবার চলেন আমরা দুই কুত্তা-কুত্তি মিলা ফোনে টাংকি মারি ঃডি। ;)

তরুণীঃ ওই বদমাইশ, তুই কুত্তি কারে কইলি?

লুলঃ আপা অত খেপেন ক্যান? আইচ্ছা জান সহজ কইরা কতা কই। আমি আপনার লগে প্রেম করবার চাই।

তরুণীঃ তোর ভাগ্য ভালো তুই এই মুহূর্তে আমার সামনে নাই, নইলে হাতুড়ী দিয়া বাইরাইয়া তোর সব কইতা দাঁত আমি নীচে ফালাইয়া দিতাম। হারামজাদা ফাইযলামি মাড়াও? X(

লুলঃ এই যে আপু মুখ কিন্ত আমিও খারাপ করতে পারি, বালা কইরা কতা কন নইলে কিন্ত আমি কেড়া এইডা চিনাইতে বেশীদিন লাগবনা।

তরুনিঃ ওই কি করবি তুই?

লুলঃ আপাতত আফনের লগে প্রেম করবার চাই অন্য কিছু করতে কন নাকি? ডিঃ ;):P

তরুণীঃ bloody bust***

অতঃপর সংযোগ বিছিন্ন এবং ছিম চেঞ্জ।

গল্পটি বলার মূল উদ্দেশ্য ছিলও মোবাইল এ টাকা ভরার সময় ফ্লেক্সি না করে কার্ড ব্যাবহার করা উচিত। কারন আমাদের আনাচে কানাচে এই রকম অনেক কুরুচিসম্পন্ন মানুষ থাকে যাদের মূল উদ্দেশ্য হলও মেয়েদের নাম্বার যোগার করে তাদের কে অহেতুক বিরক্ত করা, সুতরাং সাবধান থাকবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:২৮

এহসান সাবির বলেছেন: সুতরাং সাবধান থাকবেন সবাই।

২| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:৩৭

চড়ুই বলেছেন: জী, আপনিও :P

৩| ০১ লা জুন, ২০১৪ ভোর ৬:২৩

সকাল হাসান বলেছেন: মেয়ে যে গালি গুলান দিছে - মাশাল্লাহ :D

কিন্তু অনেক দোকানে গেলে দেখবেন দোকানে কোন কার্ড নেই। শুধু ফ্লেক্সি করা যায়। তখন কিন্তু কিছু করার থাকে না।

৪| ০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৫০

চড়ুই বলেছেন: ভাইয়া ওই রকম হারামজাদা গুলোকে এই ভাবেই শায়েস্তা করা উচিত। সেই তুলনাই এই গালি কিছুইনা আর হ্যাঁ কার্ড না থাকলে উচিত তাদের ভাই কিংবা বাবা কে বলা ফ্লেক্সি করতে।

৫| ০২ রা জুন, ২০১৪ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: কমন লাগল। পড়া পড়া.....

৬| ০২ রা জুন, ২০১৪ রাত ৮:১৭

চড়ুই বলেছেন: ভাইয়া এটা বাস্তব কাহিনী, আমার পরিচিত কারো আর কমন লাগাতাই স্বাভাবিক কারন আজকাল এগুলো অহরহ ঘটে।

৭| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:৪০

পংবাড়ী বলেছেন: সুবিধে হয়নি

৮| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:৫৭

চড়ুই বলেছেন: কিসের সুবিধা?

৯| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমাদের দেশে খুব যেটা প্রয়োজন, সেটা হল, অনলাইনে নিজের ব্যাংক একাউন্ট ব্যবহার করে মোবাইল রিচার্জ করে ফেলা। কিছু কিছু ব্যাংকের পোর্টালে এই সুবিধা এখনই আছে। তবে এটা সব ব্যাংকের গ্রাহকের জন্য দেয়া দরকার। এই দিক দিনে আমরা এখনো কেন এত পিছিয়ে সেটা আমার কাছে বোধগম্য নয়... :| :|

১০| ০৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

চড়ুই বলেছেন: /:) বাংলাদেশ সব সময় পিছিয়েই থাকে সবকিছুতে ।

১১| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৭

একজন ঘূণপোকা বলেছেন:
এই টাইপের ঘটনা অহরহ ঘটছে।


সত্যি কথাটা আমাদের সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ :)


১২| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:৫২

চড়ুই বলেছেন: সময় করে পরার জন্য আপনাকেও ধন্যবাদ :)

১৩| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯

ইফেল বলেছেন: এই ধরনের ঘটনা অহরহই ঘটছে, কিন্তু কোন প্রতিকার নেই । আমার চেনাজানা অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়েছে ।

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

চড়ুই বলেছেন: হুম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.