নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

সবার দেখাদেখি আমিও খানিক কবিতা লিখি :P :P :P

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৩

সুযোগ এসেছিলো কোনও একসময়,

একশো বার কড়া নেড়েছিল দরোজাই।

হায়, তুমি কেন বুঝনি?

অঢেল সময় পেয়েছিলে জীবন কে

কোনও এক নতুন রুপে সাজাবার।

হায়, তুমি কেন করনি?

এখন সবই শুধু ইতিহাস,

মেনে নাও ভাগ্যের পরিহাস।

সিক্ত নয়নে তবু বসে একা,

সামনে তাকিয়ে দেখো সবই

আজ ফাঁকা।

সময়ের স্রোতে বদলেছে সবই,

আজ তুমি নিঃস্ব,একাকি হে কবি।

ধীরে ধীরে ধরণীতে ফুরিয়ে আসছে

তুমার প্রয়োজন,

সবকিছু ভুলে থাকার, হায় কতসব আয়োজন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩৫

একজন ঘূণপোকা বলেছেন:
যান উৎসাহ দিলে গেলাম। সাথে প্লাসও ;)

সুন্দর।

কিন্তু এই হাঁই টাি নিয়ে কনফিউশনে আছে এটা কি ইংলিশের হাই, না ঘুমের আগের হাই :P :P :P

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪০

চড়ুই বলেছেন: :-B একজন ঘূণপোকা ভাই আপনার উৎসাহ এবং প্লাস এর জন্য ধন্যবাদ। আর হাঁই থুক্কু :P হ্যাঁ এই "হাঁই" হচ্ছে দুঃখের হাঁই :(
সময় থাকতে কাজ না করার জন্য।

২| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

পংবাড়ী বলেছেন:



কবি, বাংলাদেশ ও বিশ্বে মানুষের সংখ্যা বাড়ছে; কেহ চাইলেও একা থাকতে পারবে না; দরজার কড়া আবারো নড়বে।

৩| ১২ ই জুন, ২০১৪ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: চালিয়ে যান ।

১২ ই জুন, ২০১৪ দুপুর ২:৩১

চড়ুই বলেছেন: যদিও আপনার তুলনাই কিছুইনা তবু উৎসাহের জন্য ধন্যবাদ। :)

৪| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২১

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক ভাল লেগেছে
ভাল লিখুন
ভাল থাকুন

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৫

চড়ুই বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.