নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

মিছা কথা কইছস এর লিগা তোর দুই গালে দুইডা থাপ্পর গাল টা এইদিকে আন।

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৩২

ফাহিম এইবার ক্লাস এইটে উঠল। রোল নম্বর ৪৮। বরাবরই একটু পিছনের দিকের ছাত্র। ক্লাসে সব সময় দেরিতে ঢুকে। অবশ্য এর জন্য স্যারদের কাছে ঝারিও কম খাইনা। অঙ্কে কোনদিনও ৩৬ এর উপরে পাইনা। বরাবরই গণিতে কাঁচা। ফাহিমের বাবা-মার চিন্তার শেষ নাই ছেলেকে নিয়ে। প্রাইভেট পড়ার জন্য তারা কম টাকাও খরচ করলোনা কিন্তু তবু ছেলের একি দশা।



এদিকে ফাহিমের ক্লাসে মনও বসেনা। সেইদিনও ফাহিম ক্লাসে ঢুকল দেরিতে। স্যার নাম ডাকছিল। স্যার যখন ফাহিমের নাম ডাকল তখন সে দরজার ওপাশ থেকেই বলল, ইয়েস স্যার।

স্যারঃ ওই দেখো আমাদের জজ ব্যারিস্টার এর আসার টাইম হইছে এতক্ষণে। তো বাবা পথের মধ্যে আসতে কোনও সমস্যা হয়নাই তো?

ক্লাসে সবাই হেঁসে উঠল। ফাহিম ক্লাসের শেষ বেঞ্চ টাই গিয়ে বসলো। আর একমনে জানলার দিকে তাকিয়ে রইল। ক্লাসে তখন স্যার পিথাগোরাসের উপপাদ্য পড়াচ্ছিল। কিছুক্ষণ পর স্যার লক্ষ্য করলো ফাহিম ক্লাসে অমনোযোগী। অতঃপর স্যার বললও,

স্যার ঃ ফাহিম আমি কি বলছি শুনছশ?

ফাহিমঃ জী স্যার, শুনছি।

স্যার ঃ আচ্ছা বল, আমি এইমাত্র কি বলছি?

ফাহিমঃ স্যার আপনে বলছেন যে, ফাহিম আমি কি বলছি শুনছশ?

ক্লাসে সবাই একসাথে হেঁসে উঠল এবং স্যার তাহাকে বেত্রাঘাত করলো। ফাহিম মন খারাপ করিয়া বাসায় ফিরল এবং তাঁহার মা জিজ্ঞাসা করিল ,

মাঃ কি রে ক্লাস কেমন ছিলও? সব পড়া পারছশ?

ফাহিমঃ তুমি যে কি বোলো না মা , আজকে আমি ক্লাসে সব পড়া পারছি।

মা বলিল হাত-মুখ ধুইয়া খাইতে আসো। এভাবে ফাহিমের দিন কাটিয়া যাই। এইদিকে পরীক্ষা সন্নিকটে। সে অঙ্কের অও পারেনা। পরিক্ষার দিন সে একগাদা নকল লইয়া ক্লাসে ঢুকল। কিছুক্ষণ পর প্রশ্ন দেয়া হইল। কিন্তু হায় হায় প্রশ্ন দেখিয়া ফাহিমের মাথায় হাত। সে যা নকল আনিয়াছিল তাঁহার একটাও আসেনাই। অতঃপর সাদা খাতা জমা দিয়া তাহাকে ক্লাসরুম থেকে বের হইতে হইল। এইবার সে আগের সব রেকর্ড ব্রেক করিয়া অঙ্কে শূন্য পাইল।

বাসায় কাহাকেও এই কথা না বলিয়া সে বলিল গনিতে ৫০ পাইয়াছে। এতে তার বাবা-মা একটু খুশী হইয়া বলিল যাক অবশেষে ছেলের উন্নতি হইতাছে। এদিকে কাজ কইরা ফিরার সময় পথিমধ্যে ফাহিমের বাবার সাথে তাঁহার স্যার এর সাক্ষাত হইল এবং যা হইবার তাহাই হইল। স্যার এর নিকট হইতে ফাহিমের অঙ্কের আসল ফলাফল জানিয়া সে বাড়িতে ফিরিল।

এদিকে ফাহিম ক্রিকেট খেলিয়া বাড়িতে আসিবামাত্র উত্তম-মধ্যম খাইল তাঁহার বাবার নিকট। পরদিন ফাহিম ক্লাসে ঢুকিল এবং তাঁহার স্যার তাহাকে বলিল ,

স্যার ঃ এইদিকে আই।

ফাহিম স্যার এর কাছে যাইতেই স্যার বলিল,

স্যার ঃ তুই বাসায় তোর আব্বা-আম্মারে কি কইছস?

ফাহিমঃ স্যার , বলছি যে আমি অঙ্কে ৫০ পাইছি।

স্যার ঃ খেপিয়া যাইয়া, মিছা কথা কইছস এর লিগা তোর দুই গালে দুইডা থাপ্পর গাল টা এইদিকে আন।

ফাহিমঃ স্যার এর কাছে গাল এগিয়ে দেয়াতে স্যার ওর মাথায় হাত বুলাইয়া দিলো।

স্যার ঃ তোর যদি ক্লাসে অঙ্ক বুঝতে সমস্যা হয় তুই আমাকে বলবি । দরকার পরলে আমি তোকে আলাদা সময় দিবো। দেখ ফাহিম তোর বাবা গ্রামের একজন সম্মানিত মানুষ তুই কেন ঠিক মতো পড়িস না। তুই বিজ্ঞানী Einistain এর নাম শুনছশ?

ফাহিমঃ জী স্যার।

স্যার ঃ সেও ছোটবেলাই অঙ্কে ফেল করত অথচ দেখ সে কি আবিষ্কার করছে। চেষ্টা থাকলে সব হয়। শুধু লাইগা থাকতে হই। কিছু বুঝলি?

ফাহিমঃ জী স্যার, বুঝলাম। কিন্তু আমার পরশুনা করতে ভালো লাগেনা।

স্যার ঃ পড়াশুনা রে পড়াশুনার মতো কইরা পড়বিনা বরং জানার জন্য পড়বি । তুই যেমন ক্রিকেট খেলতে পছন্দ করস ভাব্বি এইটাও একটা খেলা । তাইলে দেখবি তুই একদিন এই খেলাতে বিজয়ী হবি।



পরিশেষে বলতে চাই কথা টা আসলেই সত্যি। আমাদের দেশের শিক্ষা বেবস্থা এত খারাপ যে পড়াশুনার প্রতি অভুক্তি এসে যায়। এতে শিক্ষক দের এগিয়া আসা উচিত, তাদের বুঝানো উচিত পড়াশুনা করা উচিত পড়তে হবে এই জন্য নয় বরং জানার জন্য।



মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫

সুমন কর বলেছেন: গনিতে > গণিতে
পরিক্ষা > পরীক্ষা
বারিতে > বাড়িতে

টাইপোগুলো ঠিক করে দিয়েন।

মজা পাইলাম। B-)

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৩১

চড়ুই বলেছেন: জী আচ্ছা, বাংলা স্যার।

২| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৩১

ওসিরিস টিমোন বলেছেন: কথা সত্য

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৩২

চড়ুই বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৩

সুমন কর বলেছেন: ভুল ধরাটা যদি ভুল হয়ে থাকে, যান আপনার পোস্টে আর আসলাম না।

ব্যঙ্গ করাটা ঠিক হয়নি।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪১

চড়ুই বলেছেন: উপরের মন্তব্যটিকে অন্যভাবে নিবেন না। কিছু মনে করে থাকলে দুঃখিত। আমি ব্লগে আসি গল্প লিখার জন্য কিন্তু আপনারা যদি সব কথা তেই এত রেগে যান তাহলে মনে হচ্ছে আপনাদের কমেন্টের কোন রকম রিপ্লাই করা আমার ঠিক হবেনা। তবু কষ্ট পেয়ে থাকলে আমি আবারো বলছি দুঃখিত। আর হ্যাঁ আমি আপনাকে ব্যঙ্গ করিনি।

৪| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: পড়ে ভাল লেগেছে।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:০০

চড়ুই বলেছেন: তাহলে আমার কষ্ট সার্থক হয়েছে ধন্যবাদ।

৫| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: আপনি মনে হয় 'য়' কে পছন্দ করেন না। বাসাই, হইনাই, মাথাই এসব হবে বাসায়, হয়নাই, মাথায়। এসব ব্যাপার এবং আরো কিছু টাইপো ঠিক করলে আপনার লেখা আরো উপভোগ্য হবে।

১৫ ই জুন, ২০১৪ রাত ৮:০০

চড়ুই বলেছেন: লেখক বলেছেন: জী আমার সাথে 'য়' এর শত্রুতা আছে তো এই জন্য আর কি।
যাই হোক আপনার মহা মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ। :P

৬| ১৫ ই জুন, ২০১৪ রাত ৯:১৮

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: ঠিক বলেছেন। সহমত।

১৫ ই জুন, ২০১৪ রাত ৯:২০

চড়ুই বলেছেন: বিশাল পরিবর্তন দরকার। :|

৭| ১৬ ই জুন, ২০১৪ রাত ১২:১৬

জিসান মাহমুদ বলেছেন: আসলেই ফাহিমরা এভাবেই মুখ বুজে সব সয্য করবে আর টিচাররা এভাবেই একটি জীবন শেষের কারিগর হবে।।।
গল্পটি খুব ভাল হয়েছে :)

৮| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: গল্প পড়ে ভালো লাগলো। শেষের উপদেশ টা ও ভালো যেটা ফাহিমের স্যার বলেছেন।

য় আর ই এর ব্যবহার ঠিক করবেন।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

চড়ুই বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম আপু।


য় আর ই এর ব্যবহার ঠিক ব্যবহার ঠিক করে দিয়েছি অনেক সময় তাড়াহুড়ার কারনে বানান চেক করতে ভুলে যাই।

৯| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

আদম_ বলেছেন: ভালো লেগেছে। আমি একদা ফাহিম ছিলাম।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

চড়ুই বলেছেন: আমিও ক্লাস এইট পর্যন্ত অঙ্কে অনেক দুর্বল ছিলাম। কিন্তু ক্লাস নাইনে উঠে আমি একজন ভালো টিউটর পাই এবং আমার গণিত ভীতি দূর হয়। ধন্যবাদ সেই স্যার কে।

১০| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৩

অ্যামাটার বলেছেন: ইশকুলে আমার অবস্থা এরকমই ছিলো :|

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

চড়ুই বলেছেন: :|

১১| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৪

শান্তির দেবদূত বলেছেন: গল্পের থিমটা সুন্দর কিন্তু লেখাটা কেমন খাপছাড়া খাপছাড়া মনে হয়েছে। গল্পের নামটাও কেমন যেন বেমানান লাগছে। আপনার লেখার স্টাইল বেশ সাবলিল, একটু যত্ন নিয়ে লিখলে বেশ ভালো করবেন। শুভেচ্ছা রইল।

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

চড়ুই বলেছেন: খাপছাড়া লাগার কারন হচ্ছে মূল ঘটনাই তাড়াতাড়ি জাম্প করাতে।
নাম টা আমি ইচ্ছে করেই ওভাবে লিখেছি কিছুটা ইন্টারেস্টিং করতে।
আপনাকে আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.