নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

অবশেষে তাহাদের মান সম্মান সব গেলো।:-*

১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

গল্পের টাইটেল পড়েই বুঝতে পারছেন আজকের গল্পটা একটু বিব্রতকর। আজকে আমি আপনাদের সাথে তিনটি গল্প শেয়ার করবো। গল্পগুলো মজার কিন্তু কিঞ্চিৎ বিব্রতকর। যাই হোক শুরু করা যাক_



প্রথম গল্পঃ

তখন আমি ইন্টার পরীক্ষার পর প্রাইমেটে কোচিং করতাম। তো একদিন আমাদের স্যার আমাদের কে তার জীবনের ১ টা গল্প শুনালো। গল্পটা ছিল এরকম,

একদিন স্যার আর তার ওয়াইফ স্যার এর বন্ধুর ছেলের জন্মদিনে গিয়েছে। তো স্যার খেয়াল করলো যে পার্টিতে এক কোণে একটা পিচ্চি চুপ করে বসে আছে। স্যার ওর কাছে যেয়ে জিজ্ঞেস করলো , বাবু তুমার নাম কি? পিচ্চি বাচ্চাটি কোন জবাব দিলনা। স্যার আবারো জিজ্ঞেস করলো, বাবু তুমার নাম কি? কিন্তু এইবারও সে কোন কথা বললনা। স্যার ভীষণ রেগে গিয়ে আবার বলল, এই পিচ্চি নাম কি তুমার? এরপর যা হবার তাই হল, পিচ্চিটি চিৎকার করে বলে উঠলো, “কুত্তার বাচ্চা তোর নাম কি?”

অতঃপর সারা ঘর নিস্তব্ধ সবাই একবার পিচ্চি টা কে দেখছে আর একবার স্যার কে দেখছে। স্যার আমাদের বলল তার নাকি তখন মনে হচ্ছিলো ৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে। এই জন্য স্যার আমাদের কে সব সময় বলত,

“be aware of children”

কাজের কথা। :|:|:|:|:|



দ্বিতীয় গল্পঃ

এটা এক বড় ভাইয়ের গল্প, রেগিং বিষয়ক। তিনি মাওলানা ভাসানিতে চাঞ্চস পেয়েছিলেন। তো ক্লাসের প্রথম দিন সিনিয়ররা তাকে বলে, “তোর পিছনে যে খাম্বা টা আছে ওইটার মধ্যে দেখ নায়ক সাকিব খান আর নায়িকা শাবনুর এর পোস্টার লাগানো। তোর কাজ হচ্ছে আমাদের সবার সামনে তোকে ওই পোস্টারের চুমু খেতে হবে নইলে তোর খবর আছে।“

অবশেষে সেই ভাইয়াকে সবার সামনে সাকিব খানের ওই পোস্টারে চুমু খেতে হই। মান সম্মান সবার সামনে গেলো আরকি। :-/:-/:-/:-/



শেষ গল্পঃ



এটি হচ্ছে আমার শেষ গল্প আর গল্পটি হচ্ছে এই অধম আমার। একদিন সব বন্ধুরা মিলে ঠিক করলাম দেখা করবো। তো যেই কথা সেই কাজ। দেখা করার দিন আমি একটা নতুন ড্রেস পরেছিলাম আর বেশ সাজগোজ করে বেরিয়েছিলাম। ওই দিন বেশ ভাবে ছিলাম আরকি। যাইহোক গন্তব্যে পোঁছানোর পর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে নামার সময় কি হলও জানিনা, আচমকা পা পিছলে আমি পাশের ময়লার স্তুপের উপর পরে যাই। আর আশেপাশের সবাই আমার এই কাজে হা হয়ে তাকিয়ে আছে। আমি নিজেও হতবাক এটা কি হলো? সেদিন অন্য রিক্সা নিয়ে বাড়ীতে ফিরে আসি। X(X(X(X(



কেউ একটা কথা বলেছিল, “Life is full of surprise” এর পরের মুহূর্তে আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি নিজেও তা জানেন না। :((/:):-*





মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৬

একজন ঘূণপোকা বলেছেন: ৩য় টা বেশি ভালো। :#> :#>



১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৫৭

চড়ুই বলেছেন: মজা নিলেন ? B:-)

২| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৮

একজন ঘূণপোকা বলেছেন:
আস্থাগফিরুল্লাহ :( ;)


আমি তো লেখার নন্দনতত্ত্ব নিয়ে কথা বলছি :P :P :P =p~ =p~

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৪১

চড়ুই বলেছেন: নন্দনতত্ত্ব কি? যাই হোক দুয়া কইরেন এমন ঘটনাই যেন আর না পরি এবং আপনাদের সাথে যেন এইগুলা শেয়ার করতে না হই। :(

৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫৯

আমি তুমি আমরা বলেছেন: কেউ একটা কথা বলেছিল, “Life is full of surprise” এর পরের মুহূর্তে আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি নিজেও তা জানেন না।

+++

১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৩

চড়ুই বলেছেন: ধন্যবাদ। :)

৪| ১৭ ই জুন, ২০১৪ ভোর ৬:০৮

নাইমুল ইসলাম বলেছেন: বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন বেশ মোজার ভংগিতে। ভাল লাগল পড়ে :)

১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫২

চড়ুই বলেছেন: ধন্যবাদ। :)

৫| ১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৭

কেএসরথি বলেছেন: দোয়া করি, আপনার জীবনে ৩য় টাইপ ঘটনা আরো ঘটুক।

মানে যাতে আরো গল্প লিখতে পারেন সেই জন্য =p~

১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০০

চড়ুই বলেছেন: X(( X( X(( X( X(( X( আমার লাইফ এই রকম ঘটনাই ভরপুর তারই দুই একটা গল্প লিখলাম আরকি।

৬| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২

হাসান মাহবুব বলেছেন: ঘটনাগুলো পড়ে কান্তে কান্তে আমি শ্যাষ।

২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

চড়ুই বলেছেন: এই মুহূর্তে আপনাকে চোখের পানি মোছার জন্য টিস্যু পেপার দিতে পারছিনা তাই আমি দুঃখিত। তবে হ্যাঁ আপনার কান্নাই আমি চরম দুঃখিত :| :| :| :| :|| :|| :|| :|| :||

৭| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:০৩

চানাচুর বলেছেন: ভাল্লাগছে ভায়া :D

২১ শে জুন, ২০১৪ রাত ৮:০৫

চড়ুই বলেছেন: ভায়া আমি আছাড় খাইছি আর আপনার ভাল লাগছে!!! B:-) B:-) B:-) B:-) B:-) !!!!!! ধইন্না।

৮| ২১ শে জুন, ২০১৪ রাত ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: @একজন ঘূনপোকা.. ভাইয়ের নন্দনতত্ত্ব ৩য় স্তরের আছার খাওয়ায় টাশকিত :-/
:P :P :P =p~ =p~

২১ শে জুন, ২০১৪ রাত ৮:২৮

চড়ুই বলেছেন: X(( X(( X(( X( X(

৯| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৬

রাজিব বলেছেন: তিনটি পড়েই অনেক হাসলাম। ভাগ্য ভাল আমাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেগিং ছিল না- হয়তো এখনো নেই।

১০| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~


প্রথম ঘটনাটা কি টিটু ভাই বলছিলো?

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১০

চড়ুই বলেছেন: টিটু ভাই !!!!

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

অদ্বিত বলেছেন: Correct. একদম ঠিক কথা - ''এর পরের মুহূর্তে আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি নিজেও তা জানেন না।''
তবে সবসময় কি আর সবকিছুর জন্য প্রস্তত থাকা যায় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.