নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

সবকিছু আজও আছে আগের মতো শুধু তুমি নেই।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৪





ছবিঃ গুগল



১৯৯৮ সাল, ২৩ শে জুন। ঠিক এই দিনে প্রথমবার তুমার সাথে আমার পরিচয় হই ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে। এরপর থেকে নিয়মিত চ্যাট হতো আমাদের মাঝে। তখন আমি ঢাকা মেডিকেল ফাস্ট ইয়ারে পড়ি আর তুমি বুয়েটে। মাঝে মাঝে তো আমাদের মধ্যে ঝগড়া হতো কোনটা বেশী ভালো ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং। সে এক অন্যরকম অনুভূতি। কথা ছিল ৫ বছর পর মানে ২০০৩ সালের ২৩ শে জুন আমরা প্রথমবার দেখা করবো কারন তখন আমরা আমাদের পড়াশুনার পাঠ শেষ করে দেখা করতে চেয়েছিলাম।



কথা হতো সারাদিন। আমার মনে আছে সেদিনের কথা। সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিলো তখন তুমি আমাকে বলেছিলে, আমরা দুজন যার যার রুমের জানালা থেকে বৃষ্টির ফোঁটা স্পর্শ করবো আর ভাববো একজন আরেকজন কে স্পর্শ করছি। কিন্তু কিছুদিন পর কি হলও জানিনা তুমি বললে তুমার সাথে কাল দেখা করতে আমাদের নির্ধারিত করে রাখা সময়ের আগেই। আমিও রাজী হয়ে গেলাম।

কিন্তু যখন আমি তুমার দেয়া ঠিকানাই এসে পৌঁছলাম বুকের ভিতর টা দুরু দুরু করছিলো কারন ওটা কোন বাড়ি ছিলোনা ওটা ছিল ক্যান্সার ইন্সটিটিউট। আমি দেখলাম তুমি হাসপাতালের ১ টা বিছানাতে শুয়ে আছো। তুমি বললে তুমার এই অসুখ টা কিছুদিন আগে ধরা পরেছে আর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবে। আমার অনেক কান্না আসছিলো ভাগ্য আমাদের দেখা এই ভাবে লিখে রেখেছিলো!!!!!!!



অতঃপর তুমি লন্ডন গেলে। লক্ষ্য করলাম দিন দিন তুমার কথা গুলো কম হয়ে আসছিলো। হাসপাতালের বিছানাই বসে তুমি বলেছিলে, “জানও নীলা লন্ডনের আকাশ টা কেমন যেন ঘোলা” আরও বলেছিলে আমরা যখন দেখা করবো তখন যেন আমি ১ টা নীল রঙের শাড়ি পড়ি, কপালে কালো টিপ, হাতে নীল চুড়ি আর মাথাই বেলি ফুলের মালা লাগিয়ে আসি। আমি শুধুই কাঁদতাম আর তুমার জন্য পার্থনা করতাম।



মাস তিনেক পর আমার নামে ১ টা পার্সেল আসে। সেটা খুলতেই দেখি ১ টা নীল রঙের বাক্স আর তার ভিতরে ১০০ টা বেলি ফুলের মালা আর ১ টা নীল রঙের চিঠির খাম। তার ভিতরের লিখা গুলোঃ



“প্রিয় নীলা,

কেমন আছো? আমার অবস্থা বেশী ভালোনা। ডাক্তার বলেছে ক্যান্সার শেষ স্টেজে। তুমাকে আমার কিছু বলার ছিল, নীলা আমি তুমাকে সত্যি অনেক ভালোবাসি। কিন্তু আমি চাইনা তুমি এটাকে মাথাই নিয়ে জীবনে সামনে চলা থামিয়ে দাও। আজ আমি তুমাকে মুক্তি দিলাম। ভালো থেকো।

ইতি

হাসান”




কিন্তু আমি তো মুক্তো হতে চাইনি হাসান। আমি তুমাকে ভালবাসতাম আর আজো ভালোবাসি। আজো আমি তুমার অপেক্ষাই দিন গুনি। আজ ২৩ শে জুন,২০০৩ ।

দেখো তুমার কথা মতো সেই নীল শারি,নিল চুড়ি, কালো টিপ আর বেলি ফুলের মালা পরেছি। আজ আমি সারাদিন রিক্সাই ঘুরবো ঠিক যেখানে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। দেখো হাসান কিছুই বদলাইনি সবি আছে আগের মতো শুধু , শুধু তুমি নেই।





মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: এরকম নাটক সিনেমায় দেখেছি, বাস্তবেও ঘটে!

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

চড়ুই বলেছেন: For your kind information this is an true incident.

২| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

আমিজমিদার বলেছেন: একটু দেরি হইছে, ১১ বছর পরে পাব্লিশ কৈরা ফেলচেন।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

চড়ুই বলেছেন: কাহিনীটা আমি জানলামই কিছুদিন আগে।

৩| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:১১

রোদেলা বলেছেন: এমন কতো কথা না বলা রয়ে যায়।

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:১২

চড়ুই বলেছেন: :| :| :| :| :| :|

৪| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫০

সািহদা বলেছেন: শুধু তুমি নেই।

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

চড়ুই বলেছেন: :| :| :| :| :| :|

৫| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালো লাগলো। কোন কিছুই থেমে থাকে না।

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

চড়ুই বলেছেন: তবু জীবন বহিয়া চলে জীবনের নিয়মে।

৬| ২৩ শে জুন, ২০১৪ রাত ৮:০৫

মুদ্‌দাকির বলেছেন: হৃদয় মোচড়ানো ঘটনা, যারা এ রকম ভাবে কাউকে হারিয়েছে শুধু মাত্র তারাই বুঝবে, বাকিদের কাছে নাটক

আমার আকাশটা ঘোলা করে দিলেন !!

২৩ শে জুন, ২০১৪ রাত ৮:০৬

চড়ুই বলেছেন: আপনার মন খারাপ করিয়ে দেবার জন্য দুঃখিত। :(

৭| ১১ ই জুলাই, ২০১৪ রাত ২:০১

মদখোর বলেছেন: here jawa jiboner golpo porte valo lage na..nije harte harte ekhon haru party er prodhan hoye gechi..r kawke evabe dekhte ektuo valo lage na..

৮| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১২

নুরএমডিচৌধূরী বলেছেন: আজ আমি তুমাকে মুক্তি দিলাম। ভালো থেকো
অনেক কস্টের কথা
গল্পের বিষয়বস্তু খুবই অল্পতেই ফুটে উঠেছে

শুভ কাম্না রইল

নুরএমডিচৌধূরী

৯| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

আলম দীপ্র বলেছেন: ভাল লাগ্ল। আপনাকে ধন্যবাদ জানানোর জন্য।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

চড়ুই বলেছেন: সময় করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.