নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

জ্বী আমি সব জানি (রম্য ছড়া) B-) B-) B-) B-)

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১০

বড় কি আর এমনে হয়েছি

বাতাসে কি আর চুল পেকেছে?

আমি হলাম মহাজ্ঞানী

জ্বী আমি সব জানি।

আমার কথার করলে বিরোধ

করবো তার প্রতিরোধ।

ভয় কিসের?

সাঙ্গোপাঙ্গ রেখেছি সের- শোয়াসের।

যতই ভাবো আমাকে বুড়োভাম

মেলা জায়গাতে আছে আমার মেলা নাম।

আমি ভাই মহাজ্ঞানী

জ্বী আমি সব জানি।

তোরা সব মূর্খ, নির্বোধের দল

আমাকে তেল না মারলে পাবি এর ফল।

কোকিল বলে, “কুহু কুহু হুজুর মশাই আপনিই সব।

কেউ যদি করে মুখে মুখে তর্ক

তবে দেখিয়ে দিবো তাকে একহাত সর্প।

হোক সে যতই ঘাড়ত্যাড়া

প্রয়জোনে করে দিবো তাকে ন্যাড়া।”

হাঃ হাঃ, ভেবোনাকো আমায় বুড়োভাম

মেলা জায়গাতে আছে আমার মেলা নাম।

সুতরাং সাবধান, যদি পেতে চাও পরিত্রাণ

তবে করো আমার গুণগান।

আমি হলাম মহাজ্ঞানী

জ্বী আমি সব জানি।

:P:PB-)B-)B-)B-)

(বিঃদ্রঃ বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ;);););) )

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল । শুভ কামনা সব সময় ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪০

চড়ুই বলেছেন: ধন্যবাদ আপু। মাফিনের রেসিপি কিন্তু পোস্ট করেন নাই এখনো।
8-| 8-|

২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

সুমন কর বলেছেন: =p~ =p~ মজার।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪০

চড়ুই বলেছেন: =p~ =p~

৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৬

নির্জীব অধম বলেছেন: কার কথা কইলেন...নিজের কথা কইলে...হুররর...
আরেকজনের কথা কইলে...জব্বর মিয়া হইছে...একদম।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪০

চড়ুই বলেছেন: ভাই দেখি মেলা চালাক। বুইঝা নেন যা বুঝার ;) ;) ;) ;) ;)

৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

হরিণা-১৯৭১ বলেছেন: সব চুল পেকে গেছে?

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

চড়ুই বলেছেন: চুল তো সব পাকাই দেখি কাঁচা চুল তো দেখিনা। মনে হয় কলব লাগাই না। :P :P :P :P

৫| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৬

সৃষ্টিশীল আলিম বলেছেন: ;) :P ;) :) ;) :P ;) :) ;) :P ;) :) ;) :P ;) :) ;) :P ;) :) ;) :P ;) :)

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

চড়ুই বলেছেন: =p~ =p~ =p~ ;) ;) ;) ;)

৬| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম চরিত্র বাস্তবে কিন্তু আছে। পড়ে মজা পাইছি :)

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১২

চড়ুই বলেছেন: বাস্তবে আছে বলেই তো তাকে নিয়ে এই ছড়া লিখা। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: মজারু ++++++ :D

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

চড়ুই বলেছেন: :P :P :P ;) ;) ;)

৮| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: =p~ =p~ :) :) B-) :( :( :( :( :( :( :( :( :( :(

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

চড়ুই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) :P :P :P

৯| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৯

ম.র.নি বলেছেন: আপ ইতনে দিন কাঁহা থি???অর ম্যা কাঁহা থা??কিওকে আপকা পোস্ট ম্যায়নে আভি পঢ়া তো ম্যা আপকো ক্যাইছে বাঁতাউ ম্যানে কিতনা খুশ হুয়া!!!!সামুমে বিনোদনকা দিনকে দিন কম হতি যা রাহিথি, আপকো মিলা তো ম্যানে সোঁচা আপ য্যায়সা কই ব্লগ করতা হ্যায় তো বাত বান যাতি হ্যায়।আপকা পোস্ট ম্যানে মিস নেহি কর চাহাতা হু ইসিলিয়ে আপকো ম্যানে ফলো করনা শুরু কিয়া।প্লিজ কিপ অন পোস্টিং এন্ড এন্টারটেইন মি।

২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

চড়ুই বলেছেন: যদিও সামুতে হিন্দি অথবা উর্দু এলাও না তবু বললাম
" বহাত বহাত শুকরিয়া, আপকা খুয়াইশ সার আখওপাড়"

:D :D :D :D ;) ;) ;)

১০| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫৮

ম.র.নি বলেছেন: আপনার খুশি হওয়ার কোন কারন নাই।ম্যারা পেহলী কমেন্ট মজাক থা ;) আপনার ভরপুর ভুল বানান ও আন্চলিকতায়দুষ্ট পোস্ট পড়লে মনে হয় বাংলা নতুন করে শিখতে হবে।যে টাইপের বানান রীতি অনুসরন করেন তা পড়লে আপনার শিক্ষা ও রুচি খুবই নিম্নমানের মনে হয়।আর যে সব ব্লগারবৃন্দ আপনাকে ভালো উপদেশ দিল আর আপনি যেভাবে রিএ্যাক্ট করলেন তা খুবই দৃষ্টিকটু লেগেছে।আশা করি 'ঘারতেরামী' না করে অন্যের সৎ উপদেশ শুনবেন আপকা ফায়দা হোন্গে।টেক ইট ইজি বাট টেক ইট B-)) বাংলা বুঝছেন?না বুঝলে চালায়া যান আমরা বিনোদিত হই ;)

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

চড়ুই বলেছেন: কোকিল বলে, “কুহু কুহু হুজুর মশাই আপনিই সব।
কেউ যদি করে মুখে মুখে তর্ক
তবে দেখিয়ে দিবো তাকে একহাত সর্প।
হোক সে যতই ঘাড়ত্যাড়া
প্রয়জোনে করে দিবো তাকে ন্যাড়া।”



পাগলা গায়ও হে কিয়া? মেরা ভি পেহলা কমেন্ট মাজাক হি থা। ;) মনে হয় আপনি ছড়া টা ঠিক ভাবে পড়েন নাই। আবার পড়ে দেখুন নিজেকেই খুজে পাবেন। আপনার জন্য আমার উপরের লাইন গুলোই যথেষ্ট। ;) এই ভাবে চাটুকারিতা করে আপনার উচ্চ মানের শিক্ষার পরিচয় দিয়ে যান। আমরাও বিনোদিত হই ;)

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২০

চড়ুই বলেছেন: আপনার পোস্ট "আসুন নূহ নবী আমলের একটা মুভি দেখি :D :#) :) ;)" তে-

নেটয়ার্ক
কর্পোরেটগোলোর
হূমকি
অনুস্ঠান
অনুপোযোক্ত
দূর্ণীতিগ্রস্থ
।স্বাধীনতাবিরুধীদের

বিঁচার
প্রতিবন্ধি

বানান গুলো ভুল।

উচ্চ শিক্ষায় শিক্ষিত ভাই বানান গুলো ঠিক করে নিয়েন। যারা নিজেরা কাঁচের ঘরে থাকে তাদের কিন্তু অন্য কারো ঘরে ঢিল মাড়া ঠিক না। এখন কোথাই গেলো যারা আমার লিখাই বানান ভুল ধড়ে তারা। নাকি আপনারা ১ টা গ্রুপ বানাইছেন যে একে অপরের অন্ধ ভাবে প্রশংসা করবেন। তাহলে আপনারাই রাজত্ব করেন নতুনদের আর দরকার কি? নিজেকে উচ্চ শিক্ষাই শিক্ষিত বলে দাবি করেন অথচ কারো পোস্টে কমেন্ট কিভাবে করতে হয় সেটা জানেন না। জাস্টিস তো সবার জন্য সমান হওয়া উচিত।

১১| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: জ্বী আমি সব জানি। =p~

এমন জানা লোককে সবাই হিংসা করে ।

২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৯

চড়ুই বলেছেন: হিংসা করে কিনা জানিনা তবে এদের আর এদের চেলাদের সবাই করুনা করে।

১২| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৫

কথক পলাশ বলেছেন: এই সব সব জানা লোকজনকে খাঁটি বাংলা ভাষায় কুতুব/নাপিত বলা হয়ে থাকে।

১৩| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮

ম.র.নি বলেছেন: আই ন্যু ইট দেট ইউ গনা ফাইট ব্যাক।আই লাইকস ইউ ;) দেখুন বানান ভুল সবাই করে,আমার মতে কিছুটা টাইপো আর কিছু অনিচ্ছাকৃত।আমার ভুল কেও ধরিয়ে দিলে আমি তা বিণয়ের সহিত গ্রহন করি ও পারলে ঠিক করে দেই।আর আপ কেয়া করতি হ্যায়??আর নরমাল বানান ভুল করলেও তার মিনিং বুঝা যায়।কিন্তু আপনারগুলো পড়লে থমকে যেতে হয়, লাইনটা দুইবার পড়তে হয়।হয়ায় ডন্ট ইউ কম্পেয়ার ইউর রাইটিং স্টাইল উইথ এনি আদার জেনেরাল ব্লগার?কেন্ট ইউ সি হয়াই পিপল আর সাজেস্টিং ইউ টু কারেক্ট ইরোসেল্ফ?দেখতে বা পড়তে দৃষ্টিকটু লাগে রে ভাই,বুঝস না কেন?
এখানে কেও কোন গ্রুপ তৈরী করে নাই,এমন আজগুবি কোন গ্রুপ থাকলেও আমি তাতে নাই।তবে ওয়ান থিং ইউ সেইড রাইট এবাউট অন্ধভাবে প্রশংসা করা।দিস কাল্চার ইজ বিং প্রেকটিসড ইন সামু।

নতুনরা সব সময়ই পুরানদের যায়গা দখল করবে এটাই নিয়ম।নতুনরা যদি পুরানদের গাইড না নেয় বা সুন্দর করে বল্লেও না শুনে ঘারত্যাড়ামী করে তাইলে ধইরা থাবড়ানো উচিত না?

আপনি কি কারো মাল্টি যে নাকি ইচ্ছে করে ভুল বানানে লিখেন?কারন এটাইপের ক্রাইম করে অনেকে ধরা খেয়েছেন এবং উনারা দৈবক্রমে আপনার পোস্টেও কমেন্টাইতাছেন!!! ব্লক নেহি করেগি তো ফির মিলেংগে ;)

২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

চড়ুই বলেছেন: বুঝন গেছে আপনার ভুল বানানের জন্য মনে হয় আপ্নারে ধইরা থাবড়ানো উচিত ছিল। তাই তো নিজের ভুল গুলারে কেমনে পাশ কাটাইয়া গেলেন। ;) তো আপনি কার মাল্টি সেইটা বুঝলাম না। ;) ;) ;)
@ম.র.নি
লজ্জা বোধ নামক কোন জিনিস যদি আপনার দেহে

বিন্দু মাত্র থাকতো তবে ২য় বার আমার ব্লগে আইসা ম্যা ম্যা করতেন না। যাউক গা যে জিনিস আপনার মধ্যে নাই সেইটা নিয়া আমার আক্ষেপ করে কি লাভ!!!!!! কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আপনার মতো পরিবেশ নষ্টকারি কমেন্ট দাতা দের চেয়ে আমার পোস্ট কমেন্ট শুন্য থাক। আমি তাতেও খুশি। পোস্ট অখাদ্য মনে হলে আমার ব্লগে আপনার আইসা কাম নাই। নিজের ব্লগে যাইয়া মরেন গা যান। B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৪| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৫

আরজু মুন জারিন বলেছেন: বড় কি আর এমনে হয়েছি
বাতাসে কি আর চুল পেকেছে?
আমি হলাম মহাজ্ঞানী
জ্বী আমি সব জানি। X(( X( :P
মজার রম্য লিখেছে চড়ুই আম্মু।

১৫| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

আরজু মুন জারিন বলেছেন: তোরা সব মূর্খ, নির্বোধের দল
আমাকে তেল না মারলে পাবি এর ফল।
কোকিল বলে, “কুহু কুহু হুজুর মশাই আপনিই সব।
কেউ যদি করে মুখে মুখে তর্ক

তেল মারছিনা আম্মা
আপনি মহাজ্ঞানী।
এই চড়ুই পাখী মজার ছড়া লিখেছ। অনেক ধন্যবাদ আপু।শুভকামনা রইল।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৮

লিখেছেন বলেছেন: বিশেষ কাউকে উদ্দেশ্য ক্রে লিখেছেন নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.