নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেই নিজের নিয়ম বানাও

গল্পকার হবার জন্য লেখিনা, লিখি কারন যা বলতে ইচ্ছা করে তা শুনার কেউ নাই ।

চড়ুই

অসংখ্য বার পরাজিত হয়েছি কিন্ত আজও স্বপ্ন দেখি আরও একবার উঠে দাঁড়াবার।

চড়ুই › বিস্তারিত পোস্টঃ

ইয়াহু !!! অবশেষে আমার বানানো ব্যানার টাই সামু নির্বাচন করেছে !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮

ইয়াহু অবশেষে আমার বানানো ব্যানার টাই সামু নির্বাচন করেছে।

আবারো আমার তরফ থেকে সামুকে একরাশ ধন্যবাদ সাথে একরাশ সাদা গোলাপের শুভেচ্ছা। থেঙ্কু !:#P !:#P !:#P !:#P !:#P 8-| 8-| 8-| 8-| 8-|





মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

লাতি বলেছেন: ব্লগ লিখতেছেন মাত্র ২ মাস মত, তার মাঝে আপনার বানানো ঈদ পোষ্টার সামুতে ডিসপ্লে হচ্ছে,

কিছু মনে করবেন না, পোষ্টারটি আমার কাছে খুবই সাধারণ আর নিন্ম মানের মনে হল, গ্রাফিক্স ও রংয়ের ব্যাবহার একে বারে সাধারণ, মনে হচ্ছে বাচ্চা ছেলের হাতে আকা কোন ছবি।


আমি সামুতে ব্লগ লিখতেছি প্রায় ৩ বছরের উপর, তারও অনেক আগেই হতে সামু ব্লগের সাথে পরিচিত,

গত কয়েক দিয়ে আগে আমি অতিমাত্রায় খুশি হয়ে একটি পোষ্ট দিয়েছিলাম, পোষ্ট ছিল,

একনাগারে ৩ বছর ২ মাস নিরাপদ ব্লগার আমি

এই পোষ্ট দেবার পরের দিনে দেখলাম আমার পোষ্ট আর প্রথম পাতায় যাচ্ছে না, কি অদ্ভুদ , কিন্ত এখনো আমার ব্লগ ষ্টেটাস দেখাচ্ছে আমি গ্রীণ ষ্টেটাসে আছি, এই পবিত্র ঈদেও আমার পোষ্ট প্রথম পাতায় যাচ্ছে না। একটি ঈদের শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেবার পর দেখি সেটি প্রথম পাতায় যাচ্চেনা তখণ বুঝতে পারলাম আমাকে ব্লক করে রাখা হয়েছে।

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

চড়ুই বলেছেন: ভাইয়া আমি কিছু মনে করিনি। আপনার আমার ব্যানার টি ভালো না লাগার জন্য আমি দুঃখিত । সামু যখন সবার মধ্য থেকে আমার বানানো ব্যানারটি নির্বাচন করেছেন তখন নিশ্চয়ই তারা বুঝে শুনেই করেছেন এতে তো আমার হাত নেই। আপনি বরং তাদের সাথেই যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

এক্স রে বলেছেন: চড়ুই নিজের বাসা বানাতে পারেনা। এদিকে দেখি ব্যানার বানানোয় পটু :-P

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

চড়ুই বলেছেন: তোমাদের অট্টলিকার কোন এক কোনে থাকি বলে আমন কথা কইতে পারলা। মনে বড় দুঃখ পাইলাম। :(

৩| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০২

শাহ আলম বাদশাহ বলেছেন: আপনার এই কৃতিত্বের জন্য আপনাকে ফুলেল শুভেচ্ছা জানাই

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

চড়ুই বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই।

৪| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৩

পার্থ তালুকদার বলেছেন: অভিনন্দন আপনাকে ।

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

চড়ুই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪০

জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক ও অভিনন্দন চুড়ুইকে।

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

চড়ুই বলেছেন: আপনাকেও ঈদ মোবারক এবং ধন্যবাদ।

৬| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৮

মোহাম্মদ তুহিন১৫ বলেছেন: congratulation - ;) ;)

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

চড়ুই বলেছেন: থেঙ্কু। :)

৭| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন চড়ুই পাখি ।

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

৮| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

চড়ুই বলেছেন: আপনাকেও।

৯| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৭

কথার_খই বলেছেন: কয় ঘন্টা আগেও দেখলাম আপনার ব্লগে কোন পোষ্ট নেই, চড়ুই কি বাসা বাঁচাতে গিয়েছিল?

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯

চড়ুই বলেছেন: আপনাকে চশমা ব্যাবহার করার অনুরধ জানাচ্ছি। খালি চোখে মনে হয় উল্টাপাল্টা জিনিস দেখেন। ধন্যবাদ।

১০| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:২১

আরজু মুন জারিন বলেছেন: ইয়াহু চড়ুই এখন আমার চালে কিচির মিচির করছে।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

চড়ুই বলেছেন: আপনার ঘুম সকাল সকাল ভাঙানোর জন্য।

১১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৬

আরজু মুন জারিন বলেছেন: না আমার চালে না সামুর চালে সামুর ব্যানারে শোভা পাচ্ছে। অভিনন্দন বোন চড়ুই পাখি। আমি আনন্দিত তোমার সাথে সাথে আমিও কিচির মিচির করছি আনন্দে।
আমি কিচির মিচির করছি আরেকটা আনন্দে। তোমার প্রোফাইল ছবিটা অনেক সুন্দর। একেবারে চড়ুই পাখির মত ই সুন্দরী তুমি।

অনেক অনেক সুন্দর হয়েছে আকা তোমার ব্যানার টি। শুভেচ্ছা রইল অনেক। ভাল থাক। ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩২

চড়ুই বলেছেন: আপনাকে ধন্যবাদ। ঈদের পর দিন এমন একটা প্রশংসা শুনে আমি তো খুশিতে আত্মহারা।

১২| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৮

আরজু মুন জারিন বলেছেন: আমি তোমার পেজে তিনটি কমেন্টস করেছি। শো হচ্ছেনা কেন বুঝতে পারলামনা। যাই হোক আবার লিখছি অনেক অনেক সুন্দর হয়েছে আকা তোমার ব্যানার টি। শুভেচ্ছা রইল অনেক। ভাল থাক। ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৩

চড়ুই বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপুনি। ঈদ মোবারক।

১৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

১৪| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৫৪

লাতি বলেছেন: আসলে আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আপনাদের মত নতুন ব্লগারদের অতি সাধারণ নিন্ম মানের পোষ্টার ব্লগে শোভা পায়।

কিন্তু আমাদের মত পুরানো ব্লাগারদের কোন কারণ ছাড়াই হুট করে ব্লক করে রাখা হয়। সামান্য লেখাটুকু প্রথম পাতায় প্রকাশের সুযোগ দেওয়া হয়না।


আপনি ঈদ মোবারক লিখেছেন, সেই লেখাটির ফন্ট ঠিক মত বুঝা যাচ্ছে না, তারউপর আপনি ইংরেজিতে লিখেছেন, শুধু মাত্র একটি রংয়ে ব্যবাহার করেছেন,

ছবি দেখে মনে হচেছ আপনি নারী ব্লগার, সামুতে নারী ব্লগাদের কদর বেশী।

ক্ষমাকরে দিবেন যদি মনে কষ্ট দিয়ে থাকি, সরি সরি সরি।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮

চড়ুই বলেছেন: আমার ভাবতে ভীষণ খারাপ লাগছে আপনি নিজের অক্ষমতাকে ঢাকার জন্য কি সব কথা বার্তা বলছেন। আপনি আমার মেধার তো প্রশংসা করলেনই না বরং এটা বলছেন যে আমি নারী বলে আমার ব্যানার গ্রহন করা হয়েছে। এখান থেকে বুঝা যাচ্ছে যে আপনার মন- মানসিকতা কতটা নিম্ন মানের।

আর আপনার লিখা যখন প্রথম পাতায় যাচ্ছেনা তখন বুঝেন আপনি কি ধরনের ব্লগার যে আপনার লেখা প্রথম পাতাতেই আসেনা।

আমি আবারো বলছি আপনার কোন সমস্যা থাকলে সামুতে যোগাযোগ করুন। ধন্যবাদ।

১৫| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯

bakta বলেছেন:






চড়ুই চড়ুই চড়ুই গো
ব্যানার হয়েছে ভালো,
ব্যানার বানাইয়া সামুর
শির যে করেছো তুমি আলো।

যেমন ব্যানার তেমন তুমি
দুটিই যে খুব মিষ্টি,
সত্যি চড়ুই চালিয়ে যাও
তোমার আপন সৃষ্টি ।


শুভেচ্ছা রইল অনেক। ভালো থাকুন খুব ।

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

চড়ুই বলেছেন: অশেষ ধন্যবাদ। ঈদ মোবারক।

১৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

কথার_খই বলেছেন: আপনার ব্লগেই লিখা ছিলো সব পোষ্ট ড্রাফট করা!! ি

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৭

চড়ুই বলেছেন: দেখতেই পারছেন নিশ্চয় আমার পোস্ট গুলো ড্রাফট করানা।

১৭| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

কথার_খই বলেছেন:

একই নামে যে দুইডা ব্লগ হয় আমি কেবা কইরা জানামু? আপনার পোষ্টার যখন সামুতে তহন চার্জ দিলাম ব্লগে ফলাফল দেহিই তো আমি ত হইয়া গেলাম!!

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

চড়ুই বলেছেন: এটা আমার ব্লগ না। ভালো করে দেখুন দেয়া আছে
ব্লগ লিখেছেন ৬ বছর ১১ মাস।

কিন্তু আমি ব্লগ লিখছি ২ মাস ১ সপ্তাহের মতো। তাছাড়া ওই ব্লগের প্রপিক দেখুন এটা আমার না। আমার নামেও আরেকজন আছে মনে হয়।

১৮| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৯

কথার_খই বলেছেন: আপনার না এটা পরে বুজিবার পারিলাম কিন্তু একই নামে দুইডা কেম্তে হয় বুজিবার পারিলামনা!!

১৯| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২১

ইভা লুসি সেন বলেছেন: ছবিতে দেখা যাচ্ছে একটা পালক
আর একটা চড়ুই মুখে কিছু নিয়ে উড়ে যাচ্ছে ।
ছবির বিষয় বা ঘটনাটা পরিষ্কার করে বলবেন কি ?

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২২

চড়ুই বলেছেন: আপু এটা চড়ুই পাখি না।কি পাখি আমি নাম জানিনা। বিষয় তেমন কিছু না। পাখিটার মুখে ফুল। সে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে।

২০| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৩

ইভা লুসি সেন বলেছেন: আচ্ছা, আপনি তাহলে পোস্ট মডারেসনে রেখেছেন ?
আমি ভয় পেয়ে গিয়েছিলাম

৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৩

চড়ুই বলেছেন: জী। ঠিক ধরেছেন।

২১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৩

আজাইরা পঁ্যাচাল বলেছেন: আপনাকে অভিনন্দন :)

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪১

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

২২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:০৪

ধলা বিলাই বলেছেন: আপনাকে অভিনন্দন
ব্যানার ভাল হয়েছে। :) :)

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০২

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

২৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:১২

টুইংকল বলেছেন: আহারে আপা ব্যনার বানাইয়াও দেহি বিপদ

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০১

চড়ুই বলেছেন: তাহলে এবার বুঝেন ভাইয়া কোথাই যাবো!!! কথায় আছে না
" যারে দেখতে না পায় তার চলন বাঁকা"। এদের বলে গায়ে পরে ক্যাচাল লাগানো পাবলিক।

২৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেরিতে হলেও অভিনন্দন।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৮

চড়ুই বলেছেন: ধন্যবাদ।

২৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:২০

অপ্‌সরা বলেছেন: যাক এবারও নারীকুলের সন্মান রাখলে আপুনি!!!:)

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:২১

চড়ুই বলেছেন: ধন্যবাদ আপু।

২৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: অবশেষে নিরবাআআচিত

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৪

চড়ুই বলেছেন: জী নিরবাআআচিত ।

২৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

সমন্বয় বলেছেন: গ্রাফিক্স সাধারণ হলেও সৃজনশীল মনে হচ্ছে। :D

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৮

চড়ুই বলেছেন: গ্রাফিক্স সাধারণ কেন মনে হল বুঝলাম না। মনে হয় সাদা ব্যাকগ্রাউন্দ দেখে এই কথা বলছেন। যাই হোক ধন্যবাদ।

২৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৩

সমন্বয় বলেছেন: না। আসলে তা না। উপরে কেমন যেন একটা অস্বচ্ছ ভাব আছে।। মানে hd /hq হলে ভাল হত। B-) B-) ধন্যবাদ

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৭

চড়ুই বলেছেন: ওটা অস্বচ্ছ ভাব না আমি ইচ্ছে করেই করেছি টু ইনক্রিস বিউটি। ভালো থাকবেন। :) :)

২৯| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:২০

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর ছিল :) :)

৩০| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

অলিন্দ বলেছেন: দুইটা একই নামে মনে হয় না। একটা চডুই, আর একটা চড়ুই(আমি ধারনা করছি)। খেয়াল করুন ড় আর ড এর পার্থক্য। উ'কার থাকাতে . বুঝা যাচ্ছে না।

৩১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৫

লাতি বলেছেন: সামহোয়ার ইন ব্লগ কর্তৃপক্ষ আপনার ঈদ পোষ্টারটি প্রথমে গ্রহণ করলেও পরবর্তী তা রিমুভ করে দিয়েছিল,
এবার নিজে বুঝতে চেষ্টা করুন, আপনার পোষ্টারটি কতটুকু মানসম্মত ছিল,

আমি সত্য কথাবলেছিলম তায় আপনি আমার উপর রাগ করেছিলেন। এখন কি সত্য হল? আমার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.