নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

মুসলিমরা ভারতে যথেষ্ট নিরাপদ:জমিয়ত নেতা

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

ইসলামে সন্ত্রাসের কোনও ঠাঁই নেই। মুসলিমদের জন্য নিরাপদতম দেশ ভারত। মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন জমিয়ত উলেমা-এ-হিন্দ নেতা মৌলানা মেহমুদ মদনি।

মঙ্গলবার মৌলানা মেহমুদ মদনির নেতৃত্বে প্যারিস সন্ত্রাসের জেরে দিল্লিতে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন জমিয়ত উলেমা-এ-হিন্দ সংগঠনের সদস্যরা। নাশকতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার মৌলানা মদনি জানান, 'ইসলামে এমন কোনও আক্রমণের অনুমোদন নেই। ইসলামের দোহাই দিয়ে এমন জঘন্য ঘটনা আমরা কোনও মতেই সমর্থন করতে পারি না।'

দেশজুড়ে অসহিষ্ণুতা নিয়ে বিতর্কের আবহের মাঝেই এদিন মৌলানা বলেন, 'সম্পূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, মুসলমানদের বসবাসের জন্য ভারতের চেয়ে নিরাপদ কোনও দেশ হতে পারে না।'

তিনি জানান, দেশজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে প্রবল বিরোধিতা করতে হবে। প্রত্যেক নাগরিককে নাশকতার বিরুদ্ধে লড়াই করবার আহ্বান জানান মৌলানা। পাশাপাশি সমাজবাদী পার্টি নেতা আজাম খানের 'আঘাতের জবাবে প্রত্যাঘাত'-এর দাবি উড়িয়ে দিয়ে তিনি জানান, প্যারিসের ঘটনা কোনও ভাবেই ইসলামের অনুমোদনযোগ্য নয়। কোনও অজুহাত দিয়েই জঙ্গি হানার বিরুদ্ধে প্রতিবাদ রোখা যাবে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

আসল পাগল বলেছেন: নিরাপদ ঠিক আছে , শুধু গরুর মাংসটা খাওয়া যাবেনা।।।

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

সজিব হাওলাদার বলেছেন: যদি নিরাপদ ই হয় তাহলে গরুর মাংসটা খাওয়ার গুজবে কেন মুসলিমকে হত্যা করা হল৷

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজকের প্রথম আলোতে পড়লাম। আমির খান দেশ ছাড়তে চাইছেন। অনেক অমুসলিম কবি সাহিত্যিক তাদের পদক, সম্মাননা ফেরত দিয়েছেন ধর্মীয় বাড়াবাড়ির(প্রধানত মুসলিমদের উপর অত্যাচারের কারণে) কারণে। এরা প্র্যাকটিসিং মুসলিম না হয়েও দেশ ছাড়তে চান ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.