নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

আমরা আলজেরিয়ানদের এখানে ডুবিয়ে মেরেছি

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

"Ici on noie les Algériens"
“আমরা আলজেরিয়ানদের এখানে ডুবিয়ে মেরেছি”
১৭ ই অক্টোবর ১৯৬১, হ্যা এইদিনই সেদিন যেদিন ২০০ এর বেশি মুসলিমকে ঠান্ডা মাথায় ফ্রান্স হত্যা করে যখন কিনা তারা ব্যানার , প্লাকার্ড ,ফেস্টুন নিয়ে শান্তিপূর্ন্য ভাবে আলজেরিয়ায় ফ্রান্সের ঐপনিবেশবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তারা এই মুসলিমদেরকে হত্যা করার পর তাদেরকে সিন নদীর উপরের ব্রীজ থেকে নিচে নদীতে ফেলে দেয় এবং ব্রীজে উপরোক্ত কথাটি লিখে দেয়। পরবর্তীতে এ হত্যাকান্ডের সাথে জড়িতরা বিভিন্ন সন্মানে ভূষিত হয়।
এটাই হচ্ছে ফ্রান্সের ঐতিহ্য এবং আসল চেহারা , যা ফ্রান্সের সাবেক এক ইন্টেরিয়র মিনিস্টার ফ্রাঙ্কোস মিটারেন্ড এর বক্তব্য থেকে আরো স্পষ্ট হয় , সে উপরোক্ত ঘটনা ও আলজেরিয়ায় ঐপনিবেশবাদ টিকিয়ে রাখার ব্যাপারে মন্তব্য করে যে,
“ আমি কখনোই মাতৃভূমির শত্রুদের সাথে কোনরূপ বৈঠক কিংবা মীমাংসার বিষয়টি মেনে নেব না, তাদের সাথে আমি কেবলমাত্র যুদ্ধের মাধ্যমেই মীমাংসা করব”
আজ এই বর্বর জাতি আমাদের মানবতা, সভ্যতা শেখায় আর আমরাও এত নিচু জাতে পরিনত হয়েছি যে তা শিখি!!!! আফসোস

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

গেম চেঞ্জার বলেছেন: হায় হায়!! এ কি শুনাইলেন? B:-)

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: এই সম্পর্কে তো জানিনা কিছুই। বিস্তারিত জানান। নয়তো কয়েকটা লিঙ্ক দেন। পড়ি।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

হোসেন মালিক বলেছেন: মাদারফাকার ফ্রেঞ্চ জাতি, আজকাল মানবতার সবক দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.