নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

দু-এক দিনের মধ্যে খুলতে পারে ফেসবুক

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯


ফেসবুক, ভাইবার ও হোয়াটস অ্যাপের মত সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আগামী দু-এক দিনের মধ্যেই খুলে দিতে পারে বিটিআরসি।

এদিকে অফিসিয়ালি বন্ধ ঘোষণা করা হলেও বাস্তবে এর ব্যবহার বন্ধ করতে পারেনি এই নিয়ন্ত্রক সংস্থাটি।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, এসব যোগাযোগের মাধ্যম খুলে দিতে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তারা। আর ইন্টারেনেটের গতি কমে যাওয়ার ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দায়ী করেন তিনি।

কিন্তু বিটিআরসির চেয়ারম্যান জানান, অ্যাপস বন্ধ করলেও সংস্থাটি ইন্টারনেটের গতি কমাতে কোন রকম নির্দেশনা দেয়নি।

বিটিআরসির চেয়ারম্যানের মতে, এসবের ব্যবহার পুরোপুরি বন্ধ করা দুঃসাধ্য। তাই সরকারের সিদ্ধান্ত পেলে যেকোনো সময় এসব অ্যাপস খুলে দিতে তারা প্রস্তুত।

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে দেশে বিভিন্ন ধরণের অপরাধ সংগঠিত হচ্ছে, এমন অভিযোগে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন ধরণের অ্যাপস সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।

এগুলো বন্ধ করে দিলেও ব্যবহারকারীরা ঠিকই বের করেছেন বিকল্প উপায়। প্রক্সি বা থার্ড পার্টির মত সফটওয়্যার দিয়ে ফেসবুক যেমন ব্যবহার করছেন তেমনি ভাইবারেও কথা বলছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, যেদিন থেকে এসব আ্যপস বন্ধ করা হয়েছে, সেদিন থেকে ইন্টারনেটের গতিও কমে গেছে।

আগামী দুই একদিনের মধ্যেই সব ধরনের অ্যাপসের ব্যবহার আবারও খুলে দেয়া হতে পারে বলে জানান বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: এইসব কি বুইলচেন ভাই। ফেবু মুক্ত বাস্তবের কাছাকাছি প্রকৃত জীবনে ছিলাম, এখন আবার ফেবু ফিরা আসবে? এইরকম যেকোনো সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাইলাম ;)

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

আরণ্যক রাখাল বলেছেন: মাশাল্লা| ভাল খবর শুনাইলেন| পরানটা জুড়াইল

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন মন্ত্রীর খোয়াবে পাওয়া ফর্মূলা প্রয়োগ হইছে জাতির উপর! ;)

জাতির পুলাপাইন আবার ত্যাদোর কিনা! খালি বাইপাসে চলে :)

ফাকদিয়ে বাকশালী বদনামটা কামাইল ফ্রি!!!!!!!!!!!!!!!!!!!!!!

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

গেম চেঞ্জার বলেছেন: তীব্র প্রতিবাদ জানা...........
B-))

৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

সাকিব ইফতেখার বলেছেন: আরো যন্ত্রণা দেখতে চাই

৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: ডিজিটাল টাল<<<

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

রেজা এম বলেছেন: আবাল সরকার ও উনার আবাল আমলা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.