নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

২০২১ এর মধ্যে ভারত থেকে ইসলাম নিশ্চিহ্ন করবে উগ্র রাজেশ্বর সিংহ

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯


২০২১ সালের মধ্যে ভারত
থেকে ইসলাম
নিশ্চিহ্ন
করার ঘোষণা হিন্দু নেতার
ভারতের ক্ষমতাসীন উগ্র
হিন্দুত্ববাদী দল
বিজিপির মুল সংগঠন রাষ্ট্রীয়
স্বয়ংসেবক
সঙ্ঘের (আরএসএস) অঙ্গসংগঠন ধর্ম
জাগরণ
মঞ্চের রাজেশ্বর সিংহ
ঘোষণা দিয়েছেন
আগামী ২০২১ সালের
মধ্যে ভারতকে মুসলমান
মুক্ত করবেন!।
রাজেশ্বর সিংহ জানিয়েছেন,
তাদের
সংগঠনের লক্ষ্য ২০২১ সালের
মধ্যে ভারত
থেকে মুসলিম ও খ্রিস্টান
ধর্মাবলম্বীদের
সম্পূর্ণ নির্মূল করে দেয়া। ভারতে এই
দুটি ধর্মের আর কোনো অস্তিত্বই
থাকবে না।
এই দুই ধর্মের মানুষের এখানে থাকার
কোনো অধিকারও নেই বলে মনে করেন
তিনি।
এদিকে মুসলিম ও খ্রিস্টানদের
ধর্মান্তকরণের
জন্য চাঁদা তুলতে শুরু করেছে ভারতের
হিন্দু
মৌলবাদী সংগঠন আরএসএস এর
শাখা সংগঠন।
আসন্ন বড়দিনে ধর্মান্তকরণ
অনুষ্ঠানের
খরচ
তুলতে ইতিমধ্যে প্রচারপত্র
বিলি করা হয়েছে।
ওই দিন ৬ হাজার মুসলিম ও
খ্রিস্টানকে ধর্মান্তরিত
করা হবে বলে ঘোষণা দেয়া হয়।
সম্প্রতি আগ্রায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক
সঙ্ঘের
(আরএসএস) বিরুদ্ধে কয়েকটি মুসলিম
পরিবারকে জোরপূর্বক হিন্দু
ধর্মে দীক্ষিত
করার অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয়
মোসলমানদের ক্ষোভ বিরাজ করছে।
দেশজুড়ে এ ঘটনার সমালোচনাও হয়।
কিন্তু
তাতে আরএসএস কর্ণপাত করছে না।
আলিগড়ে প্রস্তাবিত ধর্মান্তকরণ
অনুষ্ঠান
আয়োজনের ঘোষণাই যে তার প্রমাণ।
অনুষ্ঠানের খরচ
তুলতে চাঁদা চেয়ে ধর্ম
জাগরণ
সমিতির পশ্চিম ক্ষেত্র (পশ্চিম
উত্তরপ্রদেশ,
ব্রজপ্রান্ত, মীরাট ও উত্তরাখণ্ড)
শাখার
তরফ
থেকে জানানো হয়েছে, প্রত্যেক
মুসলিমকে ধর্মান্তকরণের খরচ পড়ে ৫
লাখ
রুপি এবং প্রত্যেক খ্রিস্টানকে হিন্দু
ধর্মে দীক্ষিত করার খরচ পড়ে ২ লাখ
রুপি।
এই
কারণে ‘ঘর ওয়াপসি’ অনুষ্ঠানের জন্য
‘বন্ধুবর’দের মুক্তহস্তে দান করার
আর্জি জানানো হয়েছে প্রচারপত্রে।
শুধু
তাই
নয়, প্রচারপত্রের
ভাষা অনুসারে মুসলিম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘সমস্যা’
বলেও
সেখানে উল্লেখ করা হয়েছে।
তবে ধর্ম জাগরণ মঞ্চের
নেতা রাজেশ্বর
সিংহ যা-ই বলুক না কেন বড়দিনের
দিন
ধর্মান্তরকরণের অনুষ্ঠান
নিয়ে ঝুঁকি নিতে রাজি নয়
জেলা প্রশাসন।
আলিগড়ের এসএসপি জে রবীন্দ্র গৌড়
জানিয়েছেন,
মাহেশ্বরী কলেজে প্রস্তাবিত
ঘর ওয়াপসি অনুষ্ঠানের অনুমোদন
দেয়ার
প্রশ্নই আসে না।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই
উত্তেজনা ছড়িয়েছে। নিষেধ সত্ত্বেও
অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ
নেয়া হলে যথাযোগ্য
ব্যবস্থা করা হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

দধীচি বলেছেন: রাজেসশরের কত খেমতা দেখেছিস বু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.