নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশকে নিয়ে একি বললেন মার্ক জুকারবার্গ

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮


বাংলাদেশকে নিয়ে একি বললেন মার্ক জুকার বার্গ,
ডিসেম্বর ১, ২০১৫ ফেসবুক
------------------------------
গতকাল আমেরিকার ওয়াশিংটনে ফেসবুক আয়োজিত এক সেমিনারে ফেসবুকের জনক মার্ক জুকার বার্গ বাংলাদেশ ফেসবুক বন্ধ করে দেওয়ার প্রতি তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন ।

তিনি বলেছেন, ফেসবুক বন্ধ করে সরকার বিশ্ব থেকে বাংলাদেশকে আদালা করার পায়তারা করা হচ্ছে।

তিনি আরাও বলেন অতিবিলম্বে যদি বাংলাদেশে সরকার ফেসবুক খুলে না দেয় তাহলে বাংলাদেশ কে সবরকম ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করা হবে। তবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের পাঠানো চিঠি নিয়ে কিছুই বলে নাই তিনি।

সেমিনারে আমেরিকা ভারত বেশ কয়েকটি দেশের বক্তরা এই বিষয়ে প্রতি আঙ্গুল তুলে তীব্র নিন্দা জানান। বাংলাদেশ ফেসবুক বন্ধ হওয়াতে ফেসবুক কোম্পানির বেশ কিছু ডলার এর ক্ষতি হচ্ছে, কারন বাংলাদেশের ই-কমার্স সাইট সহ অনেক কোম্পানিই ফেসবুক এ বিজ্ঞপন দিত কিন্তু এখন সেটি হচ্ছে না। সেই ক্ষোভ থেকেই তিনি বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য করেন।

উল্লেখ, গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবারসহ বেশকয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তবে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের অনেক উচ্চপদস্থত কর্মকর্তারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন।
আশা করি খুব দ্রুতই সকলের জন্য সরকার ফেসবুক উন্মুক্ত করে দিবেন।


ভিন্ন.কমে আমরা প্রতিদিন অনেক ম্যাসেজ পাই বাংলাদেশ ফ্রিল্যান্সারদের কাছ থেকে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আবার ফেসবুক চালু হবে। কখন আবার ওরা আগের মত অনলাইনে আয় করবে। কেউ কেউ বলেন শুধু আমার ক্ষতি হলে এটা মেনে নেয়া যেত। সারা বাংলাদেশে অনেকেই এখন আউট সোসিং করে । তাদের ভবিষ্যত এখন হুমকীর মুখে।

বাংলাদেশের রেমিট্যান্স আয়ের অন্যতম উৎস এখন ফেসবুক। সবাই এখন তাদের পণ্যের প্রচার চালায় ফেসবুকে। হাজার হাজার তরুন ফেসবুকের মাধ্যমে সাবলম্বী হয়েছে। এখন তারা প্রতিদিন ক্ষতির সম্মুখীন হচ্ছে।
বাংলাদেশকে পিছিয়ে যাবার হাত বাচাতে হবে। প্রয়োজনে ফেসবুকে ব্যবহার নীতিমালা করা হোক তাও এভাবে ফেসবুক আর বন্ধ না করে দ্রুত চালু করা হউক। ডিজিটাল বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে। তাই সরকারের সম্পৃক্ত মন্ত্রাণালয়েরে কাছে আকুল আবেদন ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে দিন।
আমরা আশাকরি এই বিষয় গুলি বিবেচনা করে সরকারে মধ্যেকার প্রযুক্তি মনস্ক ব্যক্তিগন এগিয়ে আসবেন এবং এই পরিস্থিতির মধ্য হতে আমাদের উদ্ধার করবেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

আরণ্যক রাখাল বলেছেন: এই কথাটা অভিনেত্রী ও রাজনীতিবিদ তারানা ও বাকিদের কানে পৌঁছে দিতে হবে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সুযোগ সন্ধানী বলেছেন: জয় সাহেব হয়ত ফেসবুকের মত কোন ওয়েবসাইট নিয়ে হাজির হবেন তা আমাদের ব্যবহার কথা বলবেন

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

প্রবাসী পাঠক বলেছেন: এই সব উদ্ভট খবর কই পান? কোনো লিন্ক দিতে পার্বেন? ১৩০ কোটি লোকের চিন নিয়া তাদের মাথা ব্যাথা নাই আর বাংলাদেশ নিয়া উনি অস্থির। আর এখন মাত্র সকাল ৮ টা বাজে নিউ ইয়র্ক, মার্ক কি ভোর রাতে মিটিং কর্ছে নাকি?

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

অগ্নি সারথি বলেছেন: বাংলাদেশ কে সবরকম ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করা হলে তো তারানা হালিমের কষ্ট আরো কইম্যা যায়। চুপ কইর‍্যা বইস্যা আছে ক্যান, দেক না বন্ধ কইর‍্যা।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: মার্ক ফেস্বুকের মালিক, ইন্টার্নেট মার্ক এর বাপের না। সকাল থেকেই ফেস্বুকে এই উজ্বুক লেখাটা দেখ্তাছি এক এক জনের ওয়ালে। কত্গুলো উজ্বুক আবার লাইক মার্তাছে। ঐখন ব্লগে চলে আস্ছে এই লেখা

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

গেম চেঞ্জার বলেছেন: সাদী ফেরদৌসের মাথা'টা পুরাই দলীয় সংকীর্ণতায় আবদ্ধ। সে মাথা নাড়িয়ে দেখতেও পারছে না চারদিক।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

অচেনা হিমালয় বলেছেন: জনাব ছাগু, এইটা বাশেরকেল্লা নয়। এইসব ফালতু খবর সামুতে লিখবেননা...

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

সাফকাত আজিজ বলেছেন: এই যে এখন শুরু হয়ে গেল "ছাগু ও ভাগু কীর্তন" ! সুন্দর ভাবে সমালোচনা করুন "গা ভাসিয়ে নয়"....।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

কল্লোল পথিক বলেছেন: আমরাও হয়ত একদিন উত্তর কোরিয়ার
মত হয়ে যাব।
উন্নয়নের জিকির তুলে আমাদের তিনবেলা ধর্ষন করা হবে।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: ইন্টারনেট মার্ক জুকারবার্গ অফ করতে পারবে না। আর ফেসবুকও সে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবে না।

আর সত্যি কথাটা হল, মার্ক জুকারবার্গ এমন কোন কথাও বলে নাই।

তারানা হালিমকে পঁচাইতে পঁচাইতে মাথায় অত্যধিক বুদ্ধিওয়ালা আবেগি এইটা লিখে জুকারবার্গের বাণী বানায়া ফেলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.