নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বিএনপির আহবান

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

প্রকাশের সময়: Mon, Dec 14th, 2015 | জাতীয়
********************************************************
মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে পাকিস্তান মিথ্যাচার করেছে। সরকারের উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। এমনটাই আহবান করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম তা এখন হারাতে বসেছি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ তার অধিকারের কথা বলতে পারছে না।’

তিনি বলেন, ‘কোনো যৌক্তিক আন্দোলন বিফল হয় না। আজকের এই দিনে শহীদদের স্মরণ করে বলতে চাই তাদের পথ অনুসরণ করে সুসংগঠিত হয়ে আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষা করবে এ দেশের মানুষ।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.