নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

হাফেজি ক্লাস রুটিন দেখলাম ,ইংরেজি, অংক পড়ানো হয় কিন্তু বিজ্ঞান পড়ানো হয়না

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬


গতকাল একজন হাফেজি পড়ুয়া ছেলের ক্লাস রুটিন দেখলাম । ওনাদের ইংরেজি, অংক পড়ানো হয় কিন্তু বিজ্ঞান পড়ানো হয়না । আমার আর বুঝতে বাকি রইলোনা বিশিষ্ট হুজুরগণ কেন কিছু না বুঝেই বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলেন । আসলে ওনারা বিজ্ঞান এর প্রতি এতটাই অজ্ঞান যে, বুঝেননা বিজ্ঞান কখনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবেনা তবে সে বিজ্ঞান হবে পঙ্গু, বিজ্ঞান সাধারণত বাস্তবতাকে ব্যখ্যা করে, আর বাস্তব জীব এবং জড় সকল বস্তুরই ধর্ম থাকে, অনেক ক্ষেত্রে সে ধর্ম সহজে প্রকাশ পায়না, মানুষকে আবিষ্কার করে নিতে হয় । মানুষ যেসব বিষয় সহজে বুঝতে পারেনা তার অধিকাংশই ধর্মে আছে, যেমন: অলৌকিক বিষয়গুলি সাধারণ মানুষের জ্ঞানে ধরেনা । অলৌকিক বিষয়গুলি মানুষকে বিশ্বাস করে নিতে হয়, আর এ পার্থিব ব্রক্ষান্ডে বিশ্বাস শব্দটির প্রয়োগ বেশ জটিল ও কঠিন । বিজ্ঞানহীন ধর্ম শুধু অন্ধ বিশ্বাসের উপর নির্ভর করে । পরিশেষে বলি মানুষের আবিষ্কৃত বিজ্ঞান এমন আহামরি কিছু নয় যে একে ধর্মের বিরুদ্ধে রাখতে হবে । এটা পার্থিব বিষয়গুলির পেছনের ধর্ম জানা ও সে ধর্মের সঠিক ব্যবহার করে মানব জীবন আরো সহজ করার কৌশল মাত্র, হয়তো অপার্থিব ক্ষেত্রেও ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

নিমগ্ন বলেছেন: ওরা বিজ্ঞান ডরায়।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

মহা সমন্বয় বলেছেন: ইংরেজি, অংক পড়ায় ?? #:-S এটাই তো অনেক কিছু
মাশ আল্লাহ দেশ তো অনেক এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞান পড়বে কুন দুক্কে ?? তাদের কাছেই তো সর্বোচ্চ বিজ্ঞান রয়েছে । বিজ্ঞানীরাই দরকার হলে তাদের কাছ থেকে বিজ্ঞান শিখে নিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.