নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

মিস্ত্রির ছেলের বেতন মাসে ১০ লাখ টাকা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫


আন্তর্জাতিক,
বাবা ওয়েল্ডিং মিস্ত্রি। মা সাধারণ গৃহবধূ। ছয় ভাইবোনের সংসারে প্রবল অভাব। তার মধ্যেই লড়াই চালিয়ে গেছেন ভারতের বিহারের খাগাড়িয়া জেলার বাৎসল্য চৌহান। জীবনে ‌যতো রকমের প্রতিকূলতা থাকার কথা তা সবই ছিল তার জীবনে। কিন্তু তা এখন অতীত। তার পকেটে আইটি জায়েন্ট মাইক্রোসফটের নিয়োগপত্র। মাসে বেতন ১০ লাখ টাকা।

হিন্দি মিডিয়ামে পড়াশোনা বাৎসল্যর। ঘরে অভাব। তার মধ্যেই উচ্চমাধ্যমিকে পেয়েছেন ৭৫ শতাংশ নম্বর। বাবা চন্দ্রকান্ত সিং চৌহান বলেন, ‘ওর পড়াশোনার জন্য আমরা একটা লোন নিয়েছিলাম। এখন ভালো লাগছে। ও এতো বড় চাকরি পেয়েছে।’

বাৎসল্য বলেন, ‘এখনো মনে পড়ে ভোর ৪টার সময়ে ইন্টারভিউ। আগের দিন অনেক রাত প‌র্যন্ত লিখিত পরীক্ষা হয়েছে। একবারও দু-চোখের পাতা এক করার সু‌যোগ পাইনি।’

কিভাবে এই সাফল্য? এমন প্রশ্নের জবাবে বাৎসল্য বলেন, ‘পরিকল্পনা মাফিক পড়তে হবে। তা না হলে সমস্যা। ২০০৯ সালে রাজস্থানের কোটায় গিয়েছিলাম কোচিং নিতে। কিন্তু মাঝপথে আর ভালো লাগেনি। সবকিছু ছেড়ে দিয়েছিলাম। সেই অবস্থাতেই আইআইটি প্রবেশিকায় বসেছিলাম। মনে হলো আমি পারবো। তার পর আবার বসে র‍্যাংক করে ফেলি।’

উল্লেখ্য, প্রথমবারের চেষ্টাতেই আইআইটি প্রবেশিকা পরীক্ষায় পাস করে ‌যান বাৎসল্য। র‍্যাংক ভালো হয়নি। দ্বিতীয়বার আবা বসেন ২০১২ সালে। এবার র‍্যাংক হয় ৩৮২। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাফল্যের গল্প।

অনুপ্রেরণা দেয়।

+++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.