নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ঘাতক...

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

জয়াকে ছেলের বউ করার ভাবনাটা পেটমোটার মাথায় যেদিন এসেছিলো সেদিন সন্ধ্যায় সে তার অনার্স পড়ুয়া ছেলেকে ফোন দেয়।

- হ্যালো বাপজান কেমন আছো?

- জী আব্বু ভালো।

- তোমাকে না বলেছি আমাকে কোকিলের মতো কু কু করে আব্বু-টাব্বু ডাকবে না। এতো মিঠা সুর আমার সহ্য হয় না। কথা কানে ঢুকে না কেনো?

- ভুল হয়ে গেছে আব্বা।

- দ্বিতীয়বার যেনো আর ভুল না হয়। শোনো, তোমার জন্য কনে ঠিক করেছি।

- আব্বা আমি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম মাত্র। আপনি কি এখন আমার বিয়ে দেবেন?

- বিয়ের বয়স তোমার এখনো হয় নাই। এখন তোমার প্রেমের বয়স। প্রেম-ট্রেম কি কিছু করতে পারলে?

- প্রেম আমি করি না আব্বা।

- প্রেম তুমি করো আর নাই করো বিয়া তোমাকে জয়াকেই করতে হবে। কথা যেনো মনে থাকে।

- জয়া কি আমার কনের নাম আব্বা?

- সে এখনো তোমার কনে হয় নাই, ভবিষ্যতে হবে। জয়ার মতো মেয়ে তোমার কনে হলে সেটা তোমার ভাগ্য। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো আর অক্সফোর্ডে পড়ো, জয়ার বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের ধারে কাছেও তুমি যেতে পারবে না। অত্যন্ত মেধাবী মেয়ে। তোমার আব্বাও আজ পর্যন্ত তার মেধার কোন কূল কিনারা খুঁজে পেলো না।

- আব্বা তাহলে তো আমি এই মেয়ের উপযুক্ত বর না। এই মেয়ে একদম ভিন্ন জাতের।

- তুমি যে অনুপযুক্ত সেটা আমিও জানি। জাত ভিন্ন হলেও কোন সমস্যা নাই। গাধাকে মানুষ করার ফর্মুলা সে জানে।

# ঘাতক (রহস্য উপন্যাস)

# তাহসিনুল ইসলাম

# প্রকাশকালঃ অমর একুশে বইমেলা-২০১৫

# প্রকাসনাঃ জাগৃতি প্রকাশ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

ঢাকাবাসী বলেছেন: বইটি ভাল হবে মনে হচ্ছে।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ঢাকাবাসী। জী আশা করি ভালো লাগবে উপন্যাসটি। উপন্যাসটিতে রস, রহস্য সাথে সামাজিক কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে :)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

আনিসুল ইসলাম বলেছেন: আমরা যারা বাইরে থাকি........ তারা কিভাবে বইটি পাব?

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ঢাকার বাইরে আপনি বইটা রকমারি ডট কমের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, আনিসুল ইসলাম।
ভালো থাকবেন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

নীল আতঙ্ক বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইলো.........
বইমেলায় কথা বলে যাব আপনার সাথে......
চিনবেন তো ভাইয়া?

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: জী অবশ্যই, নীল আতঙ্ক। আসার আগে আমায় নক করবেন। দেখা হলে আমারও ভালো লাগবে। ভালো থাকবেন। ধন্যবাদ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

নীল আতঙ্ক বলেছেন: অবশ্যই জানিয়ে আসব।
ভালো থাকবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :)

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: বইয়ের সাফল্য কামনা করি।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অশেষ। ভালো থাকবেন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫২

কলমের কালি শেষ বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

তাহসিনুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.