নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

চিচিং ফাঁক

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

মোশারফ করিম অভিনীত একটা নাটক। নাটকটার নাম, চিচিং ফাঁক। একান্ত নিজস্ব কিছু ব্যাপার স্যাপার ফেসবুকে চিচিং ফাঁক করে দেয়ার ফলে যে বিড়ম্বনার সৃষ্টি হয় তাই এখানে তুলে ধরা হয়েছে। স্বামী-স্ত্রীর সংসার। স্বামীর সঙ্গে স্ত্রীর একটু মনোমালিন্য হলেই ফেসবুকে স্ট্যাটাস চলে আসে-- বুকে আমার আগুন জ্বলে।



স্ত্রীর এই বুকের আগুন খুব দ্রুতই ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে সবখানে। বেচারা স্বামী পড়ে বিপদে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কলিগ-মলিগ সবাই তাকে ফোনের পর ফোন দিয়ে অস্থির করে তুলে, ভাবির বুকে আগুন লাগলো ক্যান?



কোনদিন বেচারা স্বামীকে কুয়েত দেশ থেকে তার বন্ধু ফোন করে, হ্যালো দোস্ত তোর বেডরুমে একটা বাঘ আছে না? আরে আসল বাঘ না, ওই যে বাঘের শো-পিসটা, ভাবি এইমাত্র বাঘটার ছবি পোস্ট করেছে, আমার মেয়ে দেখে তো সেটার জন্য পাগল। দোস্ত এমন একটা বাঘ কুরিয়ার করে পাঠায় দে না--- কোনদিন তার অফিসের সুন্দরী বস ডেকে বলেন, ফারুক সাহেব আপনি লাভ বার্ড দুটো কোথা থেকে কিনেছেন? এতো সুন্দর পাখি। আগামীকাল অফিসে আসার সময় আমার জন্য ঠিক এমন দুটো লাভ বার্ড নিয়ে আসবেন।



একান্ত নিজস্ব ব্যাপারগুলো আসলে একান্তে রাখাই উচিত নইলে ফেসবুকটা একটা আতঙ্কের জায়গায় পরিনত হবে। কেউ আর কাউকে নিজের সমস্যার কথা, মনের কথা খুলে বলতে চাইবে না। বন্ধুও বন্ধুকে মেপে মেপে কথা বলতে শুরু করবে। কারণ তার মনের মধ্যে একটা শঙ্কা কাজ করবে, না জানি বন্ধু আবার স্ট্যাটাস দিয়ে দেয় কি-না? নিজের একান্ত বেডরুমটাকে ফেসবুকে নিয়ে আসাটা যেমনি অশোভনীয় তেমনি পারস্পরিক উপলব্ধি অনুভবের ব্যাপারগুলো জনসম্মুখে প্রকাশ করা একধরনের ফালতুয়ামী। প্রেমিক কিংবা প্রেমিকা ফেসবুকে স্ট্যাটাস দেয়, জানু আই লাভ ইউ সো সো সো... এটা কি গনভাবে প্রচারের কোন বিষয়? আপনি যদি কাউকে খুব ভালোবাসেন তাহলে সেটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার। আপনাদের দু’জনের ব্যাপার। আপনি তার কাছে গিয়ে হাতটা হাতের মধ্যে নিয়ে সেটা তাকে বলেন। এভাবে ফেসবুকবাসীকে সেটা বলার কি দরকার? আপনি গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেয়েছেন না চটপটি খেয়েছেন। তার গলা ধরে ছবি তুলেছেন না গাল ধরে ছবি তুলেছেন সেটাই বা প্রচার করতে হবে কেনো? ফেসবুক যেনো কারো গোপনীয়তা প্রকাশের মাধ্যম না হয় যেটা দেখে সে বিব্রত বোধ করে, বিড়ম্বনায় পড়ে।





মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার বলেছেন। সহমত।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ @ আমিনুর রহমান ভাই

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

নীল আতঙ্ক বলেছেন: একত্ততা প্রকাশ করছি আপনার সাথে।
আসলেই বেক্তি জীবন ভারচুওাল জীবনে আনা উচিৎ না।
আমি ভুক্তভুগি, আর তাই আজ আমি ফেসবুক ত্যাগী।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, নীল আতঙ্ক।
হুম আসলে এমনটাই হওয়া উচিত।
আমাদের একান্ত নিজস্ব ব্যাপারগুলো নিজেদের মধ্যে রাখাটাই ভালো।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: ফেসবুক যেনো কারো গোপনীয়তা প্রকাশের মাধ্যম না হয় যেটা দেখে সে বিব্রত বোধ করে, বিড়ম্বনায় পড়ে।


সহমত...............

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

তাহসিনুল ইসলাম বলেছেন: একমত প্রকাশের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: ভালো বলেছেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, হাসান মাহবুব ভাই ।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত জানাই। ব্যক্তিগত জীবনকে যারা ভার্চুয়ালি নিয়ে আসেন, তারা সমস্যায় পড়বেন, এটাই স্বাভাবিক।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, কাল্পনিক_ভালোবাস ।
ভালো থাকবেন ।
শুভকামনা রইলো।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

খেলাঘর বলেছেন:


ফেস বুকের আসল ব্যবহার হচ্ছে বাংলাদেশে

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা ভালোই বলেছেন।
ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

তুষার কাব্য বলেছেন: দারুন বলেছেন...সহমত ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই, তুষার কাব্য।
ভালো থাকবেন।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অপ্রতীয়মান বলেছেন: একান্তই ব্যক্তিগত ব্যাপারগুলি অবশ্যই জনসম্মুখে এইভাবে নিয়ে আসা অনুচিত। ঠিক কতটুকু পর্যন্ত এবং কত দূর পর্যন্ত নিজের এবং নিজেদের ব্যাপারগুলি শেয়ার করা উচিৎ সেটার সীমানা না বুঝলে সত্যিই বিপত্তিতে পড়তে হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অশেষ, অপ্রতীয়মান।
একদম ঠিক বলেছেন সীমানা বুঝতে না পারলে সত্যিই বিপত্তি ঘটবে।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

ফেসবুকের সাথে পার্সোনাল জীবনের পার্থক্য না রাখলে মশকিলে পড়তে হবে। নাটকটি দেখেছিলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, স্নিগ্ধ শোভন।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

প্রামানিক বলেছেন: আপনি গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেয়েছেন না চটপটি খেয়েছেন। তার গলা ধরে ছবি তুলেছেন না গাল ধরে ছবি তুলেছেন সেটাই বা প্রচার করতে হবে কেনো? ফেসবুক যেনো কারো গোপনীয়তা প্রকাশের মাধ্যম না হয় যেটা দেখে সে বিব্রত বোধ করে, বিড়ম্বনায় পড়ে।

আপনার এই বক্তব্যে সহমত।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

তাহসিনুল ইসলাম বলেছেন: একমত হওয়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । একমত ।

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, কলমের কালি শেষ।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.