নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ঘাতক....

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮



চেয়ারম্যান একটু অপেক্ষা করে বললেন, ব্যাপারটা তো একটু বিদঘুটে। দু’ জনে হাত ধরাধরি করে কেনো আত্মহত্যা করলো এটা ঠিক মাথায় ঢুকছে না।

- এটা আত্মহত্যা নয়, পরহত্যা। অপর কোন ব্যক্তি এদের দুজনকে হত্যা করেছে। কে এই ব্যক্তি এটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার দায়িত্ব তোর।

- কি বলেন ভাইজান? কে তাদের হত্যা করবে? কেনোই বা করবে?

- কে হত্যা করেছে? কেনো করেছে? সেটাই তো জানতে চাইছি। তুই লাশ দুটিকে আপাতত দাফন করা থেকে বিরত কর। লাশ পরীক্ষা করা হোক। পরীক্ষা করলেই ব্যাপারটা পরিস্কার হবে এটা পরহত্যা না-কি আত্মহত্যা।

- ঠিক আছে আমি ব্যবস্থা করছি।

- আরেকটা ব্যাপার। আমার বেশ কয়েক লক্ষ টাকা দরকার। ব্যাংকে কিছু আছে, আরও লাগবে। তুই গ্রাহক দেখে আমার কিছু জমি বিক্রির ব্যবস্থা করে দে।

- কয়েক লক্ষ টাকা দিয়ে আপনি কি করবেন?

- বিদেশে যাবো। যুক্তরাষ্ট্র।

- পিতৃভূমি ছেড়ে আপনি বিদেশে গিয়ে বাস করবেন? আপনার কিসের অভাব? মান-ইজ্জত, টাকা-পয়সা কোনকিছুর তো আপনার অভাব নাই।

- বিদেশে বাস করতে যাচ্ছি না। বিদেশে যাচ্ছি চিকিৎসার জন্য। অনেক টাকা দরকার।

- আপনার কি হয়েছে ভাইজান? আমাদের তো কিছু বলেন নি?

- আমার কিছু হয় নি। জয়া অসুস্থ। ওর ক্যান্সার ধরা পড়েছে। ভেরি ইনিশাল স্টেজ। এই অবস্থায় যুক্তরাষ্ট্র নিয়ে গেলে সম্পূর্ণ সুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে। দেরী করলেই বিপদ। তোকে দু’ একদিনের মধ্যেই একটা বন্দোবস্ত করতে হবে।

- জয়া কে?

- জয়া আমার ছাত্রী।

চেয়ারম্যান বিস্মিত হলেন। তিনি ভাবলেন এতোদিন তাঁর নিজের মাথায় সমস্যা ছিলো এবার তাঁর বড় ভাইয়ের মাথায় সমস্যা দেখা দিয়েছে। স্কুলের একজন ছাত্রী ক্যান্সারে আক্রান্ত হতেই পারে। এজন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে বিদেশে নিয়ে যেতে হবে? তিনি কি ছাত্রীর বাপ না-কি নানা? এটা কি কোন সুস্থ মস্তিস্কসম্পন্ন মানুষের কাজ হতে পারে? স্কুলের প্রত্যেক ছাত্রী যদি ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে কি প্রতিজনকেই এভাবে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে? অদ্ভুত কাণ্ড। এমন করলে তো তাঁকে রাস্তায় নামতে হবে। চেয়ারম্যান কণ্ঠস্বরকে এবার আরও একটু নমনীয় করে বললেন, ভাইজান জয়ার বাবা-মাকে বলেন তাকে ভারতে নিয়ে যাক। ভারতেই বড় বড় ডাক্তার আছে। ভারত প্রতিবেশী দেশ, কাছের দেশ। দুই পা ফেললেই যাওয়া যায়। বিমান, জাহাজ কিছুই লাগবে না। চিকিৎসার খরচও কম। ভারতেও যদি তারা নিয়ে যেতে না পারে সেক্ষেত্রে চিকিৎসার খরচটা না হয় আপনিই বহন করলেন। যুক্তরাষ্ট্রেই কেনো নিয়ে যেতে হবে? যুক্তরাষ্ট্র হারামি দেশ। আপনাকে নিঃস্ব করে ছেড়ে দেবে।

মাস্টার সাহেব বললেন, না, তাকে যুক্তরাষ্ট্রেই নিয়ে যেতে হবে।

# ঘাতক ( রহস্য উপন্যাস)

# প্রকাশকালঃ অমর একুশে বইমেলা-২০১৫

# প্রকাশনাঃ জাগৃতি প্রকাশ

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম

শুভেচ্ছা

ভালো থাকবেন

২| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, নাজমুল হাসান মজুমদার।
এটা আসলে ঠিক ধারাবাহিকভাবে দেয়া হয় নি। রিভিউগুলো বিক্ষিপ্তভাবে উপন্যাসের বিভিন্ন জায়গা থেকে নেয়া।
ভালো থাকবেন :)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

ঢাকাবাসী বলেছেন: পরহত্যা শব্দটা নতুন শুনলুম। আত্মহত্যা আর হত্যা এই দুটোই প্রচলিত আছে।

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ঢাকাবাসী
এটা নতুন আবিষ্কৃত :)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগল ।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকবেন :)

৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল ।

পোস্টে এ্যাড করে নিলাম ।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: যেহেতু আপনার মূল উপন্যাসের বিক্ষিপ্ত কিছু অংশ এই ধারাবাহিকে উঠে আসছে, তাই যুতসই কোন মন্তব্য করতে পারছি না। আগের তিনটা পর্ব পড়ি নাই। এই পর্বের বয়ান ভালো লাগলো।
কিন্তু এটাকে রিভিউ বলছেন কেন বুঝতে পাড়লাম না। যাহোক, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বইটি পাঠক সমাদৃত হোক কামনা করছি।

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

তাহসিনুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বিদ্রোহী বাঙ্গালী।
রিভিউ শব্দটা আসলে বলাটা ঠিক হচ্ছে না কিন্তু যুতসই কোন শিরোনাম পাচ্ছিলাম না তাই এটাই ব্যবহার করছি।
ভালো থাকবেন।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

কাবিল বলেছেন: অভিনন্দ

ভালো থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আপনিও ভালো থাকবেন।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

আপডেট করে নিয়েছি ।
:)

শুভকামনা রইল ।।

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

তাহসিনুল ইসলাম বলেছেন: থ্যাংকস :)
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.