নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রইসুদ্দিনের পহেলা বৈশাখ!

১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১



রইসুদ্দিনের মনমেজাজ বড়ই খারাপ। রতন আজ পত্রিকা নিয়ে আসেনি। দুপুরের ট্রেন চলে গেছে সেই কখন। রইসুদ্দিন এখনো স্টেশনেই বসে আছে। আগামীকাল পহেলা বৈশাখ। তার বিবি তাকে বিরাট দেখে একটা ইলিশ মাছ নিয়ে যেতে বলেছে। পান্থার সাথে বিরাট ইলিশ খেয়ে তার বিবি পহেলা বৈশাখ পালন করবে। পান্থা-ইলিশ খাওয়ার সাথে পহেলা বৈশাখের কি সম্পর্ক রইসুদ্দিনের মাথায় সেটা ঢুকে না। তবে এই রীতি প্রচলনের পেছনে যে ব্যবসায়ীদের বিরাট হাত আছে এটা সে ভালোভাবেই আন্দাজ করতে পারে। এই ধূর্ত ব্যবসায়ীরা বৈশাখের অনেক আগে থেকেই ইলিশ মজুদ করার মাধ্যমে বাজারে একটা ইলিশ-সংকট তৈরি করে। এরপর বৈশাখের পূর্বমুহূর্তে ইলিশকে সোনার হরিণ বানিয়ে বাজারে ছেড়ে দেয় সুড়সুড় করে। কই তাদের সময়ে তো পহেল বৈশাখে এসব ইলিশ ফিলিসের চাল ছিলো না। কিন্তু এসব কথা বিবিকে বলে কোন লাভ নেই। ইলিশ তাকে কিনে দিতেই হবে। পাশের বাড়ির কর্ত্রী যদি এসে বলে, ওমা! ভাবী আপনার ইলিশ কই? বিবির তো মানসম্মান ধূলায় মিশে যাবে। বিবি রাগে ক্ষোভে তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়িও চলে যেতে পারে। ইলিশের এখন বিরাট ক্ষমতা। পরের দিন পত্রিকায় সংবাদ আসবে, পদ্মার ইলিশ ভাঙলো রইসুদ্দিনের সংসার। সংসার ভাঙনের কথা ভেবে মর্মাহত রইসুদ্দিন পত্রিকার আশা ছেড়ে স্টেশন থেকে টলতে টলতে মাছের বাজারে যায়। মাছের বাজারে বিশাল ভিড়। বিরাট একটা ইলিশ মাছ কিনতে তার পুরো পকেট খালি হয়ে যায়। মাছবিক্রেতা তার হাতে ইলিশ ধরিয়ে দিয়ে বলে, রইস ভাই আইজ আপনার বিরাট ভাইগ্য। আর একঘণ্টা পর ইলিশের বাজারে লালবাত্তি জ্বইলবে। জলের মতো টাকা ঢাইললেও ইলিশ পাওয়া যাইবে না।

রইসুদ্দিন মাছ বিক্রেতার নাম মনে করতে পারে না। তার মাথার মধ্যে পত্রিকার চিন্তা। মাছ বিক্রেতাকে টাকা দিয়ে মুখ ফেরাতেই দেখে রতন তার সামনে দাঁড়িয়ে। রতনের হাতের মধ্যে পত্রিকা। রইসুদ্দিনের মন ভালো হয়ে যায়। রতনকে বলে, কিরে স্টেশনে দেখলাম না কেন তোকে?

-- স্টেশন থাইকা নাইমাই মাছের বাজারে আইছিলাম।

-- মাছের বাজারে কেন?

-- মায়ে ইলিশ মাছ খাইতে চাইছিলো ম্যালা দিন থাইকা। কিইনা দিতে পারি নাই। আমাগো ওইহানে ইলিশের দাম ম্যালা টাকা। তাই ট্রেন থেকে নাইমা আপনাগো বাজারে আইছিলাম।

-- কিনতে পারলি?

-- না এইহানেও ম্যালা টাকা দাম চায়।

রতনের বিষণ্ণ মুখের দিকে চেয়ে রইসুদ্দিনের মন আবার খারাপ হয়ে যায়। বেচারা রতন! পহেলা বৈশাখ তার কাছে মুখ্য নয়। সে ইলিশ কিনতে চায় তার মাকে খুশি করার জন্য, অথচ ইলিশের রাজকীয় মূল্যের কারণে সে কিনতে পারছে না অনেকদিন যাবত। ধূর্ত ব্যবসায়ীদের ধরে থাপরাইতে মন চায় রইসুদ্দিনের। কি একটা অপসংস্কৃতির ঢেউ ছাড়িয়ে দিলো বাঙ্গালীর দিলের ভেতর। বাঙালী এখন ভাসছে আর ভাসছে। রইসুদ্দিনের পকেট এদিকে শূন্য। ‘আর কয়েকটা দিন গেলেই ইলিশের দাম তরতর করে নেমে যাবে। তখন কিনতে পারবি’-- রতনকে এই কথাটা বলতে গিয়েও বলতে পারে না সে। হাতের মাছটা রতনকে দিয়ে বলে, এটা নিয়ে যা।

রতন মাছ নিতে চায় না। রইসুদ্দিন তার হাতে জোর করে মাছটা ধরিয়ে দেয়। রতনের চোখে মুখে কেমন একটা আনন্দের দ্যুতি খেলা করে। রইসুদ্দিন সেটা দেখে অদ্ভুত রকমের একটা সুখ অনুভব করে। দু’জনে মাছের বাজার থেকে বের হয় হাঁটতে হাঁটতে। রইসুদ্দিন বলে, হ্যাঁরে রতন তুই বাংলা বারোটা মাসের নাম বলতে পারবি?

-- হ মায়ে আমারে শিখাইছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র ।

-- বাহ! শাবাশ।

রতনকে বিদায় দিয়ে রইসুদ্দিন বাড়ির পথ ধরে। স্বামীকে শূন্য হাতে ফিরতে দেখে রইসুদ্দিনের বিবি জরিনা বেগম বলে, ওমা খালি হাতে ক্যান? ইলিশ কই? পেপারও তো দেখি না। বাজারে যান নি?

রইসুদ্দিনের হুঁশ ফেরে এবার। রতনকে ইলিশ দেয়ার আনন্দে সে পেপার নিতেও ভুলে গেছে এবং ব্যাপারটা তার মনেই নেই। অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে যে এমন ঘোরলাগা আনন্দ কাজ করতে পারে রইসুদ্দিন সেটা উপলব্ধি করে ভেতরে ভেতরে মহাবিস্মিত হয়। সে তার বিবি জরিনা বেগমের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করে, তুমি বাংলা বারোটা মাসের নাম বলতে পারবে?

জরিনা বেগম বিরক্ত হয়ে বলে, মাস তো চলে ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে। বাংলা এতোগুলো মাসের নাম এখন কে মনে রাখছে?

রইসুদ্দিন বলে, তাহলে বৈশাখ মাসের কথাও ভুলে যাও। ইলিশের দাম চড়া।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: তাহসিনুল ইসলাম ,




পান্তা -ইলিশ অপসংস্কৃতি নয় বাংলা বর্ষ বরনে একটা প্রতীকী সংযোজন , এটা রইসুদ্দিনের বোঝা উচিত ছিলো ।

তবুও ভালো, রইসুদ্দিন একটা কাজের কাজ করেছে । যে বিবি বাংলা মাসের নাম জানেনা তাকে এমন জবাব দেয়াটা জব্বর হয়েছে ।
ভয়ে ইলিশের ধারেকাছে যাই নি তাই ভালো লাগলো ইলিশ গন্ধ মাখা গল্পটি ।

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
আপনার মন্তব্যের সাথে একমত হতে পারলাম না। পহেলা বৈশাখে পান্থার সাথে ইলিশের প্রচলন খুব বেশি দিনের নয়।
ভালো থাকবেন।

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: অপেক্ষা -----

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

ইখতামিন বলেছেন:

বোশেখে ইলিশের ব্যাপারটা একরকম বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন ।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

আজকের বাকের ভাই বলেছেন: ভালো লাগল।
লেখাটা দুইবার হয়ে গেছে

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
এডিট করে দিয়েছি।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গল্প ভালো লেগেছে। লেখাটা দুবার চলে এসেছে, এডিট করে দিয়েন।

বাংলা নববর্ষের শুভেছা, ভালো থাকুন সবসময়।

১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
এডিট করা হয়েছে।
শুভ নববর্ষ।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৮

এহসান সাবির বলেছেন: নববর্ষ শুভেচ্ছা !!

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ !

৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪

তাহসান আহমেদ বলেছেন: ভালো

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৪

ওয়ালী আশরাফ বলেছেন: অনেক ভাল লেগেছে।

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভ নববর্ষ !

৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৪

এম এম করিম বলেছেন: শুভ নববর্ষ

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ!

১০| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮

হাসান মাহবুব বলেছেন: শুভ নববর্ষ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
শুভ নববর্ষ !

১১| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
শুভ নববর্ষ !

১২| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল বৈশাখের লেখা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.