নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রইসুদ্দিন এবং কয়েকটি জানোয়ার !

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৩

রইসুদ্দিনের জন্য সুখের সংবাদ এই যে তার বিবি জরিনা বেগম পহেলা বৈশাখে ইলিশ না পেয়েও বাড়ি ছেড়ে তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ি যায়নি। বুঝা যাচ্ছে তার বিবি তাকে বড়ই ভালোবাসে। পহেলা বৈশাখের একদিন পর আজ রইসুদ্দিনের হাতে পত্রিকা এসেছে। রইসুদ্দিন তাই পত্রিকা পূর্বের চেয়েও দীর্ঘ সময় নিয়ে পড়ছে। পড়তে পড়তে হঠাৎ তার শরীর থেকে ঘাম ছুটতে শুরু করেছে। ঘর্মাক্ত রইসুদ্দিন তার বিবি জরিনা বেগমকে ডেকে বলে, শুনলে টিএসসিতে ৩০-৪০ টা বন্য জানোয়ার এসে মানুষদের ওপর হামলা করেছে। কি যুগ এলো দেখো। জন্তু জানোয়ারের তাণ্ডবে মানুষের এখন বাড়ি থেকে বের হওয়াও মুশকিল।
রইসুদ্দিনের বিবি চোখ কপালে তুলে বলে, ওমা এ কেমন কথা। কি জানোয়ার? জান-মালের ক্ষতি হইছে না-কি?
-- জানোয়ার আক্রমণ করলে তো জানের ক্ষতি হবে। কিন্তু এই জানোয়ারদের আক্রমণে জানের চেয়ে মানের ক্ষতি হয় বেশি।
-- কথা এতো ঘুরান ক্যান? আসল কথা কন?
-- আসল কথা হলো তোমার মেয়েরে একটু সাবধানে চলতে বলো। এই জানোয়ারদের কোন ঠিক ঠিকানা নাই। বেজন্মার জাত।
জরিনা বেগম স্বামীর কথা আন্দাজ করতে পেরে তার স্কুলপড়ুয়া মেয়ের দুশ্চিন্তায় মুষড়ে পড়ে। দু’ তিন সেকেন্ড নিশ্চুপ থাকার পর বলে, জন্তু জানোয়ারের ভয়ে কি এখন মেয়েরে খাঁচায় বন্দি করে রাখতে হবে? আদিম যুগের মানুষও জন্তু জানোয়ারের ভয়ে খাঁচার ভেতর ঢুকে নাই, আর এখন এতো যুগ পর আমাদের জন্তু জানোয়ারের ভয়ে খাঁচায় বন্দি হতে হবে?
-- আদিম যুগে জানোয়াররা শুধু জঙ্গলেই থাকতো আর এই যুগের জানোয়াররা জঙ্গলের চেয়ে লোকালয়েই ঘুরে বেশি। এই হচ্ছে ফারাখ বউ। লোকালয়ে ঘুরতে ঘুরতে এদের চেহারাও মানুষের মতোই হয়ে গেছে। আর এই পশুদের মুরুব্বি পশু যারা তারা সমাজের উঁচু আসনে বসে ঘাস খায়। এদের মানুষ সহজে তাড়াবে কেমন করে?
রইসুদ্দিনের কথা শুনে জরিনা বেগম হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হায়! আল্লাহ বনের পশু বনে পাঠায় দাও। বন্যরা বনেই সুন্দর, লোকালয়ে সুন্দর মানুষ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: হোক প্রতিবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই
জী হওয়াটা অত্যাবশ্যক।

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসলে সতর্কতার বিকল্প নাই!!
এইসকল জানোয়ারদের হাত থেকে
নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ঠিক বলেছেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫

আমি মিন্টু বলেছেন: প্রতিবাদ হোক ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
হওয়া উচিত।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিবাদ হওয়াটা প্রয়োজন। এই প্রকাশ্য অশ্লীলতার যদি বিচার না হয় তবে ভবিষ্যৎ ভয়াবহ।

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪০

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ঠিক বলেছেন।
প্রতিবাদ হওয়া প্রয়োজন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

সাইলেন্ট পেইন বলেছেন: লেখা ভালো লেগেছে। এই পশু গুলোর বিচার হওয়া উচিৎ....

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
কিন্তু বিচার হওয়ার আশা নেই।
এর আগেও এমন ঘটনা ঘটেছে।
বিচার হয় নি :(

৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: এদের বিচার হওয়া উচিৎ....

১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
জী হওয়া উচিত।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪০

মস্টার মাইন্ড বলেছেন: এরা এমনি এক জানোয়ার, যাদের বনে তাড়িয়ে দিলে বাঘিনির বস্র হরন শুরু করবে।

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা ভালো বলেছেন ।
আমারও তাই মনে হয় ।
ধন্যবাদ।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: মানুষদেরকে খাঁচায় ঢুকে থাকতে হবে আর পশুরা বাইরে ঘুরে বেড়াবে মনে হচ্ছে।:(

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮

তাহসিনুল ইসলাম বলেছেন: এভাবে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে তো পরিস্থিতি একসময় এমনই হবে বিচিত্র নয় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.