নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রম্যরচনাঃ নামের বিড়ম্বনা

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

-


মাস্টার মশাই নাকের প্রান্তের চশমা বাম হাতের তর্জনী দিয়ে উপরের দিকে হালকা একটু ঠেলে দিয়ে বললেন, বাবা উপেন, রাজা মহাশয় যখন তোর জমি কিনতে চাইলেন তখন তুই কি বললি?
বিস্মিত উপেন মাথা চুলকাতে চুলকাতে বললো, স্যার আমাদের তো এটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে রাজা আসবে কোথা থেকে?
-- আরে গাধা আমি ‘দুই বিঘা জমি’র কথা বলছি।
-- স্যার আমার বাবার এক বিঘা জমিও নেই। দুই বিঘা জমি আমি বিক্রি করবো কিভাবে?
উপেনের উত্তর শুনে ক্লাসের সবার পেটেই হাসি গুড়গুড় করতে লাগলো। কিন্তু পেট থেকে হাসি বের হলো না কারও। হাসি বের হলেই বিরাট শাস্তি।
মাস্টার মশাই ক্লাসের প্রথমা কন্যাকে দাঁড় করালেন, অঞ্জলি তুমি বল তো মা উপেন কি বলেছিলো?
অঞ্জলি নিজের থেকে কিছু বললো না। সে সরাসরি দুই বিঘা জমি কপি করলো, কহিল উপেন তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই/চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাই---
মাস্টার মশাই এবার উপেনের দিকে তাকিয়ে বললেন, বুঝলি এবার। গাধা।
-- জী স্যার।
-- জী স্যার কি? দাঁড়িয়ে থাক কান ধরে। গা---ধা কোথাকার। গাধা শব্দটাকে মাস্টার মশাই এবার একটু টেনে লম্বা করে উচ্চারণ করলেন।
উপেন কান ধরে দাঁড়ালো। মাস্টার মশাই কবিতা পড়তে শুরু করলেন, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে---
কবিতা চলছে তো চলছেই। উপেন উশখুশ করে মাস্টার মশাইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলো। মাস্টার মশাই তার দিকে ভ্রূক্ষেপ করলেন না। তিনি কবিতা পড়তে লাগলেন ক্লান্তিহীনভাবে। কবিতার শেষে এসে মাস্টার মশাই গলার ভলিউম একটু বাড়িয়ে দিলেন, আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে---
লাইনটা শেষ হতেই বিপর্যস্ত উপেন বলে উঠলো, স্যার আমিও ভাবিনি---

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

EKRAMUL বলেছেন: সুন্দর হয়েছে

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

কাবিল বলেছেন: ভাল।
লেখাটা দুবার এসেছে।

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ --

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: গল্পটা দুইবার কপি হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ঠিক করে দিয়েছি --

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

সুমন কর বলেছেন: লেখা ২বার এসেছে।

মোটামুটি....

১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

তাহসিনুল ইসলাম বলেছেন: হুম ধন্যবাদ :)

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: আমার মনে হচ্ছে গল্পটা আমি পড়েছি কোথাও| ঠিক খেয়াল হচ্ছে না| কিন্তু সিওর পড়েছি

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

তাহসিনুল ইসলাম বলেছেন: আপনি ফেসবুকে পড়েছেন। ফেসবুকে পোস্ট করেছিলেম অনেক আগে :)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

আরণ্যক রাখাল বলেছেন: হয়ত

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। হয়তো অবস্থার মধ্যে থেকে মনে হয় কোন মন্তব্য না করাই উচিত । সুনিশ্চিত হয়েই মন্তব্য করা উচিত :)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

ধমনী বলেছেন: চলুক গল্প...

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । চলতেই থাকবে । পাশে থাকেন :)

৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই :)

৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: পড়লাম।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯

তাহসিনুল ইসলাম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

১০| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

বনমহুয়া বলেছেন: হা হা দারুন।

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

১১| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

রুহুল আমিন সোহেল বলেছেন: দারুন গল্প।

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

১২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

তাশমিন নূর বলেছেন: হা হা। ভালোই হয়েছে। চলুক,,,,

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

শেষে কি উপেন ক্লাসে পি করে দিয়েছিল নাকি ? :-&
ইসখুস করছিল কেন ?
মজার হয়েছে ।

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা পি না সে সে মাস্টার মশাইয়ের দৃষ্টি আকর্ষণের জন্যই উশখুশ করছিল। বেচারা দাড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছিল হয়তো :)

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

সুলতানা রহমান বলেছেন: এটা কি কবিতার ক্লাস ছিল?

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

তাহসিনুল ইসলাম বলেছেন: হুম ধন্যবাদ। বাংলা ক্লাসে কবিতা পাঠ চলছিল :)

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.