নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ চকিত প্রেমাগুন

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১



দু’ মাস আগের ঘটনা। টিএসসি মোড়ে হলুদবরণ এক কন্যাকে দেখে ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র আরিফের হৃদয়ে প্রেমের আগুন জ্বলে উঠে ধপ করে। কিন্তু কন্যার সাথে সে আলাপ করতে পারে না। কন্যা হঠাৎ তার দৃষ্টিলোকে আবির্ভূত হয়ে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। হলুদবরণ কন্যার নাই টেলিফোন, নাই ঠিকানা। আরিফের হৃদয়ের আগুন একগুন, দুইগুণ, তিনগুন করে শতগুণ বেড়ে যায়। ফায়ারব্রিগেড দিয়েও সেই আগুন আর নেভানো যায় না। আগুনের উত্তাপে আরিফের ভেতর একটা পরিবর্তন চলে আসে। তার এই পরিবর্তনে চিন্তিত বন্ধুরা তাকে চাপাচাপি শুরু করে দেয়। বন্ধুদের চাপাচাপিতে আরিফ তার হৃদয়ে আগুনজ্বালানিয়া সেই হলুদবরণ কন্যার কথা তাদেরকে খুলে বলে। বন্ধুরা তার পীঠ চাপড়িয়ে বলে, আরে ব্যাটা এই ব্যাপার! এতোদিন বলস নাই ক্যান? চিন্তা করিস না। ওই মেয়ে যদি মঙ্গল গ্রহে থাকে তারপরও তাকে খুঁজে বের করা হবে।

বন্ধুর হাতে আছে মহাশক্তি। বন্ধুর মনের বিষণ্ণতা দূর করতে বন্ধু যতোটা উদ্দামবেগে ঝাঁপিয়ে পড়ে সেই বেগে পাহাড়ের ঝর্ণাধারাও পাথরের বুকে ঝাঁপিয়ে পড়ে কিনা সন্দেহ আছে। বিশেষকরে বন্ধুর প্রেম জটিলতার প্যাঁচ খুলতে বন্ধুর যে উদ্যোগ দেখা যায় সেই উদ্যোগের সিকি পরিমাণও যদি একটা সমাজ পরিবর্তনের কাজে লাগানো যায় তাহলে সেই সমাজকে উল্টানোর জন্য বড়জোর এক মাস সময় লাগবে। আরিফের উদ্যোগী বন্ধুমহল আড়াই দিনের মধ্যেই হলুদবরণ কন্যার বৃত্তান্ত সংগ্রহ করে আরিফের কাছে পেশ করে, আরে ব্যাটা এই মেয়ে তো আমাদের ভার্সিটিতেই পড়ে।

আরিফ পুলকিত হয়ে বলে, কোন সাবজেক্টে?

-- রসায়ন।
-- কোন ইয়ার?
-- থার্ড ইয়ার।

বন্ধুরা ভাবে সিনিয়র আপুর কথা শুনে আরিফ চুপসে যাবে। কিন্তু আরিফ চুপসে যায় না। । দুই বছরের সিনিয়র তাতে কি হয়েছে? প্রেমের ক্ষেত্রে বয়স কোন বাঁধা নয়। বন্ধুরা তার এই প্রেমের গভীরতা উপলব্ধি করে আরও উদ্যমী হয়ে উঠে। দু’ একজন অবশ্য তাকে একটু দমানোর চেষ্টা করে, আরিফ বাদ দে। রসায়নের মেয়েরা একটু রসকষহীন হয়। এদের হৃদয়ে প্রেম সহজে ক্রিয়া করে না। এরা সবসময় বিক্রিয়া নিয়েই পড়ে থাকে।

আরেকজন বলে, হ্যাঁ দোস্ত ঠিকই। তুই এক কাজ কর, আমাদের সাহিত্যের কোন মেয়েরে পটায় ফ্যাল। সাহিত্যের মেয়েদের মন হলো কবিতার মতো নরম।

আরিফ তাদের কথায় কান দেয় না। উদ্যমী যারা আছে তারা এই নিরুৎসাহদাতাদের থামিয়ে দিয়ে হলুদবরণ কন্যার সাথে আরিফের সাক্ষাতের একটা ব্যবস্থা করতে তৎপর হয়ে উঠে। নজরুলের ১২৬ তম জন্মজয়ন্তীতে হলুদবরণ কন্যা যে এক সাংস্কৃতিক সন্ধ্যায় গান গাইবে সেই সংবাদও তারা সংগ্রহ করে ফেলে। আরিফ তার ভাবি প্রেয়সীর গান গাওয়ার গুণের কথা শুনে অতিব আপ্লুত হয়ে পড়ে।

অতঃপর ২৫ শে মে’ র ঘটনা। আরিফ তার বন্ধুদের সাথে লাল গোলাপ হাতে সাংস্কৃতিক সন্ধ্যায় হাজির হয়। দু’ একজনের পর হলুদবরণ কন্যা মঞ্চে উঠে নজরুলের গান ধরে, যদি সহেলী আমায় কানে কানে কিছু বলে---

আ-হা কি মধুর কণ্ঠ। কন্যার কণ্ঠ উপস্থিত শ্রোতাদের কানে যতোটা না মধুর বাজে, তার চেয়ে হাজারগুণ বেশি মধুর হয়ে আরিফের কানে বাজতে থাকে। অনুষ্ঠানের ফাঁকে বন্ধুদের কাছ থেকে ঝাড়ফুঁক নিয়ে আরিফ হলুদবরণ কন্যাকে প্রপোজ করে। তার প্রপোজে কন্যার অধরে মৃদুমধুর হাসির রেখা ফুটে উঠে। কন্যা তাকে কফির অফার দেয়। কফি খেতে খেতে কন্যা বলে, তোমরা কয় ভাইবোন?

-- দুই ভাই এক বোন। ভাই বড়, বোন ছোট।
-- বড়ভাই কিসে পড়ে?
-- রসায়ন থার্ড ইয়ার।

কন্যা এবার একটু নড়েচড়ে বসে। অধরে তার মধুর হাসি খেলে যায় আবার। বলে, তোমার ভাইয়া যখন প্রথম বর্ষের ছাত্র ছিলো তোমার মতো সেও একদিন লাল গোলাপ হাতে নিয়ে আমাকে প্রপোজ করেছিলো।

আরিফ উৎকণ্ঠিত হয়ে বলে,তারপর?

-- তারপর থেকে তোমার ভাইয়ার সাথে আমার প্রেম চলছে এখনো মৃদুমন্দ ছন্দে।

আরিফের হৃদয় ভেঙে যায়। চোখের কোণে জল ছলছল করে উঠে। কফি ছেড়ে সে উঠে পড়ে তড়িতে। হলুদবরণ কন্যা তাকে টেনে ধরে, এই দেবর শুনে যাও।
আরিফ শুনে না। মঞ্চে এমন সময় কেউ একজন নজরুলগীতি শুরু করে, জল দেখেছি আমি তোমারও চোখে---

বিঃদ্র- গল্পটি নজরুলের জন্মদিনে লেখা- ২৫ মে ২০১৫-

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: বন্ধুরা ভাবে সিনিয়র আপুর কথা শুনে আরিফ চুপসে যাবে। কিন্তু আরিফ চুপসে যায় না। । দুই বছরের সিনিয়র তাতে কি হয়েছে? প্রেমের ক্ষেত্রে বয়স কোন বাঁধা নয়।

কন্যা এবার একটু নড়েচড়ে বসে। অধরে তার মধুর হাসি খেলে যায় আবার। বলে, তোমার ভাইয়া যখন প্রথম বর্ষের ছাত্র ছিলো তোমার মতো সেও একদিন লাল গোলাপ হাতে নিয়ে আমাকে প্রপোজ করেছিলো।

আরিফ উৎকণ্ঠিত হয়ে বলে,তারপর?

-- তারপর থেকে তোমার ভাইয়ার সাথে আমার প্রেম চলছে এখনো মৃদুমন্দ ছন্দে।

আরিফের হৃদয় ভেঙে যায়। চোখের কোণে জল ছলছল করে উঠে। কফি ছেড়ে সে উঠে পড়ে তড়িতে। হলুদবরণ কন্যা তাকে টেনে ধরে, এই দেবর শুনে যাও।

কাহিনী চমৎকার। ধন্যবাদ

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

তাহসিনুল ইসলাম বলেছেন: প্রতি-ধন্যবাদ :)

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

সরল কথা বলেছেন: দারুন মজাদার!

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে বেচারা

আরিফের হৃদয় ভেঙে যায়। চোখের কোণে জল ছলছল করে উঠে। কফি ছেড়ে সে উঠে পড়ে তড়িতে। হলুদবরণ কন্যা তাকে টেনে ধরে, এই দেবর শুনে যাও।
আরিফ শুনে না। মঞ্চে এমন সময় কেউ একজন নজরুলগীতি শুরু করে, জল দেখেছি আমি তোমারও চোখে---


এত খবর বন্ধুরা এনে দিল কিন্তু কারো সাথে প্রেম আছে কিনা সেই খবর জানতে পারেনি।

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। আসলে বন্ধুদের কাজই এটা। এরা দৌড়ঝাঁপ করে ঠিকই কিন্তু আসল কাজটা করতে ভুলে যায় অধিকাংশ সময় :)

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ মজার তো।

২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

হাসান মাহবুব বলেছেন: আফসোস! :(

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :)

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

সুলতানা রহমান বলেছেন: আরিফের দুঃখে আমার চোখে জল এসে গেছে। :((

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

তাহসিনুল ইসলাম বলেছেন: আহা !!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.