নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রম্যরচনাঃ তৈল সমাচার

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

তৈল সরিষারই হোক আর নারকেলেরই হোক তৈলের মতো শক্তিশালী অনুঘটক পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। তৈল সম্পর্ককে মধুর করে। উদাস বৈকালে সরিষার তৈলের সাথে মুড়ির মিলন ঘটিলে সম্পর্ক কেমন মধুর হয় একবার ভাবিয়া দেখেন। মানবজীবনের এমন কোন ক্ষেত্র নাই যেখানে তৈলের ভূমিকা নাই। তৈলই একমাত্র পদার্থ যা অসম্ভবকে সম্ভব করিতে পারে। ইহা অনন্ত জলিলের চাইতেও অসম্ভব কর্ম সম্পাদনে পটু--- অসম্ভবসম্ভবপটিয়সী। যে কাজ আপনি নানা দৌড়াদৌড়ি ছুটাছুটি করার পরও সম্পাদন করতে পারছেন না, সেখানে অপরজন জায়গামতো একটু তৈল ঢেলেই চুটকিতে সেটা সেরে ফেলছে---

এবার তৈল প্রয়োগের কিছু নমুনা দেখা যাক-

@ বালক বালিকাকে তৈল দেয়ঃ তোমাকে না আমার অন্য গ্রহের মেয়ে মনে হয়?
-- ওমা ক্যান?
-- তুমি অন্নেক সুন্দর। পৃথিবী গ্রহের মেয়েরা তো এতো সুন্দর হয় না, তাই—

বালকের এহেন তৈলে বালিকার হৃদয় গলিয়া গলিয়া বালকের হৃদয়ে ওপর পড়ে। কিন্তু অধিকাংশ বালকই দু’ দিন পর পাখির মতো উড়ে যায়। বালিকার গলিত তরল হৃদয় তখন আবার বরফকঠিন হয়ে যায়।

@ মা তার ছোট্ট শিশুকে তৈল দেয়ঃ আমার বাবুটা কত্তো স্মার্ট। সে এক নিমেষেই এক মগ দুধ খেয়ে ফেলতে পারে--- দেখাও তো বাবা---

বাবুও মায়ের তৈলে এক নিমেষেই এক মগ দুধ পেটের ভেতর চালান করে তার স্মার্টনেস প্রমাণ করে—

@ নেতাকে তার স্বার্থবাজ চ্যালা তৈল দেয়ঃ বস আপনি তো ফাটিয়ে দিয়েছেন। কি জ্বালাময়ী ভাষণ দিলেন। আব্রাহাম লিঙ্কনের গেটিসবারগ‌ ভাষণকেও হার মানিয়ে দিলেন। আপনার মতো এমন জ্বালাময়ী নেতা আছে বলেই তো দল এখনো টিকে আছে। কি দেখালেন বস—

নেতা ফুলে টইটম্বুর হয়ে বলে, আরে ভাষণ তো আমার রক্তে মিশে আছে। আমার চৌদ্দপুরুষ নেতা ছিলো। অতিব বাগ্মী নেতা।
-- এইটাই তো বলছিলাম। আপনি হলেন জাতনেতা।
-- হা হা হা--- আচ্ছা তোর কি অবস্থা বল—
-- বস ওই যে-- ওই ব্যাপারটা—
-- ও আচ্ছা টেণ্ডার। ওইটা তুইই পাবি চিন্তা করিস না---

@ সুন্দরী ফেবুপ্পু স্ট্যাটাস দিছেঃ হৃদয় আমার ভেঙে করলো—খান—খান—খান/ শাহরুখ, আমির আর সালমান---

আপ্পুর বন্ধুরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে-- জোশ হইছে আপ্পু/ চরম/ ফাটাফাটি/ চমৎকার/ আপ্পু একটা বই বের করে ফেলেন/দুর্দান্ত লেখনি ইত্যাদি ইত্যাদি

@ বন্ধু বন্ধুকে তৈল দেয়ঃ দোস্ত তোর তো অনেক বড় বড় ব্যান্ড দলের সাথে খাতির। আমাদের এক বড় ভাইয়ের ক্যান্সার। অনেক টাকা দরকার। একটা কনসার্টের ব্যবস্থা কর না। তুই পারবি--

-- তৈলের তাণ্ডবে বন্ধু আপন প্রেস্টিজ রক্ষা করার জন্য যেভাবেই হোক দু’ একটা ব্যান্ড দলকে ম্যানেজ করে কনসার্টের আয়োজন করে। ক্যান্সার আক্রান্ত বড় ভাইয়ের চিকিৎসার টাকা ম্যানেজ হয়ে যায়---

বিঃদ্রঃ তৈলের প্রয়োগ খারাপ না, এর অপপ্রয়োগ হলো খারাপ। নির্ভেজাল তৈল প্রয়োগ সুখী স্বাস্থ্যকর সমাজ গঠনের সহায়ক


মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯

গেম চেঞ্জার বলেছেন: ২ তেলের মিল পাইলাম নাহঃ :||

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

তাহসিনুল ইসলাম বলেছেন: হুম ওই তৈলের তসবির পাই ক্যামনে কন :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বালক বালিকাকে তৈল দেয়ঃ তোমাকে না আমার অন্য গ্রহের মেয়ে মনে হয়?
-- ওমা ক্যান?
-- তুমি অন্নেক সুন্দর। পৃথিবী গ্রহের মেয়েরা তো এতো সুন্দর হয় না, তাই—

এইটা পইড়া হাসি পাইছে খুব :) :) :) :) :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :) :) :)

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

আরণ্যক রাখাল বলেছেন: চরম মজার হৈছে| এটাকে আবার তৈল ভাবিয়েন না

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা ধন্যবাদ :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

সুমন কর বলেছেন: বিঃদ্রঃ তৈলের প্রয়োগ খারাপ না, এর অপপ্রয়োগ হলো খারাপ। নির্ভেজাল তৈল প্রয়োগ সুখী স্বাস্থ্যকর সমাজ গঠনের সহায়ক

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

কাবিল বলেছেন: ভাল হয়নি, কিচ্ছু ভাল হয়নি। এইটা কোন লেখা হইল। (আমার কাছে তৈল নাই) =p~

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা :) :) :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

চিলেকোঠার চঁড়ুই বলেছেন: ব্যপক বিনোদিত।

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :)

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা.. মজা পাইলাম। চারিদিকে তৈল-এর ছড়াছড়ি।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :)

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: বেশি মজা লাগে নাই /:)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

তাহসিনুল ইসলাম বলেছেন: :)

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

রাবার বলেছেন: অনেক ভাবিয়াও এই তেল তেলা পুস্টে একটি তৈলাক্ত মন্তব্য করিতে পারিলাম না :( :((

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ;)

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: :)

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.