নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

নিবন্ধন বিষয়ক ভাঁওতাবাজি

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, “আদালতের এ রায় সঠিক, এখন থেকে জামায়াত রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত হবে।”



জেনে রাখুন:



১. রাজনৈতিক দলের নিবন্ধন কেবল নির্বাচনে অংশ নেয়ার জন্য শর্ত:



Click This Link



২. রাজনৈতিক দলের বৈধতা সংবিধানের ৩৮ অনুচ্ছেদের ওপর নির্ভরশীল। দল হিসেবে বৈধতার জন্য নিবন্ধনের কোনো শর্ত ওই অনুচ্ছেদে নেই।



৩. নিবন্ধন না থাকলেও একটি সংগঠন বৈধ থাকতে পারে। তবে ওই সংগঠন নিজ নাম ও প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবে না।



৪. কিছু অর্ধশিক্ষিত লোক বগল বাজাচ্ছে এই বলে যে, অনিবন্ধিত দল মানে নিষিদ্ধ সংগঠন/সন্ত্রাসী সংগঠন। তাহলে বাংলাদেশে এখন অন্তত চারটি নিষিদ্ধ সংগঠন/সন্ত্রাসী সংগঠন ক্ষমতাসীন। কেননা মহাজোট/১৪ দল/১১ দলের অন্যতম শরীক গণ আজাদী লীগ, রেজাউল রশিদ খানের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি), গণতান্ত্রিক মজদুর পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র নামক দলগুলোর কোনো নিবন্ধন নেই:

Click This Link



এখন মহাজোটের ওই চারটি অনিবন্ধিত সন্ত্রাসী সংগঠন নিয়ে তাহলে কী করা?! :-P :-D

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:০৯

দিনমণি বলেছেন: তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।

আজকাল 'জনগণ' সমাসটির ব্যাসবাক্য হয়ে গেছে "রাষ্ট্রে ভাঁওতাবাজির স্বীকার হওয়াই যাহাদের পরিণতি" ...

২| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টমানের, নীতিহীন, মহা দুর্নীতিবাজ, নৈতিকতাবিবর্জিত, লোভী অসৎ অশিক্ষত রাজনীতিবিদের বাস বাংলাদেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.