নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

যুবলীগ নেতার পিটুনি সহ্য করতে না পেরে পুলিশের পানিতে ঝাপ!

২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪



পটুয়াখালীর পুলিশ কনেষ্টবল আলী আকবর হোসেনকে পেটালেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কাওসার আহমেদ মৃধা ও তার সহযোগীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সেহাকাঠি খেয়াঘাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বেধরক মারধরের হাত থেকে বাঁচাতে নদীতে ঝাপ দেন ওই পুলিশ সদস্য। এ ঘটনায় আকবর ব্যাচ নং (কং নং-৫০৫) তার কর্মস্থল গলাচিপা উপজেলার কলাগাছিয়া ফাড়িতে একটি সাধারন ডায়েরী করেছেন ও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।



এদিকে, ঘটনায় জড়িতদের গ্রেফতারে শহরজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।



কনেষ্টবল আকবর হোসেন মাসিক প্যারেডে যোগ দিতে সকালে কলাগাছিয়া থেকে পটুয়াখালী পুলিশ লাইনসে যান। প্যারেড শেষে কর্মস্থলে যাবার উদ্দেশ্যে বেলা ১২টার দিকে সেহাকাঠি খেয়াঘাট পৌঁছেন। সেখানে একটি দোকানে বসে পায়ের উপর পা রেখে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন এবং চা খাচ্ছিলেন আকবর। এ সময় যুবলীগ নেতা কাওসার আহমেদ মৃধা তার লোকজন নিয়ে সেখানে আসেন। যুবলীগ নেতাকে দেখে পায়ের উপর থেকে পা সরিয়ে না নেয়ায় পুলিশ কনেষ্টবল আকবর হোসেনকে পেটাতে শুরু করেন যুবলীগ নেতা। এক পর্যায় প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দেন পুলিশ কনেষ্টবল আকবর। এ ঘটনায় পুলিশ বাহিনীর মধ্যে চরম অসন্তোস ও ক্ষোভের সৃষ্টি হয়েছে



..........................................................................



কয়দিন পরে আওয়ামী লীগের লোক জন দেখলে মাটিতে শুয়া পড়তে হবে ... না করলে জীবন শেষ ............ জয় বাংলা আমরা সবাই মুজিব সেনা

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

নিকষ বলেছেন: আহা! ছাত্রলীগ নেতাকে সম্মান না দিলে চলপে? তিনার সমাজে একটা ইজ্জত আছে না। নেতার আমার দয়ার শরীর, চাপাতি দিয়ে কোপায়নি, উহার জন্য উক্ত পুলিশের কৃতজ্ঞ থাকা উচিত।

২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

টি-ভাইরাস বলেছেন: জয় বাংলা আমরা সবাই মুজিব সেনা

২| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় করছে কি????


দলীয় চামচামী করবা অথচ নেতা খেতাগো দেইখা এজ্জত দিবা না- তো জোর কইরা আদায়তো করবই...

কর কর.. আরো চামচামী কর.. আর পানিতে ঝাপাও X(( X(

২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২

টি-ভাইরাস বলেছেন: জয় বাংলা আমরা সবাই মুজিব সেনা

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

ভিটামিন সি বলেছেন: জয় বাংলা, পোশাক পইরা দে কামলা, এইবার ঠেলা সামলা।

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

টি-ভাইরাস বলেছেন: জয় বাংলা, পোশাক পইরা দে কামলা, এইবার ঠেলা সামলা।

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

ঢাকাবাসী বলেছেন: দলের চামচামী করবা সব সুবিধা নিবা মাসে বেতনের ১০০ গুন ঘুষ কামাবা আর যুব্লীঘ আম্লীঘ দেখলে শুয়ে পড়বা না তা তো হয়না। আমাদের নাম আম্লীঘ, ভাতে পানিতে মেরে শুইয়ে দেব। পুলিশকে পালতেছি কি খামোখা!

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

টি-ভাইরাস বলেছেন: কথা ঠিক কিন্তু ভাই ... পর্চাত দেশ দেখা তে কিন্তু সময়
লাগে না ... মনে রাইখেন

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

মুদ্রা সংগ্রাহক বলেছেন: পায়ের উপর পা তুলে তো আর কোথাও বসা যাবে না দেখছি। কখন কোন্ আওয়ামী গুন্ডার সামনে পড়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.