নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চ থেকে অনেকে কোটিপতি হয়েছেন প্রমান সহকারে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সৈয়দ শহীদুল হক ‘মামা'-র একটি ভিডিও সাক্ষাৎকার বেশ সাড়া জাগিয়েছে৷ সেখানে তিনি বলেছেন, গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে অনেকে কোটিপতি হয়েছেন৷





একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ‘মামা বাহিনী'র প্রধান কমান্ডার ছিলেন সৈয়দ শহীদুল হক৷ সুইডেন প্রবাসী এই মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির আন্দোলনে শুরু থেকেই সক্রিয়৷ শাহবাগের প্রজন্ম চত্বরের উত্তাল সময়ে খুব দেখা যেতো তাঁকে৷



বাংলাদেশের অনলাইন পোর্টাল পরিবর্তন ডটকমকে দেয়া সাক্ষাৎকারে প্রজন্ম চত্বর থেকে সরে আসার কারণও জানিয়েছেন তিনি৷ ৬ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও সাক্ষাৎকারটি নিয়ে ‘গণজাগরণ মঞ্চ থেকে অনেকে কোটিপতি হয়েছেন' শিরোনামে একটি প্রতিবেদনও ছেপেছে পরিবর্তন ডটকম৷ সেখানে সৈয়দ শহীদুল হক বলেছেন, ‘‘এই শাহবাগের জন্ম দিলাম আমি৷ একসময় দেখলাম, তথাকথিত এই জাগরণ মঞ্চের মুখপাত্র এবং নাসির উদ্দিন ইউসুফরা বাধ্য হলো আমাকে স্তব্ধ করতে৷ আমাকে বললো – এই মঞ্চ থেকে চলে যান৷''

কেন তাঁরা বাধ্য হলেন সে সম্পর্কে কিছু না বলে গণজাগরণ মঞ্চের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘(তাঁরা যুদ্ধাপরাধীদের বিচারে) আদালতে সাক্ষী হয় নাই৷ সুযোগ ছিল৷ আমরা জীবন বাজি রেখে সুইডেন থেকে এসে সাক্ষী দিলাম৷ কাদের মোল্লার ফাঁসি চাই, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই৷ আপনারা তো ‘সোনার চান পিতলা ঘুঘু', রাজধানীর বুকে থাকেন৷ শাহবাগকে সামনে রেখে অনেকের ভাগ্য বদলে গেছে৷ অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন৷ আমি কিছু পাওয়ার জন্য আসিনি, কিছু দেওয়ার জন্য এসেছি৷ বঙ্গবন্ধু যেমন দলের জন্য তার জীবন-যৌবন শেষ করে গেছেন, জীবনে কখনো ভোগ করেন নাই – ত্যাগ করে গেছেন৷ আমি তার রাজনৈতিক শিষ্য৷ বঙ্গবন্ধু সারা বাংলার নয়নের মনি৷ আমি সেই পথের পথিক৷''







আস্তে আস্তে সব কিছু বের হছে ... ইমারান এর ভক্তরা কি বলে এখন দেখি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

টি-ভাইরাস বলেছেন:

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

জহীরুল ইসলাম বলেছেন: হট নিউজ দেখতাছি.....।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

লেখাজোকা শামীম বলেছেন: মামায় ভাগ পায় নাই। ;) ;) ;)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

পানকৌড়ি বলেছেন: নব্য রাজাকারের খাতায় নাম উঠবে না তো ?

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: ডুপ্লিকেট মুক্তিযোদ্ধাদের নামে এত বড় বদনাম :D

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

হেডস্যার বলেছেন:
লেখাজোকা শামীম বলেছেন: মামায় ভাগ পায় নাই।

:D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.