নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

আবদুল্লাহ আবু সায়ীদ অর্ন্তবর্তী সরকার প্রধান!

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯



অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নির্বাচনকালীন অন্তবর্তী সরকার প্রধানের দায়িত্ব দিয়ে নির্বাচনের আয়োজন করলে তাতে অংশ নেবে বিএনপি। দলটির পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে ‘দল নিরপেক্ষ’ ব্যক্তিকে দায়িত্ব দেয়ার প্রস্তাব ও দাবি জানানো হয়েছে। বিএনপির নীতিনির্ধারকদের উদ্যোগে ‘দল নিরপেক্ষ’ ব্যক্তিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। তালিকায় অন্যান্যের মধ্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নাম আছে সবার উপরে। বরেণ্য এ শিক্ষাবিদকে নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব দেয়া হলে সব রাজনৈতিক দল মেনে নেবে বলে মনে করছেন বিএনপির নেতারা। বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।



বিএনপির একাধিক সূত্র জানায়, নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে বিএনপির করা তালিকায় যাদের নাম আছে, তাদের কথা শীঘ্রই দলটির পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব করা হবে।



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দেশকে এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, নিরপেক্ষ সরকার প্রধানের অধীনে ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না। আলোচনা করে ঠিক করা যায়, কাকে দেয়া যায় নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব।’



তথ্যমতে, সম্প্রতি এক অনানুষ্ঠানিক বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষ নেতারা মিলিত হন। বৈঠকে তারা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, ওই সরকারের প্রধান কে হবেন, এসব বিষয়ে আলোচনা করেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নাম প্রস্তাব করা হয়।



বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান।’ ঢাকায় নিয়োজিত বিদেশি এক রাষ্ট্রদূতের উদ্যোগে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অনানুষ্ঠানিক ওই বৈঠকের আয়োজন হয়।



শেখ হাসিনাকে অর্ন্তবর্তী সরকার প্রধান করতে চাচ্ছে আওয়ামী লীগ। এ বিষয়ে বিরোধী দলের দাবিকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট সরকার। আর বিএনপির নেতৃত্বে গঠিত ১৮ দলের জোটও দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রদূতের উদ্যেগে বৈঠকটির আয়োজন হয় বলে জানা যায়।



উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন। তাতে যোগ দেয়ার জন্য বিএনপির পক্ষ থেকে নামও আহবান করেন তিনি।



প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবের তিনদিনের মাথায় পাল্টা প্রস্তাব তুলে ধরেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।



বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রস্তাবে বলেন, ‘১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে থাকা ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা যায়। ওই ২০ জন থেকে আওয়ামী লীগ পাঁচ জন এবং বিএনপি পাঁচ জনের নাম প্রস্তাব করবে। সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ওই সরকারের প্রধান করা হবে। প্রয়োজনে তাদের এই সংসদে নির্বাচিত করে আনা যেতে পারে, যেভাবে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করা হয়।’উৎসঃ priyodesh

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন:
বিএনপি জিতলে আওয়ামীলীগ উনার ওপর চড়াও হবে। আবার আওয়ামীলীগ জিতলে বিএনপি উ্নার চৌদ্দগোষ্ঠী উদ্দার করবে?

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

টি-ভাইরাস বলেছেন: বিএনপি যদি উনার নাম দেয় তাইলে আওয়ামীলীগ কোন দিন এইটা মানবে না... সে যত ভাল মানুষ কেন না হোক

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

প‌্যাপিলন বলেছেন: বিচারপতি সাহাবুদ্দিনকে শেষ সময়ে যেভাবে অপমান করা হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে সায়ীদ স্যার নিশ্চয় এ ধরনের কোন কিছুতে নিজেকে জড়াবেন না।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

টি-ভাইরাস বলেছেন: ভাই দেশ এর এই অবস্থাই যদি তাদের মত মানুষ আগায় না আসে তাইলে এই দেশ কোন দিন শান্তি পাবে না

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০

তওসীফ সাদাত বলেছেন: তিনি কখনই এই দায়িত্ব নিবেন বলে মনে হয় না

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

টি-ভাইরাস বলেছেন: আওয়ামীলীগ এর উপরে নির্ভর করছে এখন

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

নষ্ট ছেলে বলেছেন: নিরপেক্ষতার প্রশ্ন তো পরে আগে তো অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনা রাজি হতে হবে।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

টি-ভাইরাস বলেছেন: কথা ঠিক বলছেন

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

নিজাম বলেছেন: মন্দ হয় না।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

টি-ভাইরাস বলেছেন: ঠিক

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

দীপ্তপন বলেছেন: ভালো প্রস্থাব। আমরা সমাধান চাই।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

টি-ভাইরাস বলেছেন: আমরা সমাধান চাই।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
গ্রহণযোগ্য ব্যক্তি। পারবেন তো?

সজ্জন ব্যক্তি। রাজনীতির পঙ্কিল জিনিষ নিয়ে ঘাটাঘাটি কোনদিনও করেনি। কোন মন্তব্যও করেনি। তবে যোগ্যতা আছে। সততা আছে, যেহেতু অসৎ কোন কিছু দেখা যায় নি।

দায়িত্ব নিয়ে ক্ষমতা প্রয়োগ করার মত সৎসাহস দেখাতে হবে। প্রশাসন ঠিক করতে হবে, যা আওয়ামী সরকার অনুগতদের বসিয়ে রেখেছে। নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ। বিশেষ করে বি.এন.এফ নিয়ে। এ লোক কাগজে কলমে যোগ্যতা সম্পন্ন, তবে মেরুদন্ডহীন। ব্যক্তিত্বহীন।


দেখা যাক।

আল্লাহ রক্ষা করুক আমাদের দেশটিকে। এর উপর শকুনির কালো ছায়া পড়েছে।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

বোধহীন স্বপ্ন বলেছেন:
এটা একটা ভালো প্রস্তাব মনে হচ্ছে । দেখা যাক তেনারা রাজী হয় কিনা ।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

দখিনা বাতাস বলেছেন: লাভ নেই। উনি ২০০১ সালেই শফিক রেহমানদের সাথে বিএনপির নির্বাচনী প্রচরে কার্যে ছিলেন। আওয়ামীলীগ মানবে না।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

ঢাকাবাসী বলেছেন: আম্লীঘ উনাকে মানবেনা।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

মো: ওবায়দুল ইসলাম বলেছেন: শুভ সকাল। আপনার লেখাটি ভাল লাগল।আপনার সুন্দর লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ । ভাল থাকবেন।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালোই হয় ।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

অনিক০০৭ বলেছেন: আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার যোগ্যতা সম্পন্ন, তবে মেরুদন্ডহীন, ব্যক্তিত্বহীন মন্তব্যটা মানতে পারলাম না।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

বোকামন বলেছেন:
সুন্দর প্রস্তাব ।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

শাহ আজিজ বলেছেন: নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যাক্তিত্ত যারা তারা কেউই পঙ্গপালদের কার্যক্রমে আসতে চাইবেন না । ৯৬,২০০১ আর ২০১৩র প্রেক্ষাপট এক নয় । এবার সবচেয়ে বড় সমস্যা ৭১র ঘাতকদের নিয়ে । বি এন পির যতটুকু আশা ছিল টা কমে এসেছে রাজাকারের রায়ের পর হারতাল দেওয়া । আর আঃ লিঃ এর ওপর গন অসন্তোষ তো ৫ টি নির্বাচনে দেখেছি । খেয়াল করেছেন কিনা সব মিলিয়ে ১০লাখ ভোটার কেন্দ্রে যাননি , এরা আওয়ামি সমর্থক । সারাদেশে ৩ কোটি আওয়ামি সমর্থক ভোটার খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ভোটের সময় । এরা এখন বিভ্রান্ত । কারন দুটি দলই রাজাকার নিষিক্ত কম বেশী । এরা খাল কেটে কুমির আনতে চাইছে না । অনেকেই আমাকে বলেছেন উত্তরপাড়ার লোকরা ভালো হবে এসব ভুয়া গণতন্ত্রী দের থেকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.