নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

শাহবাগী ড্রামা রিভিউ by এ ডেডিকেটেড মুভি ক্রিটিক

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

গত ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ড্রামা মুভি "গণজাগরণ মঞ্চ" দশ মাস পার করলো।





সাম্প্রতিক সময়ে মুভির বিভিন্ন শট নিয়ে মুভির ঘোরতর শুভাকাঙ্ক্ষীরাও হতাশ।





গতকাল দুই মন্ত্রণালয়ে স্মারকলিপি শটে নট-নটীর উপস্থিতির হার দেখুন:







এ-পরিস্থিতিতে "গণজাগরণ মঞ্চ" মুভির গত দশ মাসের পারফরমেন্সের পর্যালোচনা থেকে নিচের দুর্বলতাগুলো বেরিয়ে এসেছে:





১. স্ক্রিপ্ট: এখানে শুরু থেকেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে কোন কোন অধ্যায় থাকবে, সেটা নিয়ে সমস্যা দেখা দেয়। কাদের মোল্লার ফাঁসি, সব রাজাকারের [আওয়ামী লীগ বাদে] ফাঁসি, জামায়াত নিষিদ্ধ, ধর্মভিত্তিক পুরো রাজনীতিই নিষিদ্ধ, নয়া দিগন্ত/আমার দেশ নিষিদ্ধ, দিগন্ত টিভি নিষিদ্ধ, ইসলামী ব্যাংক নিষিদ্ধ ইত্যাদি বিভিন্ন অধ্যায় নিয়ে মঞ্চ নেতৃবৃন্দ নিজেরাই কিছুটা সার্কাসের মধ্যে পড়েন।





কাদের মোল্লার ফাঁসির পর বাংলা পরীক্ষার মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যায় সংযুক্ত হয়। পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদ, পণ্য বর্জনের গর্জনও বাংলা পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়। তবে পাকি পণ্যের তালিকায় ভারতমাতার পণ্য সুপার-ম্যাক্সকেও অন্তর্ভুক্ত করায় স্ক্রিপ্টের দুর্বলতার বিষয়টি আবারও দেবযানী অর্থাৎ উলঙ্গ হয়ে যায়।



২. কাস্টিং: অনেকেই মনে করেন, নামগোত্রহীন এক ব্লগার [কোথায় ব্লগিং করতেন, সেটাও এক রহস্য] ইমরান ও বাম বামন লাকি আক্তারকে কেন্দ্রীয় চরিত্রে বাছাই করাটা ছিল মঞ্চ-নাটকের অন্যতম প্রধান দুর্বলতা।







এখানে আরো ইম্প্রেসিভ স্টারদেরকে কাস্ট করা উচিত ছিল। যেমন: চেতনাবাদী অভিনেতা ইরেশ জাকের ও চেতনাবাদী অভিনেত্রী অপি করিম হতেন এই দুই চরিত্রের জন্য দারুন পারফেক্ট।







বিশেষত, দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর অপি করিমের জন্য এই চরিত্রটি অনেক প্রয়োজনীয়ও বটে! তবে বিয়ের সংখ্যার দিক থাকে অপি ইতিমধ্যে আরেক চেতনাধারী শমীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বলে তিনি অগ্রগণ্য নাও হতে পারেন।





৩. রূপসজ্জা: বাপ্পাদিত্য পশুর ওপর ককটেল হামলার শটের পর মেকআপ ও কস্টিউম ডিজাইন প্রশ্নবিদ্ধ হয়েছে।







এছাড়া পার্শ্বচরিত্রের অভিনেত্রীদের পোশাক অনেককে চরিত্রহীন করে ফেলছে বলেও অভিযোগ উঠেছে। :-P



৪. নৃত্য পরিচালনা (Choreography): শাহবাগের নৃত্য বড় বেশি উন্মাতাল। সময়-অসময় না বুঝে বাঙালি পোশাকে গর্বিত দেহবল্লরীর বিচিত্র অঙ্গভঙ্গি অবশ্য দর্শক ধরে রাখার কৌশল।







কিন্তু হাল আমলের রিয়ালিটি শো-ভক্ত প্রজন্মের কাছে ওসব খুব বেশিদিন রগরগে ঠেকেনি। তাই দর্শকও এক পর্যায়ে মুখ ফিরিয়ে নিয়েছে।



অনেকেই মনে করেন, শমী কায়সারের দ্বিতীয় স্বামী আরাফাতের আপত্তি না থাকলে, শাহবাগে Choreography-র দায়িত্বটি শমীর প্রথম স্বামী রিঙ্গোকে দেয়া যেতে পারে!





৫. অতি-অভিনয় (Overacting): শাহবাগের অভিনেতাদের এটিই সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে ধরা পড়েছে সাধারণ দর্শকদের চোখে।







বিশেষত পাক দূতাবাস ঘেরাও-এর শটে অনেকেরই অতি-অভিনয় হাস্যরসের সৃষ্টি করে ফেলেছে।



নট-নটীদের অতি-অভিনয়ে বিভ্রান্ত পুলিশও অভিনয়ের খেই ধরে রাখতে পারেনি - ডান্ডা মেরে দিয়েছে কাউকে কাউকে।





৬. পরিচালনা: নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ওরফে জমির চাচার পরিচালনাই আসলে শাহবাগ ড্রামা মুভি "গণজাগরণ মঞ্চ"-এর প্রধান দুর্বলতা।







চেতনাব্যবসার বাইরে এই লোকটির শিল্পজগতে সাফল্যের অংক তেমন সমৃদ্ধ নয়, যদিও লাকিদেরকে ফাঁকি দিয়ে অংকশায়িনী করার সাফল্য নাকি প্রবাদতুল্য! ;-)



অনেকেই মনে করেন, বাচ্চু চাচার টেম্পার শেষ। বাচ্চুর সহযোদ্ধা আসাদুজ্জামান নূরেরই এখন মঞ্চ-পরিচালনায় সরাসরি চলে আসা উচিত।



.... .... ....



তবে নীলফামারির রিয়াল একশন সিকোয়েন্স দেখার পর আসাদুজ্জামান নূরসহ বাকি চেতনাব্যবসায়ীরা যদি এখন মাঠ ছেড়ে পালানোর ধান্দা করে থাকেন, তাহলে জেনে রাখবেন, এই ড্রামা মুভি "গণজাগরণ মঞ্চ"-কে মহাফ্লপ কমেডি বানানোর দায় থাকে আপনারা কেউই মুক্তি পাবেন না!





লেখকঃ Doorer Jatri

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

সুমন কর বলেছেন: :-& :-&

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

টি-ভাইরাস বলেছেন: কি হয়ছে ভাই

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মেঘপাখি আর বৃষ্টির গল্প বলেছেন: চমৎকার

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অনুমতি ছাড়াই আগেই কপিপেষ্ট করে রাখলাম;)

কে জানে যদি হাপিস হয়ে যায় :)

মুভী বক্স অফিসে ফ্লপ মারলেও ক্রিটিক সুপার হিট ;)

কিন্তু আপনি কি করে শাপলা মড় আর পরের দিন শাহবাগ ওয়াশ সিকোয়ন্স মিস করলেন ভেবে পাই না :)

যাক দু একটা মিস হতেই পারে-- তবে নেক্স মুভীতে আশা করি তারা সকল দুর্বলতা কাটিয়ে উঠে সফল মুভির খাতায় নাম লেখঅতে সক্ষম হপে!!!!!


২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

আবুল হাসান নূরী বলেছেন: গেরিলা'র মত সফল সিনেমার পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কাছ থেকে এরকম ফ্লপ মুভি আশা করা যায় না।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

বিতর্কিত মুফরাদ বলেছেন: :-)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

পথহারা সৈকত বলেছেন: :P :P :P

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

মুদ্‌দাকির বলেছেন: সুপার পোষ্ট :P :P

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

মুহাম্মদ তাইফ বলেছেন: জটিল ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

ঢাকাবাসী বলেছেন: অনেক দিন পর একটা উঁচুমানের রম্য রচনা পেলুম, খুব ভাল লাগল।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

বিডি আমিনুর বলেছেন: মজা পেলাম :-P :-P

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

উপপাদ্য বলেছেন: ভালো হয়েছে। ভালো লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

আমি অতি সাধারণ বলেছেন: শুধু কমেন্ট করার জন্য লগইন করলাম।
অসাধারণ পোস্ট ! আপনাকে এজন্য রম্যে নোবেল দেয়া উচিত। হাসতে হাসতে বিকেল হইয়া গেল। ++++++++++++
=p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: জটিল লেখা ভাই। খুব মজা পাইছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

আবু সাইফ বলেছেন: প্রযোজকদের অন্য মুভীগুলোর-ও একই দশা..

তবে জাতির হাজার হাজার কোটি টাকা পানিতে গেলেও
আর্টিস্টরা সম্মানীর সাথে বখশিশও পাবে!!

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

আবু সাইফ বলেছেন: ওহ্‌হো- পোস্টের জন্য ধন্যবাদ দিতে ভুলে গেছি-
সত্যিই দুঃখিত

অসংখ্য ধন্যবাদ, আর বেশুমার ++++++++++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বিদেশী গুপ্তচর বলেছেন: আমি অতি সাধারণ বলেছেন: শুধু কমেন্ট করার জন্য লগইন করলাম।
অসাধারণ পোস্ট ! আপনাকে এজন্য রম্যে নোবেল দেয়া উচিত। হাসতে হাসতে বিকেল হইয়া গেল। ++++++++++++

=p~ =p~ =p~ =p~ =p~

এইটা পড়ে হাসতে হাসতে রাত হইয়া গেল

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

টি-ভাইরাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বিদেশী গুপ্তচর বলেছেন: তবে পাকি পণ্যের তালিকায় ভারতমাতার পণ্য সুপার-ম্যাক্সকেও অন্তর্ভুক্ত করায় স্ক্রিপ্টের দুর্বলতার বিষয়টি আবারও দেবযানী অর্থাৎ উলঙ্গ হয়ে যায়।

ভাইরে আমারে কেউ ধর, এখনি ধর =p~ =p~ =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

টি-ভাইরাস বলেছেন: আসেন ভাই ধরি , পড়ার জন্যে ধন্যবাদ

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

শয়তান শাহীন বলেছেন: আমারে কেউ মারিস না....হাসতে হাসতে আমি নিজেই মইরা যাইতাছি..... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হুলুস্থুল ভাল্লাগসে..... :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :!> :#> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

টি-ভাইরাস বলেছেন: ধন্যবাদ

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

পার্থরূপ বলেছেন: তুই রেজাকার তুই রেজাকার

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

টি-ভাইরাস বলেছেন: ধন্যবাদ

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

HHH বলেছেন: ভাই, বাংলাদেশীদের একটা আসাধারণ গুন আছে। সেটা হইলো পচাপচি। এরা কোন জিনিসরে পচাইলে সেটা বেগুন-পচা হয়ে যায়। মাথায় এইসব আসে কেমনে?

জটিল হইছে। ++++++++্ নেন। প্রিয়তে নিলাম

আর কি দিমু? কাছে থাকলে আপনারে নান্নার বিরিয়ানী খাওয়াইতাম।

জটিল হইছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩০

টি-ভাইরাস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.