নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

পেপ্যাল বনাম পেপ্যালের জুম সার্ভিস - এক ধোঁকাবাজির কাহিনী

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

যখন বাংলাদেশে ইন্টারনেটের অত প্রসার হয়নি, তখন আমরা বিদেশে থাকা আমাদের আত্মীয়-স্বজনদের পাঠানো র‍্যামিটেন্স কিভাবে সংগ্রহ করতাম? ওয়েস্টার্ন ইউনিউন। এখনো করি অনেকে। ওয়েস্টার্ন ইউনিয়ন ছাড়াও বাংলাদেশে আরো এরকম সার্ভিস চালু আছে যেমন মানিগ্রাম, রিয়া, ক্লিঙ্ক, এক্সপ্রেস মানি সহ আরো বেশ কিছু সার্ভিস। ২০১৫ সালে বাংলাদেশে এরকম আরেকটি সার্ভিস চালু হয় যার নাম Xoom .
মজার ব্যাপার হচ্ছে Xoom কিন্তু বাংলাদেশে ২০১৫ থেকে না, সেই ২০০৩ থেকে আছে ( Xoom এর যাত্রা শুরু হয় ২০০১ সালে এবং পেপ্যাল এই সার্ভিসটি ২০১৫ সালে কিনে নেয় ১.০৯ বিলিয়ন ডলারে)! সেই সময় তারা অনলাইন টু অফলাইন মানি ট্রানজেকশন সার্ভিস দিতো ইনস্ট্যান্ট ক্যাশ নামে লোকাল ডিস্ট্রিভিউটর দিয়ে, যার আসল মালিক ইন্ডিয়ান The Patel Group। কিন্তু লো ট্রানজেকশন ভলিউম হওয়ায় জুলাই মাসের ১৬ তারিখ, ২০০৮-এ তারা শ্রীলঙ্কা , বাংলাদেশ, মরক্কো, নেপাল থেকে সার্ভিস গুটিয়ে নেয়। পরে জুম-কে কিনে নেয় পেপ্যাল।
তো এই জুম নতুন করে আলোচনায় আসে যখন আমাদের সবার প্রিয় মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী কিছু দিন আগে সাংবাদিকদের জানান যে পেপ্যাল বাংলাদেশে অফিশিয়ালি চালু হবে ১৯ অক্টোবর। তিনি এও বলেন, পুরো কার্যক্রম নভেম্বর থেকে শুরু হলেও উনারা আগেই উদ্বোধন করবেন। উনার কথায় আমরা আশান্বিত হই, এবার বোধহয় পেপ্যাল এলো! ঘোর অবিশ্বাসীরাও এবার বিশ্বাস করতে থাকে যে পেপ্যাল এলো বলে! সেই আশায় গুঁড়ে বালি, যখন বাংলাদেশের আইসিটি ডিভিশন থেকে বিভিন্ন আইসিটি প্রফেশনালদের ইমেইলে ১৯ তারিখের আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং সেখানে স্পষ্ট করে বলা হয় ১৯ অক্টোবর বাংলাদেশে “Xoom – A Paypal Service” উদ্বোধন করা হবে ।

আস্তে আস্তে মানুষ জানতে শুরু করে এই কাহিনী। সবার মনে একই প্রশ্ন, যে সার্ভিস ২ বছর ধরে বাংলাদেশে আছে, সেটাকে নতুন করে উদ্বোধন করার কারণ কি? তার উপর এটা জুম, পেপ্যাল তো না! এরকম অবস্থায় মাননীয় প্রতিমন্ত্রী ১৭ অক্টোবর সকালে একবার ইংরেজিতে এবং বিকালে বাংলায় ব্যাখ্যা দিলেন যে পেপ্যাল উদ্বোধন করা হবে নাকি জুম! উনার কথায় সেটা পরিষ্কার যে ১৯ তারিখ জুম নতুন করে উদ্বোধন করা হবে। তার উপরে তিনি বলছেন, জুম পেপ্যালের সার্ভিস, জুম চালু হওয়া মানে পেপ্যাল চালু হওয়া! এদিকে অনলাইন কমিউনিটির প্রফেশনালরা পেপ্যালে মেইল করতে শুরু করলে পেপ্যালের এশিয়া অংশের হেড অব কমিনিকেশন Pooja Sabharwal মেইলে জানান যে পেপ্যাল বাংলাদেশে সহসাই অপারেশন শুরু করবে না! তবে জুম বাংলাদেশে ২০১৫ থেকেই চালু আছে।


এরপর শুরু হয় পক্ষে বিপক্ষে নানা মত। প্রথমত জুম-কে পেপ্যাল বলে দিনে-দুপুরে অনলাইন ইন্টারনেট প্রফেশনালদের বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। সেটা গত পাঁচ বছর ধরেই হচ্ছে। এই করবো সেই করবো বলে বাংলাদেশ আইসিটি ডিভিশন আসলেই কি করেছে সেটা নিয়ে সকলেরই প্রশ্ন। আমরা শুধু বিল্ডিং দেখি, সেলফি দেখি, কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে সেগুলো দেখি, কিন্তু এই জনগণের এই কষ্টার্জিত টাকা কই যায় সেই হিসাব পাই না। তার উপর ৬ মাসে ফ্রিল্যান্সার বানানো হবে, ১৫ দিনে গেম ডেভেলাপার বানানো হবে এরকম আজগুবি নানা কাজ আর ফান্ডের ছড়াছড়ি। কিন্তু ক্ষতি হয় আমজনতার। Payoneer থেকে কার্ড দেয়া বন্ধ হয়ে গিয়েছে, নেট+ থেকে কার্ড দেয়া বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশীদের, আপওয়ার্ক থেকে বাংলাদেশীদের ব্লক করে দেয়া হয়, নতুন প্রোফাইল এক্সেপ্ট করা হয় না- এসব কিছুর পিছনের আইসিটি ডিভিশনের মতো একটা অর্বাচীন প্রতিষ্ঠানের কাজগুলো দায়ী। তার আরেকটা নিদর্শন পেপ্যালের কথা বলে জুমের মতো সার্ভিস চালিয়ে দিয়ে জনগণের নিকট মুলা বেচার চেষ্টা করা। আপনি নাকি শুধু ইউএস থেকেই টাকা আনতে পারবেন, এখন আমার ক্লায়েন্ট যদি চীন বা কানাডায় হয়, তখন কি হবে?

এই আনন্দ কই রাখবো?
পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী, আপনি এই একটা ভুল করে ধরা খেয়ে গেলেন। বারবার জনগণকে ধোঁকা দেয়া যায় না, তার উপর লেখাপড়া জানা শিক্ষিত জনগণ, যারা বাইরের ক্লায়েন্টদের সাথে বিজনেস করছেন, এই ভুলের সমীকরণ আসলেই তারা মেলাতে পারবেন না!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

এস বাসার বলেছেন: দেশটা তো ধোঁকাবাজীর উপরেই চলছে......

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

টি-ভাইরাস বলেছেন: আসলে যারা দেশ চালাছে তাঁরা ধোঁকাবাজী করে চালাছে

২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

ধুতরার ফুল বলেছেন: জয়ের মাথায় ভালো কিছু নাই। যে কয়টা পদক্ষেপ নিছে বেশির ভাগই অকাজের বায়োমেট্রিক ছাড়া। তাও বায়োমেট্রিকেও কাজ হয় নাই। এখনো বায়োমেট্রিক করা সীম কিনতে পাওয়া যায়, আর বায়মেট্রিক এর সাহায্যে কোনো অপরাধী ধরা তো দুরের কথা শনাক্তও পর্যন্ত করা সম্ভব হয় নি।

জয়ের রাজনীতি কিংবা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেস্টা হওয়ার মত জ্ঞান বুদ্ধি হয় নাই। জয়ের দ্বারা এইসব করানো অনেকটা মাহফুজুর রহমানের গানের মত :P । যাকে দিয়ে যা হবে না তাকে দিয়ে তাকে দিয়ে তাই করানোর বৃথা চেস্টা।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

টি-ভাইরাস বলেছেন: হাহাহা তাঁর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে আমার অনেক সন্দেহ আছে কারন একবার এক টিভিতে উনি বলেছেন সে বিএসসি করেছে লন্ডন থেকে আর এমএসসি করেছেন ভারত থেকে হাহাহা এইবার বুঝেন কেউ কি এইটা করবে।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশের প্রধানমন্ত্রী ভূয়া এওয়ার্ড নিতে পারেন সেখানে এসব আর নতুন কি...

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

টি-ভাইরাস বলেছেন: ভাই আপনাকে কিন্তু রাজাকার বানাই দিবে

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

আল ইফরান বলেছেন: আইন পড়া মানুষকে দিয়েছেন আইসিটির মত একটা স্পেশালাইজড ডিপার্টমেন্ট, এর চাইতে বড় তামাশা আছে না কি?
পেপাল না জুম এর সামনেইতো ফেল ! ! !

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

টি-ভাইরাস বলেছেন: ডাক্তার না কিন্তু তাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় সেটা কিন্তু আর বড় তামাশা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.