নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

আবার তোরা মানুষ হ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩


আমি মনেপ্রাণে চাই শেখ হাসিনা আরো ২০ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকুক। বাঙ্গালদের সাইজ করার জন্য শেখ হাসিনার বিকল্প নাই। বাঙ্গাল গোলামের জাতের জন্য শেখ হাসিনার চেয়ে উত্তম শাসক আর কেউ হতে পারে না। ১৯০ বছর গোলামি করতে করতে বাঙ্গালদের রক্ত মাংসে হাড়ে মস্তিষ্কে গোলামি মিইশ্যা গেছে।
.
কোনো বড়লোক যদি ইচ্ছামতো জুতা দিয়া পিটাইয়া এরপর দেখাইয়া দেয়, "ওই যে মলমের দোকান, ওইখান থেইকা মলম কিইন্যা নিবি", তখন এইসব গোলামরা খুশিতে গদগদ কইরা ওঠে। "দেখলা? এই বড়লোক কত্ত ভালা!! অন্যরা শুধু জুতা দিয়া পিটায়। কিন্তু মলম কই পাবো সেইটা বলে না। কিন্তু ইনি পিটাইয়া মলমের দোকানও দেখাইয়া দিছে!" গোলাম তখন জুতাপেটা ভুইল্যা মনিবরে পূজা করতে শুরু করে!
.
এক লোক ভোট বাক্স ডাকাতি করলো, শেয়ারবাজার লুট করলো, ৫ মে তে মানুষ মারার পর খুশি প্রকাশ করলো, চিকনগুনিয়ার সময় উপহাসমুলক মন্তব্য করলো, ঘরে ঘরে গিয়া আমি মশা মাইরা দিতে পারবো না বিনিময়ে মিডিয়ার সামনে আইসা বড় বড় ডায়লগ দিলো, ঢাকারে সিঙ্গাপুর বানাইবো। গোলামের জাত এইটাতেই লাফানি শুরু করছে।
হাজার হাজার মানুষের অধিকারের চেয়ে কয়েকটা চাপাবাজিমুলক কথা আর দুয়েক্টা খাল সাফ করা বাঙ্গালদের কাছে অনেক বড়।
এই দেশে কোনো গরীব মানুষ ১৬৬ টাকা চুরি করলে তারে পিটাইয়া মাইরা ফেলার মানুষের অভাব নাই, কিন্তু যে ব্যক্তি ব্যাংক থেইকা ১৬৬ কোটি টাকা নিয়া গেলো তার মরণে বাংগালরা কান্তে কান্তে বালিশ ভিজায়া দেয়! কারণ যে ১৬৬ টাকা চুরি করে, সে তাদের(গোলাম) শ্রেণীর, তার পরনে ছেঁড়া কাপড় থাকে, আর যেই ব্যক্তি ১৬৬ কোটি টাকা মাইরা দিলো, তার পরনে শ্যুট কোট, সে মনিব শ্রেণীর।
.
এইজন্যেই সারাবছর গুম খুন কইরা কেউ যদি সমুদ্রে গিয়া পা ভিজায়, সে গোলামদের কাছে মহান হইয়া ওঠে, সারাদেশের রাস্তাঘাটরে বিরাট গর্ত বানাইয়া রাইখ্যা, কেউ যদি ১০/১৫ টা ক্যামেরা নিয়া লোকাল বাসে ওঠে গোলামের বাচ্চারা আনন্দে আত্মহারা হইয়া যায়! "মন্ত্রী(মনিব) হইয়াও আইজকা তিনি আমাদের (গোলামদের) লোকাল বাসে ওঠছেন তারে মাথায় তুইল্যা নাচে, পুলিশ সারা বছর ধইরা মানুষরে জিম্মি কইরা গুম কইরা চান্দাবাজি কইরা পিটাইয়া মাইরা ফেললেও, একদিন যদি দুই টাকার বন কিইন্যা কোনো টোকাইরে খাওয়াইয়া ছবি তুইল্যা ফেসবুকে পোস্ট করে, গোলামদের মধ্যে ধন্য ধন্য পইড়া যায়! দেখলা কত মহান!
গোলামের জাতের জন্য হাসিনা দরকার। লাথ্যি গুতা খাইতে খাইতে কোনোদিন যদি এদের একটু হুঁশ হয় আর কী! (কাউসার আলম ভাইয়ের থেকে)

মানুষ নাকি বয়সে বাঁচেনা, বাঁচে তার কর্মে। কারো বিরুদ্ধে বিদ্বেষ থেকে নয় এ পোষ্ট, জাষ্ট স্মরণ করিয়ে দিলাম কিছু একটা, কট্টর আ’লীগপন্থী প্রথম আলোর রিপোর্ট ছিলো এটা....
নিউজের লিংক- https://goo.gl/ZQV7Mk

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটাইতো বলে দিচ্ছে কাকে কি দিয়ে শায়েস্তা করতে হবে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১

টি-ভাইরাস বলেছেন: কেউ করতে পারতে কি ভাই

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

কাউয়ার জাত বলেছেন:

আমি যদি পিঠে তোর ঐ লাথি একটা মারিই রাগে


আমি যদি পিঠে তোর ঐ লাথি একটা মারিই রাগে;
তোর তো আস্পর্ধা বড়, পিঠে যে তোর ব্যথা লাগে?
আমার পায়ে লাগলো সেটা
কিছুই বুঝি নয়কো বেটা?
নিজের জ্বালায় নিজে মরিস, নিজের কথাই ভাবিস আগে।


লাথি যদি না খাবি ত’ জন্মেছিলি কিসের জন্যে?
আমি যদি না মারি তো, মেরে সেটা যাবে অন্যে।
আমার লাথি খেয়ে কাঁদা,
ন্যাকামি নয়? শুয়োর গাধা!
দেখছি যে তোর পিঠের চামড়া ভরে গেছে জুতোর দাগে!


আমার সেটা অনুগ্রহ যদি লাথি মেরেই থাকি;
লাথি যদি না মারতাম তো না মারতেও পারতাম না কি?
লাথি খেয়ে ওরে চাষা!
বরং রে তোর উচিত হাসা,
যে তোর কথাও মাঝে মাঝে, তবু আমার মনে জাগে।


বরং উচিত আগে আমার পায়ে হাত তোর বুলিয়ে দেওয়া;
পরে ধীরে ধীরে নিজের পিঠের দাগটা মুছে নেওয়া!
পরে বলা ভক্তিভরে,
‘প্রভু! অনুগ্রহ করে,
পৃষ্ঠে ত মেরেছো লাথি, মারো দেখি পুরোভাগে? দেখি সেটা কেমন লাগে!’



- দ্বিজেন্দ্রলাল রায়

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

টি-ভাইরাস বলেছেন: অনেক সুন্দর কবিতা, বর্তমানের সময়ের সাথে যায়

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

কামরুননাহার কলি বলেছেন: মানুষ আর হয়েছে ভাইয়া এই দেশের মানুষ। সবাই চলে সবার ধান্ধায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

টি-ভাইরাস বলেছেন: এর কারনে স্বাধীনতার এরত বছর পরেও আমাদের এই অবস্থা

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

করুণাধারা বলেছেন: বড় রুদ্ররস। বড় কঠিন কথা, কিন্তু সত্যি। গোলাম! আমার অবশ্য মনে হয় আমরা সবাই শুঁয়োপোকা - মেরুদণ্ডহীন, নির্বিষ, গুটিগুটি চলে জীবন কাটিয়ে দেয়া প্রাণী।

অবশ্য যে মারা গেছে তার ভালমন্দ বিচারের ভার আল্লাহ্‌র। তাই সেটা নিয়ে কিছু বললাম না।

পোস্টে লাইক।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

টি-ভাইরাস বলেছেন: কারন জন্য আপনি কান্না করবেন সেটা কিন্তু ভাবতে হবে, আমারা ভালো মন্দ বিচার করছি না ভাইয়া, আমারা দিন কে দিন কেমন যেন হয়ে যাচ্ছি। কোন কিছু আমাদের গায়ে লাগে না, বিদ্যুতের দাম বেরে যাক আর দুর্ভিক্ষ লেগে যাক সবাই চুপ

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: কাউয়ার জাত এর কবিতাটা ভালো লেগেছে।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

কাউয়ার জাত বলেছেন:
রাজীব নুর বলেছেন: কাউয়ার জাত এর কবিতাটা ভালো লেগেছে।

বুঝেন তাহলে আমি কত বড় কবি! :P :P :P:P :P :P

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১২

কলাবাগান১ বলেছেন: হাসিনা টাকা ঘুষ দিয়ে আন্তর্জাতিক সংস্হা দ্বারা বিশ্বের মাঝে তৃতীয় ক্লিন (নো করাপশান) দেশ প্রধান হিসাবে বিবেচিত হয়েছেন...আজকাল আন্তর্জাতিক সংস্হা ও ঘুষ খায় ...আরেকটু বেশী করাপশান করলে হাসিনা এক নম্বর ও হতে পারত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.