নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

এটি একটি অপ্রকাশিত অডিও রেকর্ড।\'

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১২:২৯


"জনির শরীরে ৫টি গুলি করার পর জনি বলেছিল,আমি আর রাজনীতি করবোনা,আমার ৭ মাসের অন্তঃসত্বা বউকে নিয়ে ঢাকা ছেড়ে চলে যাবো,আমাকে বাঁচতে দিন।

ওরা শুনেনি।
শরীরে ১৬ টা গুলি করার পরও ও বেঁচে ছিল।
তারপর ১৭ নম্বর গুলি করে ওর মাথায়।
আর বাঁচিয়ে রাখা হলো না জনিকে।

__ খিলগাও থানা ছাত্রদলের সাঃ সম্পাদক জনির স্ত্রী 'মনীষা'

'এটি একটি অপ্রকাশিত অডিও রেকর্ড।'
একরামুল হত্যার অডিও রেকর্ড শুনে আপনাদের ঘুম আসছে না, তাহলে জেনে রাখুন; এমন হাজার হাজার অডিও রেকর্ড লাশের সাথে কবর হয়ে গেছে।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি হাতাশ, স্তব্ধ, নির্বাক!!:(

২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কয়েক বছরে কতগুলো বিচার বহির্ভূত হত্যাকান্ড ঘটেছে?
কোন পরিসংখ্যান??

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:২৮

টি-ভাইরাস বলেছেন: কবে থেকে কত পর্যন্ত লাগবে? আমি দিতে পারবো পরিসংখ্যান

৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৫২

মোঃ খুরশীদ আলম বলেছেন: মানবতার মুক্তি যেন আর মিলবে না। ধ্বংসের শেষ মাত্রায় আমরা সবাই উপনীত।

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩০

টি-ভাইরাস বলেছেন: ধ্বংস শুরু হয়ে গেছে এখন রক্তের হোলি খেলা চলে

৪| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: উফ !!!

৫| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৫৮

সাইন বোর্ড বলেছেন: অামরা কেউ জানিনা এর শেষ কোথায়...

৬| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি জানার জন্য বললাম।
আপনি ২০০১ বা ২০০৯ থেকে দিতে পারেন!:)

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৪৫

টি-ভাইরাস বলেছেন: Click This Link

৭| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

হাঙ্গামা বলেছেন: খেলে যাও। X((

৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনি পরিসংখ্যান দিন। জানি আমরা কিছুই করতে পারবো না। তবুও জানতে চাই কতজনকে এরকম নির্মমতার শিকার হতে হয়েছে।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৪৬

টি-ভাইরাস বলেছেন: Click This Link

৯| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৩৭

ধ্রুবক আলো বলেছেন: দেশে স্বৈরাচার আর অরাজকতা স্থায়ী ভাবে শুরু হয়ে গেলে এমনই হয়। আফসোস আমাদের দেশের জনগণ হলো মেরুদন্ড বিহীন জনগণ।

১০| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: র‍্যাব বা পুলিশের সাথে 'বন্দুক যুদ্ধে' কিংবা সন্ত্রাসীদের গুলিতে ঝাঝরা হওয়া বা কেটে ৬০ টুকরা করা - কোনো পার্থক্য নাই। প্রতিটা হত্যাকাণ্ডই অত্যন্ত হৃদয় বিদারক।


মানুষ কীভাবে মানুষকে খুন করে?

১১| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৬:৪৭

অক্পটে বলেছেন: চরম স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যদিয়ে জাতি সময় অতিক্রম করছে!

"আমার মাথায় কাঠাল ভেঙ্গে
খাওয়ার দিনতো শেষ
নাম আমার জনগণ
আমি বাংলাদেশ।"

_শাইয়ান

১২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০১

ক্স বলেছেন: জনি বিএনপি করত, আর একরাম করে আওয়ামী লীগ।
জনির নামে কোথাও কোন মামলা ছিলনা, একরামের নামে ছিল, সাজাও খেটেছে।
একরামের জন্য জ ই মামুন, মুন্নী সাহারা আছে, জনির জন্য কেউ নেই।

১৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:২৮

ঢাবিয়ান বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। সুষ্ঠু নির্বাচনের দাবীতে রাস্তায় নামতে হবে সবার।

১৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: মর্মান্তিক! স্বার্থান্ধ,বিবেকহীন রাজনীতি দেশটাকে নরক বানিয়ে ফেলছে।

১৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:১৪

আবু ছােলহ বলেছেন:



হায় হায়! আহ, কত মায়েদের সন্তানই তো এমনি করে হারিয়ে যাচ্ছে প্রতি দিন! কী ভয়ানক নির্মমতা! প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে খুন খারাবির এ কোন্ জঘন্য জনপদে পরিনত করছি আমরা!

হে আল্লাহ, এই জাতিকে আপনি বাঁচান। আমাদের প্রতি রহমত করুন। অন্যায় জুলূম থেকে এদেশের সাধারন মানুষকে রক্ষা করুন।

১৬| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩২

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: আজিব!

১৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৭

নুরউদ্দিন আহমেদ শ্যামল বলেছেন: প্রতিবাদের ভাষাও এখন দলীয়করণ হয়েছে ।

১৮| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৭

নুরউদ্দিন আহমেদ শ্যামল বলেছেন: প্রতিবাদের ভাষাও এখন দলীয়করণ হয়েছে ।

১৯| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫১

কামরুননাহার কলি বলেছেন: আমদের দেশের ক্ষতি আমরাই করছি। আমরা রাজপথে নামতে ভয় পাচ্ছি। এই রকম জুলুম, অত্যাচার, অন্যায় আমরা মাথা পেতে সহ্য করে যাচ্ছি।

২০| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:৩১

রুবেল ১৯৮৪ বলেছেন: আমি হাতাশ, স্তব্ধ, নির্বাক!!:
অামরা কেউ জানিনা এর শেষ কোথায়...

২১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩২

সোহানী বলেছেন: এভাবে আর কতকাল...........। হাঁ আমার কথা ও তাই এক আকরামের মৃত্যু অবশ্যই গ্রহনযোগ্য নয় কিন্তু এরকম হাজার হাজার জনির নখ, চোখ উপরে ফেলে যে গুম হচ্ছে এর শেষ কোথায়??? না, এর কোন শেষ নেই। যে ফ্রাংকেস্টাইন তৈরী করেছে তা চলতেই থাকবে যতক্ষন না তার পতন হয়..........

২২| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:৫৯

লোনার বলেছেন: দেশের মানুষ ইয়াবা, ফেন্সিডিল, "হেলথ ড্রিংক", সানি লিওন এবং নানাবিধ "তিন তারা" বিনোদনে বুঁদ হয়ে আছে - তাদের মেরুদন্ড অনেক আগেই ভেঙ্গে গেছে। পৃথিবীকে নিয়ে ভাববার অবকাশ, ইচ্ছা বা শক্তি তাদের নেই!

২৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নির্বাক................। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.