নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

দেশ বিক্রির কাহিনী

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

একটা সময় মানুষ বলত আওয়ামী লীগ আসলে দেশে বিক্রি করে দিবে ভারতের কাছে, অনেকে বিশ্বাস করে নাই, ভাই দেশ কি আলু বেগুন নাকি যে কেজি ধরে বিক্রি করে দিবে, দেশ এইভাবে বিক্রি হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতীয়রা চাকরি করে যে রেমিটেন্স পাঠায় তা ভারতের চতুর্থ রেমিটেন্সের উৎস। গত বছর ভারতীয়রা বাংলাদেশ থেকে দশ বিলিয়ন ডলার নিয়ে গেছে। সব ইলিগ্যাল পথে। তাহলে এইবার ভাবেন কত ভারতীয় নাগরিক আমাদের এখানে কাজ করছে। এরা সবাই উচ্চ পদে কাজ করে। আমার পরিচিত একজন অডিট অফিসারের কাছে শুনা সে একটা অফিসে জানে যেখানে যত জন ভারতীয় চাকরি করে তাদের কারো ওয়র্ক পারমিট নাই। এই সুযোগ কি ভাবে পাচ্ছে? যদি সরকার না দেয়?

বাংলাদেশ সারা দুনিয়া থেকে ১৩ বিলিয়ন ডলার রেমিটেন্স হিসেবে আয় করেছে।
আর ইন্ডিয়া বাংলাদেশ থেকেই আয় করেছে ১০ বিলিয়ন ডলার।

১০ লাখ ভারতীয় কাজ করে এদেশ !!!!

রিপোর্ট অনুযায়ী ১০ লাখ ভারতীয় কাজ করে নিয়ে যায় ১০ বিলিয়ন ডলার আবার ১ কোটি বাংলাদেশী প্রবাসি কাজ করে দেশে পাঠায় ১৩ বিলিয়ন ডলার !!!

বাংলাদেশের ছেলে/মেয়ে একদিকে অনায্য কোটা পদ্ধতির শিকার হয়ে দেশে সরকারি চাকরির সুযোগ হারাচ্ছে, আর বেসরকারী চাকরিগুলো নিয়ে যাবে ভারতীয়রা। নে বাবা এখন নাকে তেল দিয়ে ঘুমা।


লিঙ্কঃ Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

খাঁজা বাবা বলেছেন: তালকানা লোকজন কে বুঝাতে আরো কিছু তথ্য দিতেন।
বর্তমান সরকার যে প্রশ্নফাস জেনারেশান তৈরি করছে তাতে আগামিতে এদেশে ৫০ লাখ ভারতীয়র কর্মসংস্থান হবে।
আর এদেশের মানুষ ইয়াবা ব্যবসা আর গরু চোরাচালান করবে।

দেশ যে শুধু দলিল করে আলাস্কার মত বিক্রি হয় না তা তালকানা দলকানা লোকগুলা সব হারানোর আগে বুঝবে না।
তারা আরো কিছুদিন চেতনার নেশায় বিভোর হয়ে থাকবে।

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

খাঁজা বাবা বলেছেন: তালকানা লোকজন কে বুঝাতে আরো কিছু তথ্য দিতেন।
বর্তমান সরকার যে প্রশ্নফাস জেনারেশান তৈরি করছে তাতে আগামিতে এদেশে ৫০ লাখ ভারতীয়র কর্মসংস্থান হবে।
আর এদেশের মানুষ ইয়াবা ব্যবসা আর গরু চোরাচালান করবে।

দেশ যে শুধু দলিল করে আলাস্কার মত বিক্রি হয় না তা তালকানা দলকানা লোকগুলা সব হারানোর আগে বুঝবে না।
তারা আরো কিছুদিন চেতনার নেশায় বিভোর হয়ে থাকবে।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

একদম_ঠোঁটকাটা বলেছেন: WORK PERMIT নিয়ে, আমেরিকায় ট্রাম্পের আনা শক্ত নীতির মত বাংলাদেশেও নিয়ে আসতে হবে। শুধুমাত্র যেসব ক্ষেত্রে অসামান্য দক্ষতা প্রয়োজন, সেসব ক্ষেত্র বাদ দিয়ে অন্যান্য সেক্টর গুলোতে বাংলাদেশী মানবসম্পদ নিয়োগ কঠোর ভাবে রূপায়িত করতে হবে।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৯

একদম_ঠোঁটকাটা বলেছেন:

এটা হলও অফিসিয়াল ডেটা।

৮৫০০০ জন বিদেশী লিগ্যাল কাজ করে বাংলাদেশে-

ভারত - ৩৫৩৮৬ জন
চাইনা - ১৩২৮৬ জন
কোরিয়া - ৪০৯৩ জন
জাপান- ৪০৯৩ জন
মালায়সিয়া- ৩৩৯৫ জন
শ্রিলাঙ্কান - ৩৩৭৭ জন
এছাড়াও থাই, আম্রিকান, ইউকে এর লোক কাজ করছেন।

এদের বাদ দিয়ে শুধু মাত্র ভারত নিয়ে আওয়ামীলীগ সরকার কে নিসানা করা নিয়ে আপনার উদ্দেশ্য পরিষ্কার নওই।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

টি-ভাইরাস বলেছেন: জি ভাই আপার পরিস্কার করা দরকার নাই, আপনি চেতনা, ছাত্র লীগ নিয়ে থাকেন, ভালো দেখাবে আপনাকে

৫| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: বাংলাদেশ ট্যুরইসম বোর্ডের ডেটা অনুসারে ৭৫০০০০ বিদেশী বাংলদেশ ভ্রমণ করেছেন ২০১৭ সালে। তারমধ্যে ধরে নিই ১ লক্ষ লোক টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে কাজ করছে তাতেও আপনার হিসাব ( ১০ লক্ষ ভারতীয়) এর ধারে কাছে যাচ্ছে না !

৬| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

গরল বলেছেন: In 2017, there were 16.4 million Indians living abroad. Mexico and Russia had 11.9 million and 11 million people respectively working in foreign countries. China has the fourth largest overseas population at slightly over 10 million.

এই লিংটাও দেখেন তাহলে, ইন্ডিয়ার সর্বসাকুল্যে ১৬ মিলিয়ন প্রবাসি রেমিট্যান্স পাঠায় ৭০ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশের ১ মিলিয়নই পাঠায় ১০ বিলিয়ন। গাঁজা খেয়েছে নাকি? =p~

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

টি-ভাইরাস বলেছেন: https://www.jugantor.com/national/66051/

৭| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৪

ব্লু হোয়েল বলেছেন: বাংলার মানুষ এদের হাত হতে মুক্তি চায় । শুধুমাত্র গুম খুনের ভয়ে নিশ্চুপ !!!

৮| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

নির্লিপ্ত হিমু বলেছেন: দেশের মানুষ বেকার থাকে, ভারতীয়রা সব সুবিধা নিয়ে যায়। অথচ সেই ভারতীয়রাই বাংলাদেশীদের সাথে পশুর মত ব্যবহার করে, কোনো সম্মানই করে না। কবে বুঝবে আমাদের তাবেদার পা চাটা সরকার গুলো?

৯| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: শুধু ভারতীয় না অনেক দেশের লোকই আমাদের দেশে কাজ করেন।

১০| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়রা চাকুরী করে আমাদের হার্ড-কারেন্সী নিয়ে যাচ্ছে, সত্য; তবে, ওরা যেসব কাজ জানে, আপনি তো তা জানেন না; আপনি হয়তো মিলাদ পড়াতে জানেন; সেখানেই সমস্যা।

আবার আপনার ডাটা ডুটা মিলছে না; সমস্যা আছে সত্য, তবে আপনিও উহার অংশ

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:২০

টি-ভাইরাস বলেছেন: হাহাহা আমি জানতাম আপনি আসবেন এইবার, কারন আগের ২-৩টা পোস্টে আসেন নাই, কারন আপনার সরকারের কু কাম নিয়ে লিখে ছিলাম।

১১| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারতীয় পণ্যে সয়লাব!
বানিজ্যের ঘাটতি আকাশ সম!
ঘরে বসে মহিলারা ভারতীয় পোষাকের রমরমা ব্যবসা করছে!

তাদের চোখে আঙুল দিয়ে দেখালেও তারা মানবে কেনু??? দেখৈন না কি ম্যাৎকার!

হায় নিজের দেশটারেও ভালবাসলিনে! চেতনা কি কেবলই শ্রীপুরের বটিকা! নাকি স্বার্থ হাসিলের জপ!
ধিক!
যে জন বঙ্গ জন্মে করে ভারত প্রণামী
সে সব কাহার জন্ম নির্ণয় না জানি!!!!

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

টি-ভাইরাস বলেছেন:

১৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার ডর লাগে গুম হবার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.