নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

যে ইন্টারভিউ জন্য শহীদুল আলমকে তুলে নিয়ে গেছে

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২৯

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা কি ডিজিটাল বাকশালে পৌছে গেছি?????

ভিন্ন কোন মত থাকবে না! সবাই জ্বি হুজুর করবে!
আর ছড়া কাটবে-

যায় যদি যাক প্রাণ
হিরকের রাজা ভগবান!!!! X((

২| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: কিছু বলার নাই।

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

ক্স বলেছেন: খুব ভালো হয়েছে। এবার গরম ডিম কাকে বলে ও খেতে কেমন হাড়ে হাড়ে টের পাবে।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

টি-ভাইরাস বলেছেন: কেন ভাই? কোন দিক দিয়ে ভালো হইছে? উনি কি মিথ্যা কথা কিছু বলেছেন?

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

নতুন বলেছেন: খারাপ তো কিছুই বলেন নাই।

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

রাকু হাসান বলেছেন: এগুলো যদি গুজব হয় ,তাহলে সত্য বলতে কিছূ নেই বাংলাদেশে ।

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ক্স বলেছেন: উনি মিথ্যা বলেছে না সত্য বলেছে সেটা বিবেচ্য নয়, যা বলেছে তাতে চেতনা ব্যবসায়ীদের পাছার কাপড় আলগা হয়ে গেছে কিনা, সেটাই বিবেচ্য।

আওয়ামী লীগের সাথে ফাউল খেলার আগে সতেরোবার চিন্তা করে দেখতে হয়।

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যুগান্তরের হেড অফ আইটি তরিক রহমান একটা চমৎকার প্রতিবেদন লিখেছেন "ওবায়দুল কাদের আপনি চুমু খাবেন কেন? ইয়াবা বদির হাতের পুরি খান!" | মনে হচ্ছে তাকেও আলোকচিত্রী শহিদুল আলমের মতোই অবস্থার সম্মুখীন হতে হবে | সমাজের বিবেক বুদ্ধি সম্পন্ন সচেতন মানুষদের পোষা বাহিনী দিয়ে নিপীড়ন করে কি আজীবন ক্ষমতায় থাকা যাবে ?

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণত বেশীরভাগ প্রতিষ্ঠিত মিডিয়া মুখ, সমাজকর্মী, বুদ্ধিজীবি আওয়ামীলীগের পক্ষে থাকে। দৃক গ্যালারীর মত একটা প্রতিষ্ঠিত ব্রান্ড-এর প্রধান যে বর্তমান সরকার বিরোধী সেটা গতকালই অনেকে জানতে পেরেছে, হয়তো শেখ হাসিনাও কল্পনা করেনি এমনটা। আর উনার কথাগুলোও একেবারে সরকারের অস্তিত্বে আঘাত হেনেছে...

৯| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা শুধু মামুলি ইন্টারভিউ ব্যাপার না।
সংগবদ্ধ ষড়যন্ত্রকারিরা মোহম্মদপুরের বাসায় বার্নিকাটের সাথে গোপন বৈঠক ছিল।
গোপনেই। কারন রাষ্ট্রদুত বার্নিকাট কোন প্রটকল প্রটেকশান ছাড়া সাধারন একটি গাড়িতে এসেছিলেন।
শুধু বের হওয়ার সময় রাষ্ট্রদুত পুলিশ নিরাপত্তা চান। তখনি সবাই জেনেজায়। সেই বাড়ীর গেইটে ইটপাটকেল মারতে থাকে।
বৈঠকে কারা কারা ছিল কিছুই জানা যায় নি। সবাই আগেই সরে পরছিল।
দেশের বিপদে এধরনের সংগবদ্ধ ষড়যন্ত্র এলাও করা যায় না। কেউই এলাও করে না।

চীন ইরান বা তুরষ্কে এর চেয়ে অনেক কম ষড়যন্ত্রে ১০ জন ফাঁসিতে ঝুলে।
কবে কারে ফাসি দেয়া হল সেটাও কেউ জানতে চায় না।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

টি-ভাইরাস বলেছেন: আপনার এই কথা প্রথম শুনলাম, এখন পর্যন্ত কোন পেপার,টিভি তে কোন খবর পাইনি। যদি কোন লিংক থাকে দিবেন আশা করি

১০| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে যোগ্য লোকদের স্থান নেই | দেশটা হয়ে গেছে শাহজাহান, বদি ,শামীম ওসমানদের মতো ষণ্ডা আর গুন্ডাদের, আর কিছু সংখ্যক যোগ্যতাহীন কোটাধারী অথর্বদের ! শিক্ষিত এবং মেধাবীরা কেনই বা দেশে থাকবে যদি তাদের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়?

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.