নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজের কথার প্রমাণ !!

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬


স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ আজকে তাঁর ভেরিফাই ফেসবুক পেজে লিখেছেন ইদানিং কালে আমরা অনেকেই স্বৈরাচারী শাসন কি তা হয়তো ভুলে গিয়েছি I নতুন প্রজন্মের জন্য ছোট্ট করে নিম্নে কিছু নমুনা দিলাম যাতে করে আমরা ভবিষ্যতে স্বৈরাচার কি চিহ্নিত করতে পারি I

আসেন এখন তাঁর নমুনার সাথে আমারা বর্তমান সময় কে মিলিয়ে নেইঃ
১. যখন সাধারণ মানুষ তার মুক্ত চিন্তা ব্যাক্ত করতে ভয় পায় I
মিল খুঁজে পাই- বর্তমান সময় বাংলাদেশে কোন মানুষের বাক স্বাধীনতা আছে কি? উত্তর নেই। কি ভাবে নেই সেটার ব্যাখ্যা কথা কোন দরকার আছে বলে আমার মনে হয় না, তাঁর পড়েও যদি কেউ ব্যাখ্যা করতে বলে করা যাবে।

২. যখন দেশের প্রচলিত নানা আইন এবং নতুন নতুন আইন সৃষ্টি/তৈরি করে তার অপব্যবহার করে রিমান্ডে নেয়া এবং নির্যাতন করা হয়
মিল খুঁজে পাই- কিছু দিন আগে বাংলাদেশে নতুন একটি আইন করা হয়েছে আইসিটি আইন (৫৭ ধারা করা হয়েছিল প্রথমে পড়ে সেটা এই নামে পাশ করা হয়) একটি নতুন আইন করা হয়ছে। এই আইনের মূল লক্ষ্য হচ্ছে মানুষ কে নির্যাতন করা যেহেতু অফলাইনের আপনার বাক স্বাধীনতা নেই তাই আপনি অনলাইন এ আপনার কথা বলার মাধ্যম করে নিবেন আর সেটা কে আটকানর জন্য করা হয়েছে এই আইন। তাঁর মানে আমারা দেখতে পাচ্ছি আমাদের এখন অফলাইন এবং অনলাইন কোথাও বাক স্বাধীনতা নেই আর ইচ্ছা করলে আপনাকে আমাকে এই আইনে ধরে নিয়ে নির্যাতন করা যাবে আর কথা হচ্ছে, যেমন এখন করা হচ্ছে শহিদুল আলম কে।
ডিজিটাল নিরাপত্তা আইন

৩. বিনা বিচারে হত্যা ও গুম করে ফেলা হয় I
মিল খুঁজে পাই- হাহা ভাই এইটার সাথে মিল আছে কি নাই আপনারাই বলেন

৪. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ কে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করা হয়
মিল খুঁজে পাই- ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব গুলা কে ব্যবহার করা হচ্ছে। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেই যেটা কে ব্যবহার করা হচ্ছে না। স্বৈরাচারী শাসন হুসেইন মুহাম্মদ এরশাদ একি কাজ করেছিলেন (উনিও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবাই জেনো তাঁর কথায় চলে তাই তাদের বেতন বাড়িয়েছিলেন)

৫. আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী পুলিশ সহ অন্যন্য সংস্থাকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়
মিল খুঁজে পাই- এই খানে কবি নীরব, এদের কথা বলতে গেলে দিন রাত হয়ে যাবে আবার রাত সকাল হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না।

৬. যখন সাধারণ নাগরিক সহ সকলের কথা বার্তা, ফোন আলাপ, সোশ্যাল মিডিয়া পোস্ট মনিটর ও রেকর্ড করা হয়
মিল খুঁজে পাই- অনেকে বলতে পারেন এই কাজ সব দেশে করে হা ভাই করে কিন্তু পড়ে বাকি ৫টা করে না। রাষ্ট্র আমাকে না জানিয়ে আমার ফোন আলাপ শুনতে পারে না, এইটা মানবাধিকার লঙ্ঘন।

৭. যখন এই সমস্ত বিষয় রিপোর্ট না করার জন্য সংবাদমাধ্যম, সাংবাদিকদের গোয়েন্দা সংস্থা দিয়ে হুমকি দেয়া হয়
মিল খুঁজে পাই- বর্তমান ছাত্র আন্দোলন নিয়ে ৭১ টিভি কে চিঠি দেওয়া হয়েছে, আন্দোলনে সাংবাদিক দের কে মারা হয়েছে ক্যামেরা ভাঙ্গা হয়েছে জেনো তারা কোন খবর প্রকাশ করতে না পারে। ধিরে ধিরে সংবাদমাধ্যম গুলোকে নজেদের হাতের ইশারাতে চলার সকল ব্যবস্থা করে ফেলেছে।

এখন সবাই মিলিয়েনেন সোহেল তাজের স্বৈরাচার চিহ্নিত করার ৭টা কারনের সাথে আমাদের দেশের চিত্র মিলে যাচ্ছে কি, নাই?

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

ভীতু সিংহ বলেছেন: এখন আবার সোহেল তাজ কোন বিপদে পড়ে এটা দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। :D

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

টি-ভাইরাস বলেছেন: কয় দিন পড়ে যদি শুনতে পান উনার কান্সার হইছে, উনি পাগল হয়ে গেছে কিংবা উনার পেজ কেউ হ্যাক করে এইকাজ করেছে তাহলে অবাক হবেন না

২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বাংলাদেশ থেকে নোংড়া রাজনীতির চর্চা যতদিন না বিলুপ্ত হবে ততদিন এই অঘোষিত স্বৈরতন্ত্র থাকবেন।
আমাদের সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো স্বচ্ছ রাজনীতি।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবরেষুভাইরাসভাই ,

বিষয়টি অত্যন্ত উদ্বেগের । এভাবে চলাটা বোধহয় উদ্বেগটা ক্রমশ বাড়বে বৈকি । প্রশাসনকে সদর্থক ভূমিকা নিয়ে এই আশঙ্কা নির্মূল করতে এগিয়ে আসতেই হবে । নতুবা নির্বাচনে ভরাডুবি হতে বাধ্য । অবশ্য যদি ফেয়ার এবং ফ্রি ইলেকশন হয় । যে কারনেই হোক আপনার মত বয়োজ্যেষ্ঠ ব্লগারের ( ব্লগিং বয়স - ৮ বছর) ব্লগ না দেখাই অনেক মিস করেছি । আপনাও আমার ব্লগ বাড়িতে নেমন্তন্ন থাকলো ।

অনেক শুভেচ্ছা আপনাকে ।

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

টি-ভাইরাস বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: ওকে!
৭ পয়েন্টেই স্বৈরতন্ত্র ডিটেক্টেড । নাউ হোয়াট!
"ইউর এন্টি ভাইরাস ইজ আউটডেটেড।" :)

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

টি-ভাইরাস বলেছেন: ভাই ভয় দেখান কেন :( এই বয়সে ভয় পাইতে ভালো লাগে বলেন

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সোহেল ভাইয়ের সাথে সহমত।

তবে তার দুই নাম্বারে আরেকটু বলতে চাই, সরকারকে সমালোচনা করলে বিম্পি/জাশি ট্যাগও খেতে হয়, যদিও কারো পরিবারে মুক্তিযোদ্ধা থাকে/তার বাবা আওয়ামী সমর্থক হয়। ... অন্যকিছু না হয় বাদই দিলাম। :(

সরকার শুভাকাঙ্খি চিনতে ভুল করছে। দেখি, পা চাটা, সুবিধাবাদী, দুধের মাছিদের নিয়ে কতো দূর যায়...


পুনশ্চঃ
লীগ, দল, জাশি সব কয়টা পঁচে গিয়েছে। তাজ, মাহি, পার্থ.... "ম্যাখোর মতো, তরুন প্রজন্মদের নিয়ে এদের নতুন রাজনীতিতে আসার দরকার ছিল।"

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

টি-ভাইরাস বলেছেন: সহমত

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

আদিল নাঈম বলেছেন: আরো কিছু সময় অপেক্ষা করুন তারপর নিশ্চিত হন।কেন জানি মনে হচ্ছে ,একটু পরেই তিনি বলবেন আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল!আমি এরকম পোষ্ট দেয়নি!

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

টি-ভাইরাস বলেছেন: হাহাহা আমারও তেমনটাই মনে হচ্ছে।

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

বিজন রয় বলেছেন: পরিবর্তন চাই।
আপনি?

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬

টি-ভাইরাস বলেছেন: সহমত

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজনীতিতে পরিবর্তন প্রয়োজন। লীগ, দল, জাপা'কে আর দেখতে চাই না।

৯| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



আমি ফেইসবুকে পোস্টটি পড়েছি; লেখাটি যথাযথ হয়েছে। এটা বর্তমান বাংলাদেশের বাস্তবতা।

১০| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: তাজ উদ্দিন এর মেয়ে তার বাবাকে নিয়ে একটা বই লিখেছেন- বই টি পড়েছেন?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

টি-ভাইরাস বলেছেন: জি ভাই, আমার মতে ওই বইটা সবার পড়া দরকার।

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


শেষে তাজুদ্দিন সাহেবের ছেলের ভক্ত হয়ে গেলেন? অতিভক্তি কিসের লক্ষন?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

টি-ভাইরাস বলেছেন: অতিভক্তি কিসের লক্ষন?
উত্তরঃ চাঁদগাজী হবার লক্ষণ

১২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: কোন মন্তব্য করমতাম না। সংকেত বাণী ১ নম্বরেই দেওয়া আছে :(

১৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩২

কেএসরথি বলেছেন: চাদগাজী ভাই ইদানিং অনেক দালালী করতেছেন - সেটা কিসের লক্ষন?

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬

টি-ভাইরাস বলেছেন: ভাই এইগুলা বইলেন না পড়ে ব্লগে আর থাকতে পারবেন না, সত্যি কথা কইলে বলবে হাজী সাহেবের মুখ খারাপ

১৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পোষ্ট পড়ে পুানা গপ্প মনে পড়ল

এক মাতার তার মাতারীরে আচ্ছা মতো পিটায়। সকালে একবার বিকালে একবার।
একদিন মাতারী অতিষ্ট হয়ে জিজ্ঞাসা করে
- আপনি এমনে মারুইন ক্যারে! আপনি কি আমারে নিয়া ঘর করবার চান না?
মাতার উত্তর দেয়
- মাইরের ধরন দেইক্যাও বুঝস না! ;)

স্বৈরাচার যে স্বৈরাচার তা বলতেও আপনার সোহেল তাজের পোষ্টের উছিলায় বলতে হয়।
এতেও কি বুঝেন নাই যা চলছে - চেতনার খাঁটি আসল এক নম্বর স্বৈরাচার !
(সম্পূর্ণ ভেজাল মুক্ত ) ;) :P =p~ =p~

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

টি-ভাইরাস বলেছেন: ভাই আমি মুক্ষু সুক্ষু মানুষ, এত কিছু বুঝি না

১৫| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ষড়যন্ত্রটা ভয়াবহ ছিল।
মোহম্মদপুরে একটি বাসায় বার্নিকাটের সমন্বয়ে কে কোন পদ পাবে তার ভাগাভাগিও শুরু হয়ে গেছিলো।

আলজাজিরা বিবিসি লাইভ সম্প্রচারে বলছে - ঢাকা অচল, সবশিক্ষাপ্রতিষ্টান বন্ধ (স্কুল-কলেজ মাত্র ১ দিন বন্ধ ছিল, সব বিশ্ববিদ্যালয় খোলা)
এজাবৎ ৩ জন নিহত (বাস এক্সিডেন্টে ২ জন সেটাও নাকি সংঘাতে্‌, বুড়িগঙ্গায় পানিতে ডুবে একজন মৃত্যু সেটাও নাকি এই সংঘাতে)
শনিবার আওয়ামীলীগ অফিসের পেটমোটা লোকজন ভাল মাইর খাইছে, প্রস্তুতি ছিলনা। পর্যাপ্ত পুলিশও ছিলনা। লীগ ভাবতেও পারেনি নিজের অফিসে মাইর খাবে।
পরদিন রবিবার ও সোমবার সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে সমগ্র ঢাকা ভয়াবহ ভাংচুরের প্ল্যান হয়েছিল।
কিন্তু বিপুল বহিরাগত আনারপরও দুটি ছাড়া আর কোন ইউনিভার্সিটি গ্যাঞ্জাম করেতে পারেনি। লোকবলের অভাবে। বিম্পি তো আর আওমীলীগ না

সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েগেলে বেচারা হারিকেন হাতে হতবুদ্ধি হয়ে বসে থাকে! পর দিন স্ট্যাটাস এডিট করে। হা হা হা হা..

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

টি-ভাইরাস বলেছেন: তাজ সাহেব যে ঝারিটা খাইছে ঐ ঝারি খাইলে ভাই আপনি ব্লগ লেখা ছেরে দিতেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.