নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

নুরু তুমি কার ছাত্রলীগ নাকি শিবির

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

সেই কোটা আন্দোলন থেকে শুরু করেছে নুরু নাকি শিবির করে, কাল কে ডাকসু নির্বাচন থেকে শুরু করে আজকে মাইর খাওয়া পর্জন্ত ছাত্রলীগ চেলারা বলে গেছে নুরু শিবির করে কিন্তু সত্যি কথাটা মনে রব্বানি বলে দিয়েছেন। কিন্তু আমার সত্যি সত্যি জানতে ইচ্ছা করে আসলে নুরু তুমি কার। নিচে একটা ভিডিও লিংক আছে সময় থাকলে একটু দেখে নিতে পারেন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


যারা কোটা-বিরোধী আন্দোলন করেছিলো, তাদের মুল লক্ষ্য ছিলো, মুক্তিযোদ্ধা-কোটা; এই শিবির মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে! ইহা কোন অবস্হায় ডাকসু'তে থাকা উচিত নয়; তাকে এই পদে থাকতে দেয়া সঠিক হবে না।

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৪

টি-ভাইরাস বলেছেন: কি ভাই আপনি দেখি রব্বানির বিপক্ষে কথা বলতেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এর কথার বাইরে কথা বলতেছেন এইটা কিছু হইল। উনি যেখানে বলতেছে নুরু তার সাথে রাজনীতি করেছে তার ছোট ভাইয়ের মত, আর আপনি বলেন সে শিবির হাহাহাহ এইডা কিছু হইল ভাই।

২| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি ছাত্রলীগ ও ছাত্র রাজনীতির বিপক্ষে; এবং শিবিরদের রাজনৈতিক অধিকারের বিপক্ষে

১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৯

টি-ভাইরাস বলেছেন: একটি দল ছাড়া আর সবাই জামায়াত -শিবির??? মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী??? বাহ....বাহ.

৩| ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

আরোগ্য বলেছেন: নুরু যেহেতু ভিপি পদে জয়ী হয়েছে তাই সে আজ অঘোষিত শিবির।

৪| ১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

আমিনভাই বলেছেন: গাজী সাহেবতো কোন সময় অযুক্তিক কথা বলে না। এই মন্তব্যটা কেনো অযুক্তিক বললো? আর আওয়ামীলীগ এর বেবস্যা রাজাকার সিবির ট্যাগ। এটা যে কেউই হতে পারে।

৫| ১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বুঝি না।

৬| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর কতদিন এই জামায়াত-শিবির কার্ড খেলবে আওয়ামী লীগ। আমরা তো রাজতন্ত্র মেনেই নিয়েছি। তারপরও কেন এই কার্ড?

১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৬

টি-ভাইরাস বলেছেন: ভয়ে থাকে, বিক্রি করার জন্য আছেত এই একটা জিনিস আর কি করবে।

৭| ১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

হাসান রাজু বলেছেন: আমাদের চাঁদগাজী সাহেব হলেন জানেন কম জাহির করেন বেশি টাইপের মানুষ।
উনি জানেনই না। কোটা বিরোধী আন্দোলনের মূল লক্ষ্যই ছিল কোটা পদ্ধতির সংস্কার, কোটা বাতিল না। সম্পূর্ণ কোটা পদ্ধতিটা ই বাতিলের প্রস্তাব করেন মূলত শেখ হাসিনা।
উনি জানেনই না। এই নুরু মুহসীন হল ছাত্রলীগে যোগ দেওয়ার পর মাবসম্পদ উন্নয়নবিষয়ক উপসম্পাদক ছিলেন। নুরু সহ বাকি কোটা বিরোধী আন্দোলনকারীদের কে রাজাকারের বাচ্চা / শিবির কর্মী বলে ঝাল ঝাড়েন সংসদে মতিয়া চৌঃ । এটা আঃলীগের পুরনো রীতি। পছন্দ না হলে রাজাকার/জামাত/শিবির।
আর পা-লেহন কারী আঃলীগ কর্মীরা সেটাই বলতে থাকেন চোখ, কান, বুদ্ধি, বিবেক বন্ধ করে। পৃথিবীর সব জায়গায়ই এমন সুবিধাদির সংস্কার হয় বছর বছর। চাঁদগাজী সাহেব এখন যে দেশে আছেন সে দেশে প্রতিবছর অভিবাসনের নিয়ম সংস্কার হয়, তাই অন্তত উনার কাছে শুনা কথায় কান দেয়া মানুষের মত আচরন আশা করা যায় না। উনি জানেন না বা বুঝেন না তা কিন্তু না। আদতে উনি আঃলীগের ........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.