নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

সরকারী উদ্যোগে বাঁশ দিয়ে রেললাইন মেরামত

২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৭



সরকারী উদ্যোগে বাঁশ দিয়ে রেললাইন মেরামত চলছে। ছবিটা পূরনো। বাংলাদেশের সাধারণ জনগণ এবং মিড়িয়া বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এসব অনিয়মের বিরোদ্ধে উদ্যোগ গ্রহণ না করার কারণে এহেন মর্মস্পর্শী ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

বিশ পঁচিশ জন মানুষ মারা যাবে অকাঁতরে। দেড় দুইশতো মানুষ আহত হবে কিংবা হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করবে। দুই চারটা তদন্ত কমিটি গঠন করবে। সরকারের কয়েকজন দায়িত্বশীল মন্ত্রী আহত নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার ফটোচেশন করবে। আর আমরা ফেসবুকে কদিন হা হুতাশ করবো। ব্যাস , কাহিনী খতম ।

আর একটা নতুন ইস্যু পেয়ে আমরা ভুলে যাব এরকম মর্মান্তিক দুর্ঘটনা। এভাবে আর কত? আর কত মানুষ প্রাণ হারালে, আর কত মায়ের কোল খালি হলে, আর কত সন্তান তাদের মাথার উপরের ছায়া টুকুন হারালে সরকারের টনক নড়বে ......??? আসলে নড়ার দরকারও নাই তাঁরা ক্ষমতাতে থাকতে পারলে হইছে, বাকি সব যা ইচ্ছা হয়ে যাক।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাঁশ ই হোক আগামী দিনের নির্মাণ সামগ্রী।

২| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৭

ভুয়া মফিজ বলেছেন: ভাগ্যিস মন্ত্রীসাহেব বলেন নাই, বিম্পি-জামাতীরা ধাক্কা দিয়ে ট্রেন ট্র্যাক থেকে ফেলে দিয়েছে!! :P

৩| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মফিজ ভাইয়া মন্তব্য হাহাহাহাহাহা ...। রানা প্লাজাও তো কিন্তু ধাক্কাধাক্কিতে পড়েছিলো

ইস্যু পেয়ে ইস্যু ভুলে যাওয়া মানুষ আমরা :(

৪| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:১২

মুক্তা নীল বলেছেন:

লোক দেখানো বিবেকে এবং বিচারে এরা সবচেয়ে এগিয়ে ।

৫| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:৪৩

করুণাধারা বলেছেন: এভাবে আর কত? আর কত মানুষ প্রাণ হারালে, আর কত মায়ের কোল খালি হলে, আর কত সন্তান তাদের মাথার উপরের ছায়া টুকুন হারালে সরকারের টনক নড়বে ......???

আপনার মনে হয়, দায়িত্বহীনতার কারণে ঘটা এইসব মৃত্যু নিয়ে তাদের বিন্দুমাত্র অপরাধবোধ আছে? নেই।

সরকার কখনো কোনো ভালো কাজ করবে না, নিজের লাভ ছাড়া। অতএব সব ভাগ্য বলে মেনে নেয়াই ভাল।

৬| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: এই জন্য প্রতি স্টেশনে মানুষ ওঠার জন্য ২০ থেকে ৩০ মিনিট সময় দিতে হবে! মানুষ আরাম করে হেলে দুলে উঠবে! নো একসিডেন্ট ভয়!!!

৭| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:০০

মা.হাসান বলেছেন:
প্রথম আলো, অনলাইন সংকরণ২৪ জুন ২০১৯, ২২:১১
আপডেট: ২৪ জুন ২০১৯, ২২:১৩


ইত্তেফাক, অনলাইন ডেস্ক ১৬:০৩, ২০ এপ্রিল, ২০১৯


ইত্তেফাক, অনলাইন ডেস্ক ১৬:০৩, ২০ এপ্রিল, ২০১৯


মফিজ ভাই যা বলেছেন সত্য বলেছেন। এখানে সরকারের দায় নেই। জামাত-শিবির-বিএনপির চক্রান্তের কারণে রেলের আজ বেহাল অবস্থা। ২০৪১ সালের মধ্যে পাতাল রেল, ম্যাগলেভ, বৈদ্যুতিক রেল, বরিশাল ও কক্সবাজারে রেল ইত্যাদি হয়ে যাবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। তবে তারা কাজ শুরুর আগেই মাননীয় মন্ত্রী দুর্ঘটনার কারণ ভবিষ্যতবাণী করেছেন।



ট্রিবিউন ডেস্ক প্রকাশিত ১০:৪২ রাত ফেব্রুয়ারি ১৮, ২০১৯

৮| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: এই রকম চলতেই থাকবে।
আমরা শুধু হা-হুতাশ করে যাবো।

৯| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: এই রকম চলতেই থাকবে।
আমরা শুধু হা-হুতাশ করে যাবো।

১০| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:২৯

নীল আকাশ বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ভাগ্যিস মন্ত্রীসাহেব বলেন নাই, বিম্পি-জামাতীরা ধাক্কা দিয়ে ট্রেন ট্র্যাক থেকে ফেলে দিয়েছে!! -মফিজ ভাই মখা আগেই না বল্লে নির্ঘাত বলে দিত।
ভাবছি বুয়েটের ভিসিকে স্ট্যাট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কোর্সে rcc সাথে বাশের উপর কোর্স করানোর জন্য ইমেল পাঠাব নাকি!

১১| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৯

টারজান০০০০৭ বলেছেন: ভালো বাঁশের রিইনফোর্সমেন্ট কিন্তু রডের চেয়ে কম নহে ! এ কারণেই রডের পরিবর্তে বাঙালি একে অন্যরে বাঁশ দিয়া থাকে ! সরকারও দিয়াছে !

১২| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৪

ঢাবিয়ান বলেছেন: আমি বা আমার প্রিয়জন এই দুর্ঘটনার শিকার হয় নাই। তাই আমার কিছু যায় আসে না!

১৩| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস ।বড়ই আফসোস।

১৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: "মগজহীনেরা গদিতে বসে নাকি গদিতে বসার পর সবাই মগজহীন হয়ে যায়?" বুঝিনা....

১৫| ২৬ শে জুন, ২০১৯ রাত ১২:২১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে মনে করেছিলাম জোকস। পরে পুরো অবাক হলাম। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা?????????

১৬| ২৬ শে জুন, ২০১৯ রাত ৩:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এরকম মদখোর মন্ত্রী কেমনে মন্ত্রণালয় চালানোর দায়িত্ব পান তা ভাবতেই কেমন যেন হতাশা ঘিরে ধরে।

সরকারি উদ্যোগ তা বলতে পারি না, তবে মন্ত্রী সাব যেহেতু বরেছেন সেহেতু বলাই যায়।
এভাবেই দুর্নীতিবাজ নেতাদের দুর্নীতির ভিড়ে তলিয়ে যাচ্ছে সরকারের সকল উন্নয়ন!

১৭| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৬

মাহমুদুর রহমান বলেছেন: ও আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.