নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব অভিমত এবং অন্যান্য

আমি বাবা-মায়ের আদরের মেয়ে!

মাহনূর তাবাসসুম মীম

মানুষ ভুল থেকে শিখে। আমি ভুল করেই চলেছি। এখন শুধু শিক্ষার অপেক্ষা!

মাহনূর তাবাসসুম মীম › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা মানেই প্রেম নয়!

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৫

ভালোবাসা দেখানোর প্রয়োজন হয় না, ভালোবাসা এমনিতেই প্রকাশ পায়। বন্ধু বান্ধবরা যতই বলুক ‘তুই এ্যাফেয়ার করিস না ক্যান?’ তাদের কথায় কান দিতে নেই। তাড়াহুড়োর তো কিছু নাই! চাইলেই কাউকে ভালোবাসা যায় না আবার জোর করেও কাউকে ভালোবাসা যায় না। এজন্য মনের ভেতর থেকে অনুভূতি তৈরি হওয়া প্রয়োজন।

যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তখন তারা একে অপরের ব্যাপারে care করে, ভাবে। একজন আরেকজনের ব্যাপারে ছোটখাট বিষয় নিয়েও মাথা ঘামায়। একজন আরেকজনের ক্ষতি দেখতে পারে না বরং সবসময় তার ভাল চিন্তা করে। একজন আরেকজনকে মনে প্রাণে বিশ্বাস করে। একে অপরকে সবসময় দেখতে ইচ্ছে করে, একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনের ভিতর আগলে রাখতে ইচ্ছে করে। একজন আরেকজনকে দেখলে বুকের ভেতরে একটা শান্তির অনুভূতি সৃষ্টি হয়। একজন আরেকজনের দিকে তাকালে মনে হয় যেন, ‘দেখতেই থাকি!’ ভালোবাসার অন্যতম আরেকটা ব্যাপার হচ্ছে Sacrifice (ত্যাগ স্বীকার করা)। ভালোবাসার মানুষটির জন্য অনেক সুবিধা ছেড়ে দেয়া বরং অনেকটা আনন্দের বিষয় হয়ে থাকে। ভালোবাসা মানে জাস্ট আপন করে পাওয়া – একে অপরের প্রতি অধিকার সৃষ্টি।

ভালো যদি কাউকেই বেসেই ফেলা হয়, তবে তার সাথে সম্পর্কে জড়াতে হবে- তা ঠিক নয়। কাজেই বন্ধুত্বের মধ্যেও ভালোবাসা সম্ভব। ভালোবাসা মানেই প্রেম নয়। প্রেম তো শুধু একটা সম্পর্কের নাম!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালোবাসা মানেই প্রেম নয়। প্রেম তো শুধু একটা সম্পর্কের নাম!+++

২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৯

মাহনূর তাবাসসুম মীম বলেছেন: ্বিমত আছে নাকি ভাইয়া? :D

৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৯

মিজভী বাপ্পা বলেছেন: বুঝলাম আপুনি :) সব ভালোবাসাই ভালোবাসা, তবে সব ভালোবাসাই প্রেম নয় :(( :(( :((

হায়!!! রে পোড়া কপাল আমার :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

মাহনূর তাবাসসুম মীম বলেছেন: কি হলো ভাইয়া?

৪| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৭

মোঃ হৃদয় শেখ বলেছেন: সব ভালোবাসাই আবার প্রেম নয়। প্রেম একটা সম্পর্কের নাম। আর ভালোবাসতে কোন সম্পর্কের দরকার হয় না।

৫| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৫

ডার্ক ম্যান বলেছেন: ভালোবাসা মানে প্রেম নয় তাহলে কী?
ভালোবাসা বলতে আপনি যা লিখেছেন তার কতটুকুই বা মানুষ মেনে চলে? আপনি লিখেছেন, ভালোবাসার মানে একে অপরকে care করা। একে অন্যের ক্ষতি না করা। এ কথা গুলোর বর্তমানে কোন মূল্য আছে কি?
ধরুণ আপনি একজনকে ভালোবাসেন। সে আপনাকে পেতে চাই কিন্তু আপনার পরিবার এ সর্ম্পক কোনভাবেই মেনে নিবে না। তখন আপনি করবেন? নিশ্চয় পরিবারের কথা শুনবেন। আপনার ভালোবাসার সমাপ্তি সেখানেই।
আবার কখনো কখনো উল্টোটা ঘটে। ভালোবাসার মানুষটিকে বেছে নিতে গিয়ে পরিবারের সাথে সর্ম্পক নষ্ট হয়। বোনাস হিসেবে ক্যারিয়ারও যায়। আর কিছুদিন পর ভালোবাসার মানুষটিও চলে যায় বাবা মার পছন্দ করা ধনীর দুলালের সাথে।

৬| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

দুরন্তু পথিক বলেছেন: আপু মনে হয় রিসেণ্টলি ছেকা খেয়েছেন ?। ছেকা খেলেই মানুষ ভাবের কথা বলে

৭| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫০

ফ্লাইং সসার বলেছেন: বুঝলাম,তবে এটা মনে হয় আপনার ভার্সন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.